মিরার বেড়ে ওঠার গল্প

in Incredible India8 months ago

আসসালামু আলাইকুম,

IMG_20250411_215702.jpg

কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আমার জীবনের সবচেয়ে দামি একটা গল্প শেয়ার করতে চাই আমার মেয়ে মিরাকে নিয়ে। মিরার বয়স এখন মাত্র দুই বছর, কিন্তু এই দুই বছরে ওর বুদ্ধি চালাকি আর আচরণ দেখে আমি মাঝে মাঝে অভিভূত হয়ে যাই। এতোটুকু একটা মেয়ে অথচ যেন কত কিছু বোঝে। ওর চোখে মুখে সবসময় একরকম বুদ্ধির ঝলক,যেটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমি আপনাদের ভাষায় প্রকাশ করে বুঝাতে পারব না। মিরার যখন ১৪ মাস বয়স, তখন আমি ওকে নিয়ে ঢাকায় চলে আসি।

IMG_20250411_215719.jpg

আমার হাজব্যান্ড ঢাকায় একটা সরকারি চাকরি করেন। আমার হাজবেন্ডের সাথে একসাথে থাকার জন্যই, জীবন গুছিয়ে নেওয়ার ইচ্ছা থেকে আমি সিদ্ধান্ত নিয়ে ঢাকায় আসি।যদিও শহরের জীবন আমার জন্য একদম নতুন ছিল,কিন্তু মিরাকে নিয়ে সাহস করেই এগিয়ে যাই। এর আগে আমি গ্রামেই ছিলাম। তখন শাশুড়ির সঙ্গে একসাথে থাকতাম। তবে সত্যি বলতে মিরাকে নিয়ে সব দায়িত্ব একা আমাকেই নিতে হতো।ছোট মিরাকে সারাদিনের যত্ন,খাওয়া পড়া, অসুস্থ হলে রাত জেগে দেখা সবকিছু একাই সামলাতে হতো। শাশুড়ি মাঝে মাঝে সাহায্য করতেন তবে বড় একটা অংশ আমার কাঁধেই ছিল। তখনই বুঝেছিলাম একজন মা কিভাবে নিজের সবটুকু দিয়ে সন্তানকে বড় করে তোলে। ঢাকায় এসে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া সহজ ছিল না।

IMG_20250411_234856 (2).jpg

বাসাটা মোটামুটি বেশ বড়, ব্যস্ত জীবন চারপাশে কেউ নেই চেনা তবু মিরাকে দেখে প্রতিদিন শক্তি পাই। মিরার ছোট্ট ছোট্ট হাসি কথা বলার চেষ্টা মজার ভঙ্গিতে কিছু বোঝানো সব মিলিয়ে মিরা আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। অনেকেই বলে তোমার মেয়ে তো অনেক বুদ্ধিমতী। আমি গর্ব করি কিন্তু সেই গর্বের পেছনে কত কষ্ট কত রাতের নির্ঘুম জেগে থাকা সেটা শুধু একজন মা এ বোঝে। আমার কলিজা এখন অনেক কিছুই নিজে করতে পারে। নিজে খেতে চায়,খেলতে চাই কথা বলতে শেখে এমন কি কিছু কিছু সময় বোঝাতে চাই যে ওর মুড খারাপ। অনেক সময় কিছু না হতেই রাগ করে থাকে মুখ ফুলিয়ে। একটু আদর করলেই সব পানি হয়ে যায়। এই জিনিসটা আমার বেশ ভালো লাগে এবং আমি খুব উপভোগ করি। আমি বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকি এই ছোট্ট মেয়ে আমার এত কিছু বোঝে কিভাবে?

IMG_20250411_215740 (1).jpg

মেয়েটা তার বাবাকে এত পরিমাণ ভালোবাসে যে বাসা থেকে অফিসে যেতে দিতে চায় না। সব সময় বাবা বাবা করে। বাবাকে মনে হয় চোখে হারায় এমন অবস্থা। সত্যি মাঝে মাঝে অনেক ভালো লাগে যে বাবা মেয়ের এত ভালোবাসা দেখি। মিরার এই বেড়ে ওঠা ওর চালাকি পোনা আর আমার যাত্রাটা খুব সাধারণ হলেও আমার কাছে এটা একটা অসাধারণ গল্প। আমি শুধু চাই আল্লাহ মিরাকে সবসময় সুস্থ রাখুক ভালো রাখুক ও যেন বড় হয়ে নিজের মত করে জীবন গড়তে পারে। সবাই আমার মিরা এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...