Better Life with Steem|| The Diary Game||7 February 2024||

in Incredible India4 months ago
" হ্যালো স্টিমিট বন্ধুরা "
Picsart_24-02-08_13-43-36-137.jpg

Editing by PicsArt

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমার কাটানো গতকাল এর সকল কার্যক্রম গুলো।

🌺 সকাল বেলা 🌺
IMG_20240207_124827-01.jpeg

সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম , তারপর আমি আমার বোনকে নিয়ে মাদ্রাসায় চলে গেছিলাম। তারপরে বোনকে মাদ্রাসায় দিয়ে আমি আবার বাসার দিকে আসলাম। বাসায় এসে সকাল বেলা কি খাওয়া যায় তা দেখলাম। তারপরে আমি চানাচুর আর মুড়ি নিলাম খাওয়ার জন্য। মা যদিও ভাত খাওয়ার কথা বলছিল কিন্তু আমি ভাত না খেয়ে মুড়ি খেয়ে ছিলাম সকালবেলা।

১০:৪৫ মিনিটে আমি বাসা থেকে বের হলাম ছোট বোনকে মাদ্রাসা থেকে নিয়ে আসার জন্য। গিয়ে আমি মাদ্রাসার ভিতরে বসলাম আর কিছুক্ষণ এর ভিতরে দেখি বোন এর ছুটি হয়েছে আর ও ক্লাস রুম থেকে বের হয়ে আমার কাছে চলে আসছে। আমি তারপরে আমার বোনকে নিয়ে বাসায় আসলাম।

IMG_20240207_133023-01.jpeg

বাসায় আসার পরে আমাকে আমার মা বললো ঝুড়িতে করে কিছু কামরাঙ্গা ফল রাখা আছে গাছ থেকে পেড়ে এনেছিলাম গতকাল বিকেল বেলা সেগুলো খেয়ে দেখ কেমন লাগে। আসলে কেমন লাগে বলার কারণ হলো এই প্রথম বছর গাছ টিতে ফলন ধরেছে তাই আমরা জানি না যে ফলগুলো খেতে কেমন হবে। আমি তারপরে দুইটি কামরাঙ্গা ফল নিলাম খাওয়ার জন্য সাথে একটু লবণ নিয়েছিলাম।

আমি খেয়ে দেখলাম যে অনেক মিষ্টি আমার কাছে অনেক ভালোই লাগলো আমি তারপরে মাকে বললাম আমার কাছে তো ভালোই লাগলো তুমি এখন খেয়ে দেখো একটা।মা তারপরে একটা কামরাঙ্গা খেয়েছিল আর তার কাছেও ভালো লেগেছে যেটা বুঝলাম।

🌺 দুপুর বেলা + বিকাল বেলা 🌺
IMG_20240207_152639-01.jpeg

দুপুরের আজান হওয়ার সাথে সাথে আমি গোসল করতে চলে গেলাম। আর আমি অনেকদিন পরে গরম পানি ছাড়া ঠান্ডা পানি দিয়ে গোসল করে ছিলাম। গোসল করা হয়ে গেলে আমি ঠান্ডা লাগছিল তার কারণ কিছুক্ষণ রোদে বসলাম। আর তারপরে আমাকে আমার মা খাবার খেতে দিল। দুপুরে আমি খাবার খেয়েছিলাম চিংড়ি মাছ ও লাল শাক দিয়ে। শাকের ভিতরে লাল শাক টা আমার অনেক প্রিয়।

IMG_20240207_171305-01.jpeg

খাওয়া দাওয়ার পরে আমি একটু বিশ্রাম নিলাম। বিকাল চারটার দিকে আমি উঠে বাইরে যাওয়ার জন্য রহনা হলাম। আমি অনেকদিন পরে কলেজের ভিতরে বসে বন্ধুদের সাথে কিছু সময় পার করেছিলাম।আমরা সাতজন বন্ধু মিলে অনেক মজা করেছিলাম কলেজের ভিতরে বসে। বিকেল বেলা সূর্যটা দেখতে অনেক ভালো লেগেছিল তাই আমি ফটো তুলে নিয়েছিলাম কলেজের ভিতর থেকে। কলেজের ভিতরে আমরা সন্ধ্যা পর্যন্ত বসে ছিলাম।

🌺 সন্ধ্যা বেলা + রাতের বেলা 🌺
IMG_20240207_184833-01.jpeg
IMG_20240207_184914-01.jpeg

সন্ধ্যাবেলা কলেজের ভিতর থেকে বের হয়ে আমরা বন্ধুরা মিলে গেলাম এটা হোটেলে কিছু খাওয়া জন্য। হোটেলে গিয়ে আমরা যার যার মত যে যা পছন্দ করে তাই খাওয়ার জন্য নিয়েছিলাম। আমি আর আমার তিন বন্ধু একই খাবার নিয়েছিলাম আর সেটা হলো আলুর চপ ও বেগুনির চপ। বাকি তিনজন বন্ধু নিয়েছিল পুরি।

আমি ৮ টার দিকে বন্ধুদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে হাতমুখ ধুয়ে,কিছুক্ষণ ফোন দেখলাম শুয়ে শুয়ে। ৯ টার দিকে আমাদের কমিউনিটির সপ্তাহিক ক্লাস ছিল তাই আমি সেখানে জয়েন করলাম। আমাদের ক্লাস শেষ হয়েছিল ১১:২০ এর দিকে,এর পরে আমি খাওয়া-দাওয়া করি ঘুমিয়ে পড়েছিলাম।

"তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন "
Sort:  
 4 months ago 

সকালবেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে আপনার ছোট বোনকে মাদ্রাসায় পৌঁছে দিলেন তারপর বাসায় এসে চানাচুর ওর মুড়ি মাখা খেলেন।

আপনাদের কামরাঙ্গা গাছেে এই প্রথম বছর কামরাঙ্গা ধরেছে এবং খেয়ে দেখলেন কামরাঙ্গ গুলো খুব মিষ্টি লাগছে। গতকালকে আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করেছেন তার জন্য শীত লাগছিল তারপর একটু রোদে গেলেন রোড পোহাতে এরপর দুপুরের খাবার খেলেন। দুপুরে খাবারটা খুব লোভনীয় ছিল চিংড়ি মাছ ভুনা

দুপুরে খাবার খেয়ে বিশ্রাম নিয়ে বিকেলবেলা কয়েকজন বন্ধুরা মিলে কলেজ মাঠে গেলেন তারপর সন্ধ্যা বেলা যার যার ইচ্ছা মতন হোটেলে গিয়ে খাবার খেলেন।

থ্যাংক ইউ আপনার সাড়া দিলে কাটানো মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করলেন।

 4 months ago 

ছোট বোন কে মাদ্রাসায় ভর্তি করে ছিলাম আর সেই থেকে আমি মনে হয় ২_৩ দিন নিয়ে গেছিলাম আর বাকি মা নিয়ে যায়। বন্ধুদের সাথে বিকাল বেলা একটু আড্ডা না দিলে হয় না। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 4 months ago 

আসলে ভাইয়ের চেয়ে মার গো বেশি মেয়ের উপর দায়িত্ব থাকে সে দায়িত্ব আপনার মা পালন করছে।

আর এই সময় আড্ডা দিবেন নাকি কোন সময় দিবেন এখন তো আড্ডা দেওয়ার সময়। এমন এক সময় দেখা যাবে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বন্ধুদের সময় দেওয়া সেই সময়টুকু আপনার থাকবে না নিজের সংসার এবং সবকিছু নিয়ে ব্যস্ত থাকবেন।

থ্যাঙ্ক ইউ আমার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ।

 4 months ago 

একদমই তাই এখন যদি একটু বন্ধুদের সাথে সময় না কাটাই তাহলে আর কবে হবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন। আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি।

Loading...
 4 months ago 

চানাচুর দিয়ে মুড়ি মাখা বেশ ভালোই লাগে।। আজ বোনকে নিয়ে মাদ্রাসায় গিয়েছিলেন।। বড় ভাই থাকলে ছোট বোনদের এরকম অনেক সুবিধা হয়ে থাকে।।

আর হ্যাঁ কামরাঙ্গা গুলো দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু ব্যক্তিগতভাবে কামরাঙ্গা আমার খুব বেশি পছন্দ না।। আর দুপুরে খাওয়া করে রেস্ট নেওয়া আমাদের প্রতিটি মানুষের প্রয়োজন।। বিকালে বন্ধুরা মিলে বেশ সুন্দরভাবে নাস্তা করেছেন।। সব মিলিয়ে অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন।।

 4 months ago 

ভাই আপনার মতো আমার ও অনেক ভালো লাগে চানাচুর আর মুড়ি। কামরাঙ্গা ফল আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি একাই অনেক গুলো খেয়ে ছিলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 4 months ago 

শুনে ভালো লাগলো কামরাঙ্গা আপনার অনেক বেশি ভালো লাগে।। আর আমার মনে হয় ছেলেদের তুলনায় মেয়েরা কামরাঙ্গা বেশি পছন্দ করে।।

 4 months ago 

আপনার পোস্টটি পড়তে আসলে এমন কোন ব্যক্তি নাই তার জিভে জল না এসে পারবে।

টক এমন একটি জিনিস যা দূর থেকে আকর্ষণ করে মানুষের মস্তিষ্কে।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 4 months ago 

ভাই এটা একদম সঠিক কথা যে টক কোন ও কিছু দেখলে জিভে জল চলে আসে। আমার ও আসে আর টক আমি তেমন পছন্দ করি না তাও আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 4 months ago 

আসলে কোন গাছে যখন প্রথম ফল ধরে তখন অবশ্যই খেয়ে দেখা উচিত। কেমন হয়েছে? তবে আপনাদের গাছের কামরাঙ্গা ফল গুলো দেখতে অসাধারণ। আপনার দিনটা বেশ সুন্দরভাবেই কেটে গিয়েছে। বন্ধুদের সাথে গিয়ে আবার হোটেলে নাস্তা ও করেছেন। ধন্যবাদ আপনাকে, আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 4 months ago 

সকালে ঘুম থেকে উঠে বোনকে এগিয়ে দিয়ে মুড়ি চানাচুর দিয়ে সকালের নাস্তা করেছিলেন।তারপর কামরাঙা খেয়েছিলেন, যেটি আপনার কাছে খুব ভালো লেগেছে। দুপুরে সময়মত স্নান শেষ করে দুপুরের খাবার খেয়েছিলেন এবং বিকালে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

 4 months ago 

সকালবেলা ঘুম থেকে উঠে মুরি চানাচুর। কামরাঙ্গা বিকেলবেলা ভাজাপোড়া সারাদিন আপনার কত সুন্দর কেটেছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর কার্যলিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.12
JST 0.029
BTC 69358.69
ETH 3688.87
USDT 1.00
SBD 3.30