বৃষ্টির দিনে বৃষ্টি উপভোগ।। মাতৃভাষার মায়া
এমনিতেই বর্ষাকাল
আষাঢ় মাসের শ্রাবণ মেঘ গুর গুর করে আকাশ ভেঙে ফেলবে।আকাশে মেঘ ধরতে না ধরতেই যেন আষাঢ়-শ্রাবণ নেমে আসে বাংলা মাটির বুকে।
ঝমঝম করে বৃষ্টি নামে আমার ঘরের টিনের উপর।যদিও আমি শহরে বসবাস করি তারপরেও গ্রামের মায়া ছাড়তে না পেরে বাসা নিয়েছি গ্রামের মতো একটি স্থানে
তাই যখনই বৃষ্টি আসে এবং আমি ঘুম থেকে উঠি এবং তিন এর ঝমঝম শব্দ যেন আমার কানকে খাটিয়ে তুলে। বিশেষ করে এ বিষয়ে আমার কোন অভিযোগ নাই।
বিশেষ করে টিনের এই ঝলকানি জানো আমার খুব ভালই লাগে। তাই বৃষ্টি হওয়া থেকে শুরু করে থাপের পর থাপ আমি কিছু ছবি সংগ্রহ করে।এবং সেই ছবিগুলো আমার জীবনের স্মৃতি হিসেবে আমি এখানে পোস্ট করে রাখছি।
কেননা মানুষের জীবনের হায়াত কখন শেষ হয়ে যায় কেউ জানে না।হয়তো আমি একদিন এই পৃথিবীতে বেঁচে থাকব না বেঁচে রবে আমারে স্মৃতিগুলো।
তাই আমার নিজের জীবনের সুন্দর তমো মুহূর্তগুলোকে আমি ফেমে বন্দি করার জন্য প্রায় সময়ই এই কমিউনিটিতে আসে এবং ভালো কিছু শেয়ার করার চেষ্টা করে থাকি।
বৃষ্টির শেষে আমি কিছু ছবি সংগ্রহ করেছিলাম। উপরের চিত্র গুলো দেখলে আপনার অবশ্যই সেটি বুঝতে পারবেন।বৃষ্টির মধ্যে এবং তাদের মধ্যে আমি জুতা পায়ে দিয়ে আমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে খুব আনন্দ মনে হচ্ছিল এবং আমি মনে করেছিলাম পৃথিবীর মধ্যে সবথেকে সুখী ব্যক্তি আমি
প্রকৃতিকে যদি আপনি শুনতে ভাবে উপভোগ করতে চান তাহলে বৃষ্টির পরে আপনি আপনার এলাকার কাদাযুক্ত রাস্তাগুলো ভ্রমণ করতে পারেন এবং স্নিগ্ধ মাটির গন্ধ নিতে পারেন
মাতৃভূমির মাটির গন্ধ কতটা সুখময় সেটি আপনি যদি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্রামে এবং কাদাযুক্ত মাটিতে চলাফেরা করতে হবে।।
সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ধন্যবাদ @beautyofcreativity কমিউনিটির সকল মডারেটর মেম্বার এবং চেয়ারম্যান দেরকে সুন্দর একটি কমিউনিটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং বাংলা ভাষাভাষী মানুষদের কে সুন্দর লেখালেখি এবং ব্লগিং তৈরি করার সুযোগ করে দেওয়ার জন্য
আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি
@rme @photoman @blacks @curators







