গান কভার ও সাথে নতুন পানিতে অপরূপ দৃশ্য ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)
আসসালামু আলাইকুম/শুভ সন্ধা/আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_20240913_192904.jpg

আজকে আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকে অনেক দিন পর আসলাম। আমার ফোন টা হারিয়ে গিয়েছে তার জন্য কাজ করতে পারিনি।আসলে বান্ধুবীদের সাথে ঘুরতে গিয়েছিলাম আসার সময় ফোন টা হারিয়ে গিয়েছে। এরপর ফোন দেওয়ার পর বন্ধ ফোন আর পায়নি।যাইহোক এতোদিন পর সিম গুলো তুলে নিয়ে আসলাম এখন আম্মুর ফোন দিয়ে কাজ করছি।

যাইহোক আমি আপনাদের মাঝে আজকে একটি ভিডিওগ্রাফি নিয়ে হাজির হলাম। সাথে একটি গানও কভার করছি। আসলে বন্যার পানিতে আমাদের গ্রামের প্রায় অর্ধেক জায়গাতে পানি উঠেছে। আর বিল গুলো পানিতে একদম ভরপুর হয়ে গেছে।এখানের প্রায় অনেকের ফসলের জমি ঢুবে গেছে পানিতে। এবার একদম সব ফসল নষ্ট হয়ে গিয়েছে বললেই চলে । যাইহোক নতুন পানি দেখে অনেকের মনে খুব আনন্দ আর অনেকের জীবন খুব কষ্টদায়ক।খড়জাল দিয়ে ছোট ছোট মাছ ধরছে। এরপর জাল দিয়েও মানুষ প্রচুর পরিমানে মাছ ধরছে।

পানির মধ্যে হাত দিয়ে দিয়ে মাছ ধরছে।চারপাশে পানির অপরূপ দৃশ্য দেখে যে কারও মন কেড়ে নিবে।আর ভিডিও টা আমি আমার ছোট ভাইকে দিয়ে করিয়েছি। ছোট ভাইয়ের ফোন দিয়ে ভিডিও গুলো করিয়েছি। ভিডিওগ্রাফি টা করে সাথে আমি আমার গান কভার করেছি।গানটা আমার খুব পছন্দের একটি গান তাই সাথে ভিডিওগ্রাফি করে নিলাম।

ভিডিওগ্রাফি ও গান কভার

শিল্পী:কৃষ্ণকলি।
গান:সোনারো পালঙ্কের ঘরে।
পরিবেশনে:আমি @santa14
পোস্টের ধরণ:ভিডিওগ্রাফি ও গান কভার।
ভিডিওগ্রাফি:নতুন পানির অপরূপ দৃশ্য।
ডিভাইস:poco X6।
লোকেশন:সোর্স

ভিডিওগ্রাফি ও গান কভার ইউটিউব লিংক

গানের লিরিক্স

সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে,
যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে||

বুকের ভেতর নোনা ব্যাথা, চোখে আমার ঝরে কথা,
এপার ওপার কোন পার একা
যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে||

মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা,
মনে বন্ধু বড় আসা
যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে,
চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে,
যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে,

সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে,
যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে||

আশা করি আমার আজকের ভিডিওগ্রাফি ও সাথে কভার করা গানটি আপনাদের কাছে ভালো লেগেছে।কেমন লেগেছে অবশ্যই জানাবেন।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvSdGLWkDaDJPgEpW2HBpRzWVBWYeZPStyQvwCfppe5ZctbWrSRFM4hXHSKb5NHJqVuDbm8YCr3PsMXaSSESJ9TUgbR7gRbpasC68zcNduTZ8RNgWdg8SxW8xqTnY718yvjiRYdrBabs72my5i7jju4HF9x4X8KA57QDHWcjuo5g.png

আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।ধন্যবাদ সবাইকে।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvSdGLWkDaDJPgEpW2HBpRzWVBWYeZPStyQvwCfppe5ZctbWrSRFM4hXHSKb5NHJqVuDbm8YCr3PsMXaSSESJ9TUgbR7gRbpasC68zcNduTZ8RNgWdg8SxW8xqTnY718yvjiRYdrBabs72my5i7jju4HF9x4X8KA57QDHWcjuo5g.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvMvKFZyjg3L8ykGz7LRTxBjTUYHLm3rgpQC5HrASbbZVEHY6KrzxK5D6Ls42xqWeR6w3Bcb4uzQsABsqdgxsxGE8bdC19AQtoeL9EGk3Y1yrEHeodcqtJ46yuidfjhXHqHW7ADtPFW4xy2o1AvghWydrQtuTaQ1XGrXSzJV2Ytu.gif

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvaqfo8YsKCzkAvQoGDwrtvAJeqMTpZW7N8oPfDYiXSRYy9GcqfTUqDM1iFDWsBzhCdG1R398pL1oASFBtqZywrsnwqe2VkXnB2FBC8XGqsFCERyGofn3FTo8gW7KMiJDpWx1oHyL5tjbYfnpdh7DGupXpsgTV9Jsq1WUDkThNrS.png

নাম শান্তা হাবিব। আব্বুর আদরের মেয়ে ছিলাম তাই আব্বুর নামের সাথে মিল রেখে আমার নাম।আমার স্টিমিট আইডি @santa14।আমি ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে জয়েন করেছি।আমি বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া জেলায় থাকি।আমি একজন ছাএী ডিগ্রিতে পড়াশোনা করছি।আমি গান করতে অনেক বেশি ভালোবাসি।তার পাশাপাশি রান্না করতে আর নতুন কিছু শিখতে পছন্দ করি।ফটোগ্রাফি,আর্ট,ডাই করতে বেশি পছন্দ করি।ঘুরাঘুরি করতেও খুব ভালোবাসি যদিও তা বেশি হয়ে উঠে না।আমার বাংলা ব্লগ কে অনেক বেশি ভালবাসি কারণ এখানে নিজের মাতৃভাষায় লিখতে পারি।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmwKtcuUVAUNh2dfaLjMTAZpWSVqHGryjmSxKCnmwDdfcL3LHsM1Di4PEMRy1dZC9LygW5XWq56mHEMLE8jjhy45DzWPtuhAM3gcxPDVmnY1LHJZcdxftcLbr1W8TbyUjK68U8HxVhi3wzFTKTf9gyqJaBGUU5mNpwKn2MgQFneUE.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmukNfs2GuW2etrTVEYNc1vW1DsqnRnee2zJWh2DCbPduaKfaS7uvzEJJQXDnyBqwU6zxcFcXiXiYSUu6AwvfNtE1ECCufxHeAzKkus6TvSJwfCCs3nsrDWUfPFybRULDd6FgG7D3tcH5W3dXoNWzfLMEgYHRnicmRcgwmQ2vRhdo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আপনার কণ্ঠে গান শোনতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর গান করেন। এই গানটি অনেক দিন পরে আপনার কণ্ঠে শোনতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু প্রিয় একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

এতো সুন্দর একটি কমেন্ট পড়ে সত্যি খুব ভালো লেগেছে আপু। অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

অনেকদিন পর আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে বেশ ভালো লাগলো।জনপ্রিয় একটি গান আপনি গেয়েছেন। এই গানটি আমারও অনেক প্রিয়। সেই সাথে সুন্দর ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপু দারুন একটি গান কভার করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 months ago 

অনেক ধন্যবাদ আপু। এতো সুন্দর একটি মতামত দিয়ে উৎসাহিত করার জন্য।

 3 months ago 

অনেক সুন্দর একটি গান কভার করেছেন আপু। আর অনেক দিন পর আপনার কন্ঠে গান শুনতে পেয়ে বেশ ভালো লাগলো। বেশ সুন্দর গেয়েছেন গানটি। ধন্যবাদ সুন্দর একটি গান কভার করার জন্য।

 3 months ago 

আপনাদের এই সুন্দর সুন্দর মতামত দেখেই উৎসাহ পাই অনেক। অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

অনেক সুন্দর একটি গান কভার করেছেন আপু। আর অনেক দিন পর আপনার কন্ঠে গান শুনতে পেয়ে বেশ ভালো লাগলো। বেশ সুন্দর গেয়েছেন গানটি। ধন্যবাদ সুন্দর একটি গান কভার করার জন্য।

 3 months ago 

অনেক প্রিয় একটি গান আজকে আপনি কভার করেছেন আপু। এই গানটা আমি কিন্তু অনেক পছন্দ করি। আমার কাছে অনেক অনেক ভালো লাগে। খুব সুন্দর কন্ঠ আপনার। অনেক ভালো লাগলো আপনার কন্ঠে গানটা শুনতে পেরে।

 3 months ago 

আমারও অনেক পছন্দের একটি গান।আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

এই গানের এই লাইনটা আমার খুবই পছন্দের। এবং গানটা অনেক জনপ্রিয়। গানের সাথে চমৎকার ভিডিওগ্রাফি। খুবই সুন্দর করেছেন ভিডিওগ্রাফি টা এবং গানের কভার টা। শুনে বেশ ভালো লাগল। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 3 months ago 

একদম ঠিক বলছেন ভাইয়া আমারও অনেক ভালো লাগে এই লাইন টা গাওয়ার সময়।অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মতামত দিয়ে উৎসাহিত করার জন্য।

 3 months ago 

ওয়াও আপু আপনি আজকে আমার পছন্দের একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করেছেন শুনে ভালো লাগলো। অনেক আগে থেকেই অবশ্য এই গানটি শুনে আসছি যতবারই শুনি ততবারই ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 3 months ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । মতামত দিয়ে উৎসাহিত করার জন্য।