Are you ready for winter? @selimreza1steemCreated with Sketch.

Hello friends

আসালামুআলাইকুম,
আশা করি সবাই অনেক ভাল আছেন



InCollage_20241103_184005176~2.jpg

শীতকাল আমাদের বেশিরভাগ মানুষের কাছে অনেক প্রিয় একটি ঋতু।কিছুদিন পরে আমাদের দেশের শীতকাল শুরু হবে। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই @pea07 আপুকে এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আজকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।




শীত মৌসুম কেমন লাগে

1730628726639.jpg

1730629055139.jpg

শীত মৌসুম আমার অনেক ভালো লাগে। আমি একজন ভ্রমণ পাগল মানুষ। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে আমার ভীষণ ভালো লাগে। শীতের এই কয়েক মাস ছাড়া যখনই আপনি বাসা থেকে বের হন বেশিরভাগ সময় আকাশের দিকে তাকাতে হয় কারণ রোদ এবং বৃষ্টির প্রভাব থাকে। শীতকালের বেশিরভাগ সময় রোদ এবং বৃষ্টির কোন ঝামেলা থাকে না। তাই ভ্রমণ করার জন্য উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। আমি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই।

1730628764166.jpg

1730628945534.jpg

শীতকালে মোটরসাইকেল চালালে হালকা শীত লাগলেও অন্যান্য সময়ের থেকে অনেক ভালো কারণ বৃষ্টি থাকে না। এ সময় রাস্তাঘাট শুকনা থাকে। গ্রামের মাটির রাস্তাগুলো এখন শুকনো থাকে। তাই নির্দ্বিতায় যে কোন জায়গায় চলে যাওয়া যায়। আমাদের দেশের শীতকালে প্রধান আকর্ষণ থাকে পিঠাপুলি খাওয়া। শহরের তুলনা গ্রাম অঞ্চলের পিঠা খাওয়া হয় বেশি। শীতকালে গরম গরম ভাপা পিঠা খেতে অসাধারণ লাগে। প্রচন্ড শীতে এক কাপ গরম চা শরীরের উষ্ণতা বাড়িয়ে দেয়। শীতে লেপ অথবা কম্বল গায়ে দিয়ে ঘুমানোর মজা অন্যরকম যেটা অন্যান্য ঋতুতে হয় না। শীতকালে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বেশি আবহাওয়া স্বাভাবিক থাকার কারণে। আমার কাছে আরেকটা বিষয় খুব ভালো লাগে শীতকালে অনেক সময় ধরে হাঁটলেও ক্লান্ত লাগে না। সব ঋতুরই ভালো এবং খারাপ দিক দুটোই রয়েছে। তবে আমার কাছে শীতকালের খারাপ দিকের চেয়ে ভালো দিকগুলোই বেশি।


শীতের সৌন্দর্য

1730628660460.jpg

1730628694631.jpg

আমাদের দেশ ছয় ঋতুর দেশ। প্রত্যেক ঋতুর আলাদা আলাদা কিছু সৌন্দর্য রয়েছে। আমার কাছে শীতকালের সৌন্দর্য হচ্ছে কুয়াশা। সকালে ঘুম থেকে ওঠার পর যখন চারিদিকে কুয়াশা দেখি সেটা আমার কাছে অনেক ভালো লাগে। সকালে যখন বিভিন্ন গাছে এবং ঘাসের উপরে শিশির জমে সেটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। স্বচ্ছ ছোট ছোট শিশির কণা দেখতে অনেক ভালো লাগে। ঘাসে শিশির পড়ার কারণে তার সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। যদি কখনো কোনো কারণে ঘাসের উপর দিয়ে হেটে যেতে পা ভিজে যায় তারপরও এই শিশির কণার সৌন্দর্য অতুলনীয়।


শীত কেন অন্যান্য ঋতুর চেয়ে ভালো

1730628983770.jpg

1730629008237 (1).jpg

বাংলাদেশের অন্যান্য ঋতুর সাথে শীতের প্রায় কোন মিল নেই। শীতকালের আবহাওয়া থাকে অন্যরকম যেটা অন্য কোন ঋতুতে খুঁজে পাওয়া যায় না। এই ঋতুতে বৃষ্টির সম্ভাবনা প্রায় থাকেইনা। শীত আসার সাথে সাথে আশেপাশের প্রকৃতি ও পরিবর্তন হতে শুরু করে। এই ঋতুতে আমাদের দেশের সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয়। শীতকালে বেশিরভাগ কাজ করতে অনেকই স্বাচ্ছন্দ বোধ হয়। রোদ এবং বৃষ্টির ঝামেলা না থাকার কারণে অনেক কাজ ঝামেলা ছাড়াই করা যায়,যেটা অন্যান্য ঋতুতে সম্ভব না।


অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াই

1730628788569.jpg

শীতকাল যেরকম আমাদের সকলের কাছেই প্রিয় কিন্তু অতিরিক্ত শীত কারো কারো জীবনকে কঠিন করে তোলে। আমাদের মধ্যে যাদের ভালো শীতের পোশাক এবং বাসায় লেপ-কম্বল রয়েছে প্রচন্ড শীতের সময় তাদের কোন সমস্যা হয় না। প্রচন্ড শীতের সময় অসহায় মানুষেরা শীতের কষ্টে ভোগে কারণ তাদের পর্যাপ্ত শীতের পোশাক থাকে না। বিশেষ করে জানুয়ারি মাসে শীতের প্রবণতা অনেক বৃদ্ধি পায়। আমাদের সকলের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমার বেশ কয়েকবার শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছিল। এবারও পরিকল্পনা রয়েছে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের যার যেরকম সামর্থন রয়েছে সেখান থেকে যদি আমরা একজন করে মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে হয়তো অসহায় মানুষের আর শীতের কষ্টে থাকতে হবে না। আসুন সকলে মিলে আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।


আমি এই পোস্টে যে ছবিগুলো ব্যবহার করেছি এগুলো গতকালকে বিকেলে এবং আজকে সকালে তুলেছি।

আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @dorothy213,@ccscurator,@lucky4karmen আমন্ত্রণ জানাচ্ছি।



ধন্যবাদ সবাইকে

লোকেশন: বগুড়া
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8