গোলাপ ফুল এবং চারা রিভিউ ।। আমার বাংলা ব্লগ ।। ‌‌‌‌‌10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা


আমি @sangram5 বাংলাদেশ থেকে লিখছি!


░▒▓█আসসালামুআলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?█▓▒░


আশা করি বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজকে আমি আমার বাংলা ব্লগে গোলাপ ফুল এবং চারা রিভিউ আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি বন্ধুরা আমার এই রিভিউ টা আপনাদের অনেক ভালো লাগবে, তো চলুন বন্ধুরা দেরী না করে রিভিউ সম্পর্কে জেনে নেওয়া যাক। !


IMG_20210626_171659.jpg




🌹গোলাপ ফুল এবং চারার রিভিউ 🌹

IMG_20210626_171909.jpg
https://what3words.com/empties.elevator.swooned
নার্সারি যেদিকে চোখ যায় সারি সারি গোলাপের বাগান। লাল টকটকে গোলাপ মাথা নাড়িয়ে স্বাগতম জানায় তার রাজ্যে। বাতাসে ভেসে আসা ফুলের সুগন্ধে মন মাতাবে আপনার। আর এই গোলাপের দেশের নাম হচ্ছে বদরগঞ্জ।

IMG_20210626_171659.jpg
https://what3words.com/empties.elevator.swooned
মেইন শহরে যাওয়ার রাস্তার পাশেই এই গোলাপ রাজ্য, আর এই রাজ্যে অসংখ্য গোলাপ বাগান। যতদূর চোখ যায় বলতে ৫-৬ কাঠা জমির উপর, শুধু লাল গোলাপে নয় আরো রয়েছে হরেক রকমের গোলাপের চারা গাছ এবং ফুল। বদরগঞ্জ ঢুকতেই এক কিলোমিটার দূরে ৮ নং রামপুর ইউনিয়নের এর অন্তর্গত এই হরেক রকমের গোলাপ ফুলের নার্সারির অবস্থান।

IMG_20210626_172428.jpg

IMG_20210626_173226.jpg

IMG_20210626_171932.jpg

IMG_20210626_171613.jpg

https://what3words.com/empties.elevator.swooned

গোলাপের সৌরভ আর চোখ জুড়ানো দৃশ্যটা নিয়ে বদরগঞ্জের প্রাকৃতিক দৃশ্যটার পরিবর্তন করে ফেলেছে। গোলাপের চারা এবং ফুল কিনতে চলে আসেন অনেকেই দলবেঁধে বদরগঞ্জে। এখানে প্রতিদিন প্রায় ২৫০০ থেকে৩৫০০ টাকার ফুল বিক্রি হয় আর এখান থেকে বদরগঞ্জ থানার সব ফলের চাহিদা মেটানো হয়।
IMG_20210626_172116.jpg
https://what3words.com/empties.elevator.swooned
আর অন্যদিকে প্রতিটি গোলাপের চারার আঁটি বিক্রি হয় ২৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। আপনি চাইলে বিশ থেকে ত্রিশটা চারা গাছ কিনতে পারেন। আর তাই আমরা অবসর টাইমে গোলাপ ফুলের সমাহার এবং সৌন্দর্য দেখতে অনেকে দলবেঁধে আসি।




আশা করি বন্ধুরা আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে, আর যদি লেখায় এবং ছবিতে কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।




শুভেচ্ছান্তে :-
@sangram5

আমার পরিচয়

IMG-20210813-WA0019.jpg

আমার নাম মোঃ আবু হানিফ সংগ্রাম। আর আমার ইউজার আইডি নাম হচ্ছে @sangram আমি একজন নিয়মিত ছাত্র, বর্তমানে আমি পার্বতীপুর সরকারি কলেজের বিএসএস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার বাসা দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর থানা, ঢাকা, বাংলাদেশ।




