Music - বেহুলা || SHUNNO cover by @sajjadsohan || 30/03/2021
আসসালামু আলাইকুম
@sajjadsohan
From:Bangladesh
আমি আপনাদের মাঝে একটি গান নিয়ে আসলাম। গানটির নাম বেহুলা। বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটি গান। এই গানটি আমার খুব ভালো লাগে। তাই আজকে আপনাদের জন্য গানটি কভার করলাম।
this is my song.
Main song
SHUNNO BAND
Members:
Vocal: Emil
Bass: Michael
Drums: Labib Drums
Guitar: Ishmam
Lyrics: Tanvir Chowdhury
Produced by: Shaker Raza
বেহুলা Song Lyrics
ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা,
তুমি আমার আঁধার রাতে
একশ তারার মালা।
তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধরে,
ভালোবাসার গান শোনাবে
প্রাচিন কোনো সুরে।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
ছাইড়া গেল স্বজন সুজন
তুমি তবু পাশে,
তোমার মতন এমন করে
আর কে ভালোবাসে।
তোমার কায়া বড় মায়া
বটের ছায়া চোখে,
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।।
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি,
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি,
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি,
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি।
ও বেহুলা ..
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
Thank you .
@steemcurator01, @steemcurator02 , @steemitblog for supporting
অস্থির হইছে বন্ধু
ধন্যবাদ বন্ধু❣️