Incredible India monthly contest of October #2| Sponsored trip with a steemian!
|
---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।
আজ আমি অংশগ্রহণ করতে চলেছি, আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত অক্টোবর মাসের একেবারে শেষ সপ্তাহের কনটেস্টে। আমাকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানোর জন্য, আমি ধন্যবাদ জানাই @isha.ish দিদি ও @mou.sumi দিদিকে।
তাই আজ আমিও কনটেস্টের বিষয় সম্পর্কে নিজের মতামত এই পোস্টের মাধ্যমে সকলের সাথে শেয়ার করবো। তবে নিয়ম অনুসারে আমিও আমার তিনজন বন্ধু @mollymochtar, @goodybest ও @cruzamilcar63 কে এই কনটেস্টে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাই। যাতে তারাও নিজেদের মতামত ও অনুভূতি আমাদের সকলের সাথে শেয়ার করেন। চলুন তাহলে শুরু করি, -
|
---|
|
---|
সত্য কথা বলতে আমি যে জীবনে অনেক দূরে কোথাও ঘুরতে গেছি এমনটা নয়। তবে যেখানেই গেছি পরিবার অথবা বন্ধুদের সাথে। তবে দুঃখের বিষয় তারা কেউ এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত নয়। তবে কনটেস্টের নিয়ম অনুসারে আমাকে যদি একজন স্টিমিয়ানকে বেছে নিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি বেছে নেবো আমাদের অ্যাডমিন ম্যাম @sduttaskitchen কে।
প্রসঙ্গত জানিয়ে রাখি আমার নিজের কিছু ব্যক্তিগত স্বভাবের কারণে অ্যাডমিন ম্যাম আমার সাথে ঘুরতে বা শপিং করতে খুব একটা পছন্দ করেন না 🤭। কিন্তু আমার ওনার সাথে ঘুরতে খুবই ভালো লাগে। যেহেতু এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আগে থেকেই ওনার সাথে আমার সম্পর্ক এবং ওনার হাত ধরে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়া। তাই কাজের বাইরেও একটা ব্যক্তিগত সম্পর্ক ওনার সাথে আমার তৈরি হয়েছে।
আর কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে দুজন দুজনের সাথে কমফোর্টেবল হওয়া সবথেকে বেশি জরুরী বলে আমি মনে করি। হয়তো অনেক দূরে কখনো ওনাকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া হয়নি, তবে আশে পাশে যত জায়গায় আমি ঘুরতে গিয়েছি, আমরা অনেক আনন্দ করে সময় অতিবাহিত করেছি। সুতরাং আমার মনে হয় এরপর যদি আমরা দূরে কোথাও প্ল্যান করি, তাতেও কোন সমস্যা হবে না, বরং তাতে আমরা আরও বেশি আনন্দ করতে পারবো।
|
---|
এই জায়গাটাতে আমি বড্ড বেশি দোটানায় আছি। কারণ এখনও পর্যন্ত পাহাড় সেভাবে দেখার সুযোগ হয়নি বলে, আমি সমুদ্রকে বড্ড বেশি পছন্দ করি। তবে পাহাড়ের সৌন্দর্য্য ম্যামের কাছ থেকে বহুবার শুনেছি, কারণ একটা সময় তিনি শিলিগুড়িতে থাকতেন।
আরও একটা সমস্যার বিষয় হচ্ছে আমি বড্ড শীত কাতুরে। তাই শিলিগুড়ি হোক বা দার্জিলিং হোক যে কোনো জায়গাতে ঘুরতে যাওয়ার ইচ্ছে হয় ঠিকই, তবে ঠান্ডার কথা ভেবে ভয় পাই। তবে সত্যি কথা বলতে পাহাড়ে যেতে আমার ভীষণ ইচ্ছা হয়।
আর ম্যামেরও ঠান্ডা জায়গা খুব পছন্দ, কারণ গরম উনি একেবারেই সহ্য করতে পারেন না। তাই ম্যামকে সাথে নিয়ে যদি যেতেই হয় তাহলে আমি কাশ্মীরে যাবো। সেখানে একসাথে পাহাড়, বরফ সবটাই দেখার সুযোগ পাবো। তাই এটাই আমার পছন্দ।
বর্তমানে আমরা ইউটিউবের সহায়তায় সমস্ত জায়গা সম্পর্কে ঘরে বসে অনায়াসেই জানতে পারি। তাই কাশ্মীর ট্রিপের অনেক ভিডিও আমি ইউটিউবে দেখেছি এবং সেগুলো দেখেই অনেক দিন যাবৎ আমার কাশ্মীরে যাওয়ার ইচ্ছা।
কাশ্মীরে ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে।হাতে বেশকিছুদিন সময় নিয়ে তবে সেখানে যেতে হবে। দর্শনীয় বিভিন্ন জায়গার মধ্যে রয়েছে গুলমার্গ, শোনমার্গ, প্যাহেলগাম, গান্ডোলা রাইড, ডাল লেক, শিকারা রাইড। এছাড়াও দেখতে পারি মুঘল গার্ডেন ও শঙ্করাচার্যের মন্দির।
আর সেখানকার বরফ, পাহাড়, প্রকৃতি, সবকিছু ভিডিওতে যতখানি উপভোগ্য মনেহয় , বাস্তবে তা আরও বেশি সুন্দর বলেই আমার বিশ্বাস। তাই প্রিয় মানুষকে সাথে নিয়ে একবার নিজের চোখে ভূস্বর্গ অর্থাৎ কাশ্মীর সৌন্দর্য্য একবার ঘুরে দেখতে চাই।
|
---|
একঘেয়েমি জীবনযাপন থেকে বেরিয়ে কখনো কখনো ঘুরতে যাওয়াটা আমাদের সকলের জন্য জরুরী। প্রকৃতির সৌন্দর্যের যে কতগুলো দিক আছে, তা বোধহয় প্রকৃতির খুব কাছে না গেলে আমরা কেউই বুঝতে পারবো না। সমুদ্র, পাহাড়, জঙ্গল এই সব কিছুই প্রকৃতির অংশ। আর এই অংশগুলির সৌন্দর্য্য এক এক জায়গায় এক এক ধরনের।
মানুষ হিসেবে জন্মগ্রহণ করে প্রকৃতির এই সৌন্দর্যগুলোকে উপভোগ করতে না পারলে তা বোধহয় আমাদেরই ব্যর্থতা। সমস্যাবিহীন কারোর জীবন নয়, তবে সেই সমস্যার ঊর্ধ্বে গিয়ে জীবনকে সুন্দরভাবে বাঁচতে গেলে, পছন্দের জায়গায় ঘোরাটাও জীবনকে উপভোগ করার একটা মাধ্যম।
ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কাশ্মীরকে বেছে নেওয়ার অনেক গুলো কারন আছে। প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করা তো বটেই, তাছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে। যেমন, -
- ডাল লেকে শিকারা রাইডে করে আমরা পৌঁছে যেতে পারি কাশ্মীরের ফ্লোটিং মার্কেটে যার নাম, মিনা বাজার। আমরা সকলেই কমবেশি বড় বড় মলে বা দোকানে শপিং করে থাকি। যার অভিজ্ঞতা একরকম। তবে ফ্লোটিং মার্কেটে শপিং করার অভিজ্ঞতা কেমন হয় সেটা জানার ইচ্ছা রয়েছে।
