Better Life with Steem|| The Diary Game||20 October 2023||

in Incredible Indialast year (edited)
" হ্যালো স্টিমিট বন্ধুরা"
Picsart_23-10-21_00-31-36-699.jpg

Editing by PicsArt

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার আজকের দিনের কার্যক্রম গুলো।

🌺সকাল বেলা🌺
IMG_20231019_210434-01.jpeg

আমি কালকে আমার একটা বড় ভাই এর বাসায় ঘুমাই ছিলাম তাই সকালে আমি ১১ দিকে বড় ভাই দের বাসা থেকে উঠে বাসার দিকে চলে আসি। বাসায় আসতে আমার সময় লেগেছিল ২০ মিনিট আর আমি বাসায় এসে বসি আর মা আমাকে সকালে খাবার হিসেবে ২ টা সিঙ্গারা দেয় যা বাবা আনে রাখে দিছিলো।আমি খাওয়া শেষ করে বাসায় শুয়ে থাকি ১২:৩০ পর্যন্ত।

IMG_20231020_124848.jpg

আমি তার পরে যাই গোসল করতে আর আজকে হলো শুক্রবার তাড়াতাড়ি নামাজ আদায় করতে যেতে হবে।আমি গোসল ১০ মিনিট এর ভিতরে শেষ করে জামাকাপড় পরে বাসা থেকে টুপি নিয়ে নিচে নামি মসজিদ এর উদ্দেশ্য আর আমি বাসার নিচে নামার পরে দেখি আমার একটা বন্ধু সাথে দেখা হয় ও ছিলো অটোর ভিতরে বসা তাই আমি অটোর ভিতরে বসে বন্ধু সাথে ৫ মিনিট কথা বলে মসজিদ এর দিকে চলে যাই।

IMG_20231020_125200-01.jpeg

আমার বন্ধু কাছ থেকে মসজিদে যেতে ১৫ মিনিট সময় লাগে তার পরে আমি ওয়যু করে মসজিদ এর ভিতরে গিয়ে বসি আর হুজুর এর খুদবা শুনি।আর হুজুর ১৩৫ মিনিটে ফরজ নামাজ শুরু করে আর আমি নামাজ আদায় করে বাসায় চলে আসি।

🌺দুপুর বেলা🌺
IMG_20231020_141041-01.jpeg

নামাজ আদায় করে বাসায় এসে আমি মাকে খাবার দিতে বলি আর মা সবাই কে খাবার দেয়। আজকে আমাদের বাসায় রান্না করা হয়েছিল গরুর মাংস আর আলু দিয়ে পওটল বাজি ।আমি সব তরকারি দিয়ে একটু একটু করে নিয়ে সামনে এসে বসে খেতে থাকি খাবার শেষে বিশ্রাম নি।

🌺বিকাল ও সন্ধ্যা বেলা🌺
IMG_20231020_201943-01.jpeg

বিকাল বেলা আমি বাসা থেকে বের হয়ে বন্ধুদের ফোন দিয়ে একসাথে হয়ে আমরা আলম মামার দোকানে গিয়ে বসি।আর আমরা সেখানে বসে চা রুটি আর সবাই একসাথে বসে আড্ডা দি আর আমরা আড্ডা দেওয়ার জন্য সব থেকে আলম মামার দোকান টাই ভালো লাগে আর কলেজে মাঠে।

IMG_20231020_192438-01.jpeg

সন্ধ্যায় আমাকে আমার একটা বড় ভাই বলে আমার সাথে আয় আমরা অনেক বড় ভাই মিলে একসাথে বসে কিছু আনন্দ করবো আর কথা বলবো।তার পরে আমি আমার বড় ভাই এর সাথে যাই সেখানে যাওয়ার পরে আমাদের বসতে দেয় আর আমরা সেখানে বসে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করি আর তার পরে আমি বাসায় চলে আসি।

" তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি সবার এই পোস্ট টি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন "
Sort:  
 last year 

আমি আপনার সম্পূর্ণ লেখাটি পড়েছি। আপনি গত কাল রাতে আপনার এক বড় ভাইয়ের বাসায় রাত কাটিয়েছেন। তারপর আপনি বাড়ি এসে আপনার বাবা আনা সিঙ্গারা খেয়েছেন গোসল করে নামাজ পড়তে গেছেন। তারপর আপনি বাড়ি এসে ভাত খেয়েছেন ও বিকালে দোকানে বসে চা খেয়েছেন ও বন্ধুদের সাথে আড্ডা দিয়েছেন। সবমিলিয়ে আপনার আজকের দিনটা অনেক ভালো কেটেছে।

আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার পোস্ট এর ভিতরে লেখা গুলো অনেক সুন্দর হয়েছে আর আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।

আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি। আশা করি খুব তাড়াতাড়ি আসবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।

Loading...

আপনি কালকে আপনার বড় ভাইয়ের বাসায় ঘুমিয়ে ছিলেন। এগারোটার সময় নাস্তা না করেই বাসায় চলে গিয়েছেন। এবং গোসল করে জুমার নামাজের জন্য চলে গিয়েছেন। আমিও কালকে গোসল সেরে সাড়ে বারোটার দিকে জুমার নামাজে গিয়েছিলাম, এবং আমাদেরও 1.35 মিনিটে জামাত দাঁড়িয়ে ছিল। আপনার কাছে আশা রাখি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ।

আপনার দিনগুলো আরো ভালো কাটুক শান্তিতে কাটুক আপনার দিনগুলো সুখময় হোক। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার পর পোস্ট রিলেটেড কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।

ইনশাআল্লাহ।

 last year 

আপনি আপনার একটি দিনের কার্যক্রম খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।তা দেখে আমার খুব ভালো লাগলো।আপনি আপনার বড় ভাইয়ের সাথে ও রাতে কিছু না সময় ব্যয় করেছেন। অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।

 last year 

আপনার জন্য ও শুভকামনা রইল ভালো থাকবেন সবসময়।

 last year 

আপনার পোস্ট পড়ে মনে হল আপনি খুব সুন্দর একটা দিন পার করেছেন। যেহেতু জমার দিন তাই সবাই মিলে আগে আগে জুমার নামাজ পড়তে হবে। এটাই স্বাভাবিক। জুমার নামাজ পড়ে এসে দুপুরের খাবার খেয়েছেন।

বিকেলবেলা বন্ধুরা মিলে মামার দোকানে চা এবং রুটি খেয়েছেন। এরপর বড় ভাইয়ের সাথে একটা জায়গায় গিয়ে আনন্দ করেছেন। সেখানে কি হালকা নাস্তা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।

 last year 

আপনি আপনার বড় ভাইয়ের বাসায় ঘুমিয়ে ছিলেন আর সকাল ১১.০০ দিকে বাসায় এসেছেন।। আমিও মাঝে মাঝে আমার আঙ্কেলের বাসায় ঘুমাই যখন বাসায় কোন মেহমান বা কোন সমস্যা থাকে তখন।

দিনটি শুক্রবার থাকায় আপনি নামাজও পড়েছেন যেটা অনেক ভালো লেগেছে।। আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপনার দিনটি অনেক ভালো কেটেছে।। আপনার জন্য দোয়া রইল আপনার প্রতিটি দিন এভাবেই ভালো কাটুক।।

 last year 

আপনার লেখা পড়ে বুঝতে পারলাম যে আপনি আপনার দিনটা ভালোই কাটিয়েছেন।এত সুন্দর করে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile