রেনডম ফটোগ্রাফি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ১১ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ,বসন্তকাল, ১৪৩১ বঙ্গাব্দ ২৫শে মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ। নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করি। তারই ধারাবাহিকতায় আজ একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হলাম।বিভিন্ন সময় ও বিভিন্ন জায়গা থেকে তোলা রেনডম ফটোগ্রাফি আজ আপনাদের সাথে শেয়ার করবো।কিছু ফুলের ফটোগ্রাফি যেমন রয়েছে তেমনই রয়েছে কিছু ফলের ফটোগ্রাফি। আশাকরি ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে।
প্রথম ফটোগ্রাফি
আমাদের সবার পরিচিত জাম্বুরার ফটোগ্রাফি ।পুষ্টিগুণে সমৃদ্ধ মৌসুমি ফল জাম্বুরা। জাম্বুরায় রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলস যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। জাম্বুরায় রয়ে প্রচুর পরিমাণে সি ভিটামিন। তাই সি ভিটামিন এর অভাব পূরন করতে আমরা জাম্বুরা খেতে পারি। তাছাড়া বাংলাদেশের মাটি জাম্বুরা চাষের জন্য বেশ উপযোগি বলে প্রায় প্রতিটি বাড়িতেই এই জাম্বুরা গাছ দেখা যায়।। পুষ্টিগুণে জাম্বুরা অন্যান্য লেবু জাতীয় ফল, যেমন- কমলা, মালটা ইত্যাদি ফলের মতোই সমৃদ্ধ।
দ্বিতীয় ফটোগ্রাফি
শীতকালীন মৌসুমী ফুল ডলিয়া ফুলের কলি। আধ ফোটা ডালিয়া ফুলটি দেখতে বেশ সুন্দর লাগছিলো। তাই ফটোগ্রাফি করে নিলাম। শীতকালের ফুলের মধ্যে অন্যতম একটি ফুল এই ডালিয়া। বড় আকারের ফুলগুলির মধে ডালিয়ার অন্যতম। ডালিয়া বাংলাদেশের প্রায় প্রতিটি শীতকালীন বাগানেই দেখা যায়। ডালিয়ার ১১টি শ্রেণীর আওতায় ৪২টির মতো প্রজাতি রয়েছে। ডালিয়া ফুলের পাপড়ির বিন্যাস এর কারনে ফুলটিকে অন্যদের থেকে আলাদা করেছে। ডালিয়া ফুল বিভিন্ন আকারের ও রং এর হয়। যেমন লাল, সাদা, কমলা, বেগুনি, হলুদ, ডিপ গোলাপি ইত্যাদি ইত্যাদি ছাড়াও মিশ্র রংও হয়।
তৃতীয় ফটোগ্রাফি
শীতে পাতা বিহীন একটি গাছের ফটোগ্রাফি। দিনাজপুরের রাম সাগর থেকে ফটোগ্রাফিটি করা। শীতের শেষ আর ফাল্গুনের শুরুতেই এই পাতাবিহীন গাছটি ভরে উঠবে সবুজ পাতায়। পাতাবিহীন গাছটি দেখতে যেমন সুন্দর লাগছিলো তেমনই সুন্দর লাগবে যখন গাছটি ভরে উঠবে সবুজ পাতায়।
চতুর্থ ফটোগ্রাফি
ছোট কাঁঠালের ফটোগ্রাফিটি করেছিলাম ঢাকার একটি নার্সারী থেকে। এই ছোট কাঁঠাল কিছুদিন পর বড় একটি কাঁঠালে পরিনত হবে। অনেকেই কাঁচা কাঁঠাল তরকারি হিসাবে খেয়ে থাকা।কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল।কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা আমাদের চোখের জন্য বেশ উপকারী। এছাড়া রয়েছে বিভিন্ন মিনারেল যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
পঞ্চম ফটোগ্রাফি
এই ফটোগ্রাফিটি করেছিলাম ১৪ই ফেব্রুয়ারীতে। মানে ভালোবাসা দিনে। এই দিনের ফুলের চাহিদা বেশ বেড়ে যায়। তাই ভ্যান গাড়িতেও ফুল বিক্রি হতে দেখা যায়।ক্রেতা আকর্ষনের জন্য ভ্যানগাড়ির মালিককে বেশ সুন্দর করে ভ্যান গাড়িটি সাজিয়ে ফুল বিক্রি করতে দেখা যায়।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ফটোগ্রাফি |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২৫শে মার্চ,২০২৫ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।









https://x.com/selina_akh/status/1904568813561221482
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
link
https://x.com/selina_akh/status/1904539423930257576
https://x.com/selina_akh/status/1904538540504907949
https://x.com/selina_akh/status/1904537969958039658
https://x.com/selina_akh/status/1904536618351865978
https://x.com/selina_akh/status/1904535949591134312
https://x.com/selina_akh/status/1904393996933181743
বিভিন্ন জায়গা থেকে ক্যামেরাবন্দি করা দারুন দারুন কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার পোস্টে। ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে। ফটোগ্রাফি নাম্বারিং এ একটু ভুল আছে। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ লেগেছে। শীতের মৌসুমে ডালিয়া ফুলের কলি বেশি চমৎকার লাগলো। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
ঠিক করে নিয়েছি আপু।
আপু মার্কডাউনটা একবার দেখে নিন। আর শেষের টা পঞ্চম ছবি হবে। টাইপো হয়ে গেছে।
যাইহোক ছবিগুলো দারুণ হয়েছে৷ আপনার ছবি তোলা আগের থেকে এখন অনেক অনেক ভালো হয়। শেষের ছবিটা কী সুন্দর। মিষ্টি। আর তৃতীয় ছবিটাও খুব ভালো লেগেছে৷
অনেক ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের জন্য।