- এছাড়াও চাইলে ঐ ডাল লেকে ফ্লোটিং হাউস ভাড়া করেও থাকা যায় শুনেছি। সেটার অভিজ্ঞতা নিশ্চয়ই অন্যান্য হোটেলে থাকার অভিজ্ঞতার থেকে আরও বেশি রোমাঞ্চকর হবে।
- এছাড়াও টিউলিপ ফুলের বাগান, আপেল বাগান ও কেশরের বাগান ঘুরে দেখারও ইচ্ছে রয়েছে। আর আমি যতদূর জানি ম্যামের কাশ্মীর দেখার যতটা ইচ্ছা, তার থেকেও বেশি ইচ্ছা হলো, সেখান থেকে ফেরার সময় অনেক বেশি ড্রাই ফ্রুটস ও বিভিন্ন মশলা কিনে নিয়ে আনার। কারন অরিজিনাল কেশর এই কাশ্মীরে চাষ করা হয়। যেটার মূল্য অনেক। রান্নার প্রতি ম্যামের অনেক আগ্রহ রয়েছে, তাই এই মশলাগুলো নিয়ে এসে তিনি নিশ্চয়ই বিভিন্ন রেসিপি ট্রাই করবেন।
আমি ঘুরতে যাওয়ার জন্য কাশ্মীর জায়গাটিকেই বেছে নিলাম কারণ, এখানে ম্যামেরও যেমন যাওয়ার ইচ্ছা, ঠিক তেমনি আমারও। তাই ঠান্ডাটাকে সরিয়ে দিয়ে বাকি সমস্তটুকু উপভোগ করার জন্য অবশ্যই আমি একবার ম্যামকে সাথে নিয়ে কাশ্মীরে ঘুরতে যেতে চাই। কাশ্মীরের এই সকল জায়গাগুলো সম্পর্কে আমি ইউটিউব দেখেই জেনেছি এবং খুব ইচ্ছে আছে জীবনে অন্তত একবার এই সমস্ত জায়গা সামনাসামনি ঘুরে দেখার।
|
---|
যাইহোক এই ছিল আমার নিজস্ব অনুভূতি। আশা করছি আপনাদের সকলের আমার পোস্টটি পড়ে ভালো লাগবে। আপনারা কে, কোথায়, কাকে সাথে নিয়ে ঘুরতে যেতে চান অবশ্যই সে সম্পর্কে নিজেদের মতামত কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।
Thanks you😊
Thank you @ruthjoe ma'am for your support. 🙏
Thank you @ruthjoe ma'am for your support. 🙏
আপনার পোস্ট পড়ে যেটুকু বুঝলাম আপনিও খানিকটা আমার মতোই। আমিও কিন্তু ভীষণ শীত কাতুরে । কৃষ্ণনগরের শীতেই আমার হাত পা অবশ হয়ে যায়, আমি যেন কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলি। তাই দার্জিলিং যাওয়ার আগে আমিও মনে মনে ভাবছিলাম ওখানে গিয়ে আমি কি করব , আদেও কি আমি ট্রিটটা এনজয় করতে পারব? তবে সত্যি কথা বলতে গেলে যদি শীতের পোশাকগুলো একটু দেখে শুনে কেনা যায় তাহলে কিন্তু তেমন একটা সমস্যা হয় না। আমিও দার্জিলিং যাওয়ার আগে কিছু মোটাসোটা শীতের পোশাক এবং দুটো থার্মাল কিনে নিয়েছিলাম। যার জন্য শীতটা অনেকটাই কম লেগেছে।
আর পাহাড়ে ঘুরতে যাবেন অথচ এই উপভোগ করবেন না তার কখনো হয়। এটাও এক ধরনের রোমাঞ্চ। কাশ্মীর গেলে পাহাড় আর বরফ দুটোই উপভোগ করা যায়। তাই কখনো সুযোগ হলে শীতের কথা ভুলে গিয়ে এক কথায় রাজি হয়ে যাবেন।
আর আমারও ঘুরতে যাবার লিস্টে সেকেন্ড পজিশনে আমি কাশ্মীরকেই রেখেছি। যদিও কাশ্মীর গিয়ে সুন্দরভাবে সমস্ত জায়গা ঘুরে দেখার জন্য বাজেটটাও সুন্দর হতে হবে তাই কবে আমার এই সবটা পূরণ হবে সেটা বলতে পারবো না তবে বেঁচে থাকলে অবশ্যই আমি কাশ্মীর ট্রিপটা করতে চাই।