BOC-story ||| হামিদের জীবন কাহিনী পর্ব-০৩ ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম।আমার প্রিয় কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা করি এই শীতের মধ্য পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো সময় অতিবাহিত করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।
আজকে আবারো আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে উপস্থিত হতে চলেছি।আমার ব্লগগুলোতে যখন আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে যায় তখন অনেক ভালো লাগে আর তখন মনে হয় ব্লগ লেখা সার্থক। আজকে আবারো আপনাদের মাঝে আমার ছোট গল্প "হামিদের জীবন কাহিনী পর্ব-০৩" নিয়ে হাজির হলাম।চলুন আর কথা না বাড়িয়ে আজকের পর্বে কি আছে তা দেখে নেওয়া যাক।
এই কথা কারিগরের মুখে শুনে মালিক অনেক কিছু কারিগরদের কে বুঝালেন এবং বললেন দেখো এই কারখানা চলার পিছনে সবারই অবদান আছে। তোমাদের যেমন অবদান আছে তেমনি হামিদের অবদান আছে।আমি চাইনা কাউকে এখান থেকে বিদায় দিতে সবাইকে নিয়ে আমরা এই কারখানাটি চালাবো এবং সবাই মিলে আমাদের এই ব্যবসাটিকে অনেক বড় করব।আমি অনুরোধ করছি তোমরা এই বিষয়টি নিয়ে আর কেউ কোন কথা বলো না আর আমি টেইলার মাস্টার কে বলছি অবশ্যই যে দেরি করে আসবে তাকে তুমি একই ধরনের শাস্তি দেবে যাতে এই ধরনের কখনো কোন সমস্যা না হয়।
মালিকের মুখে এ ধরনের কথা শোনার পর সকল কর্মী একমত হলো এবং সবাই বলল ঠিক আছে এবারের মতো আমরা হামিদকে মাফ করে দিলাম।হামিদ আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের সঙ্গে কাজ করে যাবে যাতে আমাদের এই প্রতিষ্ঠানটি অনেক বড় হয় ও আমরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি।কারিগরদের মুখে এই কথা মালিক শুনে অনেক খুশি হলেন এবং হামিদকে সবার সঙ্গে হাত মিলিয়ে দিলেন।তাদেরকে স্ব স্ব মেশিনে বসিয়ে দিয়ে মালিক মিষ্টি আনার কথা বলে দিলেন মাস্টার সাহেব কে এবং মিষ্টি এনে সবাই মিলে একসঙ্গে মিষ্টি খেয়ে কাজ শুরু করতে বলে মালিক চলে গেলেন।
এরপর কারিগর এবং মাস্টার সবাই মিলে খুব সুন্দর ভাবে কারখানাতে কাজ শুরু করলেন এবং দেখা গেল আগের থেকে তাদের প্রোডাকশন বৃদ্ধি পেল।সবাই নিজ নিজ থেকে নিয়ম মেনে চলার চেষ্টা করছিল যদি কারো আগামী দিনে আসতে দেরি হয় সে কথা আগে মাস্টার সাহেবকে বলতেন তারা এবং এভাবে তাদের কারখানা অনেক সুন্দর ভাবে পরিচালিত হতে থাকলো।
আজকের মত এখানেই শেষ করছি আবারও নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
https://x.com/mst_akter31610/status/1870891564379312312?t=TAw6ohFjKtAI9qCpb4jA0Q&s=19
The talent of photographers like you is truly inspiring. I wish you all the best as there is much to learn from experienced people like you.
thank you so much brother.