"চন্দ্রপ্রভা ফুল" বাড়ির আঙিনায় সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে কোন অংশে কম নেই। পর্ব- ২

in #blog7 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000031557.jpg

চন্দ্রপ্রভা ফুলটি আমাদের দেশে সচরাচর দেখতে পাওয়া গেলেও এর নাম গুলো অনেকই সঠিকভাবে বলতে পারে না। আবার অনেকে আছেন যারা এই ফুলটিকে তাদের আঞ্চলিক ভাষায় ডেকে থাকেন, এখন হতে পারে তাদের আঞ্চলিক ভাষায় একেক রকমের একেক নাম এই ফুলটিকে দেয়া হয়েছে। এই ফুলটি সৌন্দর্যের একটি প্রতীক। বাড়ির আঙ্গিনার আশেপাশে এবং প্রতিষ্ঠানের আশেপাশে এই ফুল গাছগুলো খুবই সুন্দর্য ফুটিয়ে তুলতে পারে। আপনি কি জানেন পুরো পৃথিবীতে এরকম আরো কিছু ফুল গাছ রয়েছে যেগুলো পরিবেশের সৌন্দর্য বজায় রাখতে এখনো সক্ষম হচ্ছে। এই গাছের ডালের আগাতে থোকায় থোকায় হলুদ রঙের চন্দ্রপ্রভা ফুল জন্মায়, যা দূর থেকে দেখতে খুবই অসাধারণ লাগে।

1000031558.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

এই ফুলটির বীজ ছোট আকৃতির হয়ে থাকে। আপনি যদি এই ফুলটিকে চাষ করার চিন্তা করে থাকেন তাহলে আমি বলব সঠিক চিন্তা করতেছেন, এই ফুলটিকে চাষ করতে হলে প্রথমত আপনি বীজ সংগ্রহ করে চাষ করতে পারবেন, আর দ্বিতীয়তঃ আপনি ডাল থেকে কলম তৈরি করে চাষ করতে পারবেন এবং বংশবৃদ্ধি করতে পারবেন। এই ফুলটিকে চাষ করতে হলে আপনার বেশি জায়গা প্রয়োজন হবে না, বাড়ির আঙিনার এক পাশে অথবা বাড়ির উঠানের আশেপাশে এমন এক জায়গায় আপনি এই গাছটি লাগাবেন যেখান থেকে বাড়ির প্রথম দৃষ্টি পড়তে বাধ্য হয়। তবে আমরা যারা শহর অঞ্চলে বসবাস করি তারা যদি এই গাছ লাগাতে চান তাহলে একটি বড় তবে এ কাজগুলোর কলম অথবা বীজ বপন করে চাষ করতে পারি।