ECG

in Incredible Indialast year

ECG

হ্যাল্লো,

এখন যা গরম পড়ছে তাতে কম বেশি সবার অবস্থা খারাপ।বাইরে তো বেরোনো মুশকিল এখনকার দিন এ।আশাকরি আপনারা সবাই ভালো আছেন তার সঙ্গে সঙ্গে এই গরম এ সুস্থ আছেন এই কামনা করি।

আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি।টপিক টা একটু অন্য রকম।আপনাদের সামনে ঠিক থাক তুলে ধরার চেষ্টা করবো।তাহলে আর দেরি নয় এবার শুরু করা যাক।

IMG_20230417_165520.jpg

টপিক টার নাম হলো ইসিজি। যেটার পুরো নাম হলো ইলেকট্রো কার্ডিও গ্রাফ।একটু ভালো ভাবে বলতে গেলে এই রকম হবে যে । আমরা যেটা কাগজ এ দেখতে পাই সেটা হলো ইলেকট্রো ক্যার্ডিও গ্রাম আর আমরা যে পদ্ধতির মাধ্যমে এটা পাই সেটা হলো ইলেকট্রো কার্ডিও গ্রাফ।

এই যে ইসিজি আছে এটা খুব গুরুত্ব পুরনো বিষয়।এটার মাধ্যমে সব কিছু জানা যায় ।দেহের অবস্থা কেমন আছে।নিঃশ্বাস ঠিক থাক চলছে কি না ।কোনো প্রবলেম আছে কি না এই সব।

বলতে গেলে আমরা শুধু একটা কাগজ দেখতে পাই।কিন্তু ওটা শুধু কাগজ নয়।ওটা অনেক কিছু একটা ডক্টর এর কাছে। পেসেন্ট এর অবস্থা বোঝার জন্য ওটাই এনাফ।ব্যাপার টা এরম নয় যে কাগজ টা দেখলাম আর বুঝে গেলাম সব কিছু অরম ও নয়।

IMG_20230417_165643.jpg

এগুলো বোঝার জন্য আগে এগুলো সম্পর্কে শিখতে হবে।তাই এগুলো জানার জন্য আমাদের প্রফেসর গুলো পড়াতে শুরু করে দিয়েছে।যে সাবজেক্ট পরে এই গুলো সম্পর্কে জানা যায় সেটা হলো ফিজিওলজি।এই সাবজেক্ট টা খুব গুরুত্ব পূর্ণ ।

এই সাবজেক্ট টা পড়তেই হবে ভালো করে ।যদি ভালো করে না পড়া যায় তাহলে ভবিষ্যতে অনেক প্রবলেম আসবে।অনেক কিছু বুঝতে পারা যাবেনা।তাই বোঝার জন্য এই সাবজেক্ট টা খুব ইম্পর্ট্যান্ট।

আপনারা হসপিটাল এ হয়তো দেখেছেন যে যখন কোনো পেসেন্ট হসপিটাল এর বেড এ শুয়ে থাকে।তখন ওর পাশে একটা কম্পিউটার এর মত জিনিস থাকে যেটাতে সব সময় লাইন ওঠা নামা করে।

IMG_20230417_165658.jpg

যখন ওই ওঠা নামা করতে করতে হটাত পুরো সোজা লাইন হয়ে যায় তখন বুঝতে হবে ওর হার্ট বিট বন্ধ হয়ে গেছে।রক্ত চলাচল হচ্ছে না আর ওই ব্যক্তির মধ্যে। তিনি সবাই কে ছেড়ে চলে গেছেন।

ওটা খুব এ ইম্পর্ট্যান্ট জিনিস হার্ট এর অবস্থা বোঝার জন্য। হয়তো আপনাদের কিছু টা হলেও বোঝাতে পেরেছি এই পোস্ট তার মাধ্যমে।আজকের মত এই টুকু।

....ধন্যবাদ......

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 last year 

আমরা প্রায়শই ডাক্তারের কাছে যাই! এবং ডাক্তার আমাদেরকে বলে,, আপনাদের ইসিজি করতে হবে! আমরা ডাক্তারের কথা অনুযায়ী সেটা করিও! কিন্তু আসলে এই পরীক্ষাটা,,,, আমরা কেন করি সেটাই আমরা জানিনা।

আজকে আপনার পোস্ট ওপেন করার পরে,,, যখন আপনার পোস্ট পড়া শুরু করলাম! তখন আমি এই ইসিজি সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম! যেটা সম্পর্কে আসলে আমি আগে,,,, কখনোই অবগত ছিলাম না।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ইসিজি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু অজানা তথ্য! আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,,, ভালো থাকবেন।

#miwcc

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.12
JST 0.029
BTC 69358.69
ETH 3688.87
USDT 1.00
SBD 3.30