ধন্যবাদ সবাইকে

Cc:- @rme
@hafizullah

Sort:  
 3 years ago 

যেহেতু নার্সারিতে গিয়েছেন, সেহেতু আরো কয়েকটি ফটো যুক্ত করতে পারতেন। এই সকল ক্ষেত্রে আমি মনে করি কিছুটা বেশী ফটোযুক্ত করলে ভালো হয়। বাকী সব ঠিক ছিলো। আমার ফটোগ্রাফির দৃশ্যগুলো দেইখেন ব্লগ না, কতগুলো ছবি যুক্ত করি। ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া অনেক ছবি আছে তাহলে এডিট করে আপলোড করতেছে, আর আপনার মন্তব্যের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ।

 3 years ago 

গোলাপ ফুল বরাবরই আমার খুব পছন্দ। ফুলের চারা গুলো খুব সুন্দর লাগছে। আমার বাড়িতে তিনটা গোলাপ ফুলের গাছ আছে।আমি এগুলো নার্সারি থেকে কিনে নিয়েছে লাগিয়েছিলাম। সুন্দর হয়েছে আপনার পোস্ট টা।

 3 years ago 

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

পোস্টটি সুন্দর হয়েছে। বেশ গুছিয়ে লিখেছেন। কথার গাঁথুনি সুন্দর হয়েছে। তবে হাফিজ ভাই যে পরামর্শ দিয়েছে এটা মানলে আপনার জন্য ভাল হতো। আসলেই যেহেতু নার্সারিতে গিয়েছেন সেখানে প্রচুর ছবি তোলার সুযোগ আছে। পরবর্তীতে চেষ্টা করবেন এই ধরনের পোস্টে আরও বেশী ছবি যোগ করতে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য, এডিট করে এখনই ছবি আপলোড করতেছি।

 3 years ago 

ব্যক্তিগতভাবে হলুদ গোলাপ আমার অনেক পছন্দ তাই আমার বাগানে প্রচুর পরিমাণে গোলাপের গাছ রয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তবে আমি যেগুলো গোলাপ গাছ কিনেছি সেগুলো অনেক কম দামে কিনেছি এবং আমাদের বাগানে একটি সুন্দর গোলাপের বাগান তৈরি করতে পেরেছি।। আপনার জন্য শুভকামনা রইল।।।

 3 years ago 

ফুল মানুষের মনকে প্রফুল্ল করে তাই আমি আছি আমার প্রাণপ্রিয় ব্লগে পোস্ট করলাম, আর আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

শুভকামনা আপনার জন্য।

মামা অনেক সুন্দর হয়েছে ফটোগুলো । সবগুলো ফটো অনেক সুন্দর মনমুগ্ধকর ছিল।

বিশেষ করে এই ফটোটি আমার মন ছুঁয়ে দিয়েছে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81LDczGU5eqzkcbBXk6H3fRvP8hcNbeSPnXSAfEFbyBtAijxKTCCv7qPrb3qBHQYYshBTFLgDW6GaJjmV4miqDqufaXHtS.jpeg

এত সুন্দর সুন্দর ফটো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাগিনা।

 3 years ago 

গোলাপ ফুল আমার খুবই পছন্দের ফুল। আমার বাড়িতে ও বড় তিনটি গোলাপ গাছ আছে।প্রায় সবসময়ই ফুল থাকে।আপনার ফটোগ্রাফি খুব সুন্দর হয়ছে আলোচনা ও ভালো করেছেন। আর অবশ্যই হাফিজউল্লাহ ভাই এর কথা সরন রেখে পোস্ট করবেন।
ধন্যবাদ।

 3 years ago 

আপনার মতামতের জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 3 years ago 

😍😍

 3 years ago 

গোলাপ ফুলগুলো দেখতে যেমন সুন্দর এর বর্ণনাগুলো ঠিক তেমনই সুন্দর হয়েছে। আমার কাছে হলুদ গোলাপটা একটু বেশি পছন্দ হয়েছে। সবকিছু বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ!

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

রং বেরঙের গোলাপ। বেশ ভালো হয়েছে। গোলাপ চাষ খুবই শক্ত। একটা সাদা গোলাপ লাগিয়ে টের পেয়েছিলাম

 3 years ago 

আপনার মতামতের জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 3 years ago 

অনেক রকমারি গোলাপ ফুল দেখে ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ আপনাকে, সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার ভালো মতামত দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62964.22
ETH 2595.61
USDT 1.00
SBD 2.74