BOC-photography ||| কিছু ওয়ান পিসের ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। ইউনিক কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারলে অনেক ভালো লাগে।
*তারই ধারাবাহিকতা আজ আপনাদের মাঝে হাজির হলাম আমার ছোট্ট প্রতিষ্ঠানে কিছু ওয়ান পিস নিয়ে।ড্রেসগুলো চেষ্টা করেছি সাধ্যমত সুন্দর করার জন্য। সামনে ঈদ, তাইতো সবার খুশির কোন তুলনা হয় না। কারন যারা ব্যবসায়ী অথবা কাপড়ের বিজনেস করে তাদের মনের ভেতর থাকে নানান রকমের স্বপ্ন। স্বপ্ন ও আশা নিয়েই মানুষ সামনে দিকে এগিয়ে যায়। চেষ্টা করে যাচ্ছি আমার কর্মী ভাই ও বোনদের নিয়ে কাজগুলো কমপ্লিট করার।
কারণ এই কাজগুলো কমপ্লিট করলে হয়তো বা কিছু টাকা হাতে আসবে এবং আমার ভাই বোনেরা তার পরিবারকে নিয়ে সুন্দরভাবে দিন কাটাতে পারবে। সত্যি কাজ করতে গিয়ে কখন যে ভাই-বোনদেরকে এতটা ভালোবেসে ফেলেছি। তাদের কোন সমস্যা হলে মনে হয় নিজেরই সমস্যা হয়ে গেল। তাদের পরিবারের কত কষ্টের কথা প্রত্যেকটি শুইয়ের গোড়াই গোড়ায় গেঁথে আছে।সেই প্রোডাক্টগুলো তৈরি করি আপনাদের ভালো লাগার জন্যই।
জানিনা প্রডাক্ট গুলো আপনাদের কেমন লাগছে। চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার জন্য। এবার ঈদকে সামনে রেখে ইউনিক কিছু করার চেষ্টা করছি আরো। যদি আমাদের প্রোডাক্ট গুলো আপনাদের ভাল লাগে তাহলে সুচিন্তিত মতামত শেয়ার করবেন। আপনাদের এক একটি সুন্দর মতামত হয়তোবা আমার এই ছোট্ট কোম্পানির উপকারে আসবে। কত রকমের স্বপ্ন ও আশা নিয়ে এবং ঈদকে সামনে রেখে আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি।
এত কষ্ট করা হচ্ছে কিন্তু ভাল ফল যদি না আসে তখন মনটা খারাপ হয়ে যায়। তাই ঈদকে সামনে রেখে এবার ইউনিক কিছু ওয়ান পিস আপনাদের মাঝে শেয়ার করলাম আমার ছোট্ট প্রতিষ্ঠানের। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি সবার দোয়া না থাকলে ভালো কিছু করা সম্ভব নয়। আরেকটি ব্যবসা করতে গেলে আস্তে আস্তে উপরের দিকে ওটাই ভালো।এক লাফ দিয়ে উঠে নিচের দিকে নামার চেয়ে সবার মন রক্ষা করে আস্তে আস্তে উপরে ওঠাই ভালো। চেষ্টা করেছি কালার কম্বিনেশনটা মনের মত করার জন্য।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।