ডাই ইভেন্ট || রংধনুতে নববধূ ||~~

in আমার বাংলা ব্লগ9 days ago (edited)

আস্সালামুআলাইকুম /আদাব

1000022537.jpg

সকলকে 🥀শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।💕
বন্ধুরা আজ ডাই ইভেন্টে রংধনুতে নববধু নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।

1000022552.jpg

বন্ধুরা আজ আমি "এসো নিজে করি" প্রজেক্ট এর আয়োজন নিয়ে আবার ও হাজির হয়েছি। আশা করছি আমার আজকের এই নতুনত্ব আপনাদের মনে স্থান করে নেবে। আজ ইভেন্টে রংধনুতে নববধু নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে


1000022537.jpg

DIY প্রোজেক্ট-ও অনুভূতি

এই শিল্পকর্মটি সত্যিই এক অসাধারণ অনুভূতির প্রকাশ, যেখানে কল্পনা, সৃজনশীলতা এবং রঙের মিশেলে একটি অনন্য দৃশ্যের জন্ম হয়েছে। সাত রঙের ক্লে দিয়ে রংধনু তৈরি করা, এবং তার মাঝে একটি নববধূকে স্থাপন করা, যেন এক নতুন জীবনের সূচনা। এই শিল্পকর্মে যে প্রতিটি রঙের সযত্নে নির্বাচন করা হয়েছে, তা যেন জীবনের নানা অনুভূতির প্রতীক। রংধনুর মধ্যে নববধূকে বসিয়ে, তার চারপাশে কালো মেঘের আঁচড় এবং সাদা মেঘের বরফের মতো কোমলতা ফুটিয়ে তোলা হয়েছে, যা অদ্ভুত এক ভারসাম্য সৃষ্টি করে।

রংধনুর দু’পাশে কালো এবং হলুদ লাভ ক্লে দিয়ে যেভাবে দুটি চমৎকার হৃদয় তৈরি করা হয়েছে, তা যেন ভালোবাসার এক নতুন প্রকাশ—একটি মিষ্টি, গভীর সংযোগের চিত্র। আর নববধূর কপালে একটি লাল টিপ, যা পুরাণ ও সংস্কৃতির মধ্যে একটি গভীর ঐতিহ্যিক সাদৃশ্য বহন করে, সেই টিপ রংধনুর মাঝে আলোকিত হয়ে উঠছে। এই পুরো দৃশ্যটি যেন একটি আশাবাদী গল্পের মতো, যেখানে রংধনু এবং সূর্য এক নতুন জীবনের সুরের মতো জায়গা নিয়েছে।

এছাড়া, ছোট একটি লাল এবং কমলা রঙের সূর্য, যেটি এই দৃশ্যের মধ্যে এক নতুন উজ্জ্বলতা যোগ করেছে, তা প্রতিটি মুহূর্তে জীবনের উষ্ণতা এবং আশার আলো ছড়িয়ে দেয়। পুরো শিল্পকর্মের মাঝে যে শাশ্বত প্রেম, ধৈর্য, এবং আশাবাদী মনোভাব ফুটে উঠেছে, তা দর্শককে এক গভীর অনুভূতির মধ্যে ডুবিয়ে দেয়।


☆꧁ DIY প্রোজেক্ট- রংধনুতে নববধূ ꧂


1000022559.jpg

💞

প্রয়োজনীয় উপকরন

1000015651.jpg

  • বিভিন্ন রঙের ক্লে

siam 2.png


siam 2.png

১ম ধাপ
প্রথমে একটি সাদা কাগজ এভাবে গোলাকার বৃত্ত করে কেটে নিলাম।

1000022539.jpg

1000022540.jpg

siam 2.png

দ্বিতীয় ধাপ
এবার রং ধনু বানানোর জন্য প্রথমে বেগুনি রংয়ের ক্লে এবং পরে নীল রঙের ক্লে দিয়ে এভাবে বানানো শুরু করলাম রংধনু।

1000022542.jpg

1000022541.jpg

siam 2.png

তৃতীয় ধাপ
এবার এভাবে রংধনু বানিয়ে নিয়ে একটি কাগজে কলমের সাহায্যে নববধূ এঁকে নিলাম।

1000022545.jpg

1000022544.jpg

siam 2.png

চতুর্থ ধাপ
এবার রংধনুর মাথা গোল হয় সাদা রঙের প্লে দিয়ে বল বল করে নিয়ে সাদা মেঘের জমানো বরফ তৈরি করে নিলাম।

1000022547.jpg

1000022546.jpg

siam 2.png

পঞ্চম ধাপ

এবার রংধনুর মাঝখানে নববধূকে সেট করে দিলাম। এবং কালো ক্লে দিয়ে আকাশে মেঘ, সূর্য, ও দুপাশে লাভ তৈরি করে নিলাম।


1000022494.jpg

1000022472.jpg

1000022549.jpg

1000022537.jpg

siam 2.png

ষষ্ঠ ধাপ
  • তৈরি হয়ে গেলো রংধনুতে নববধূ। যেন লজ্জায় লাল হয়ে আছে।

1000022537.jpg

ফাইনাল আউটপুট

1000022500.jpg

1000022512.jpg

1000022553.jpg

1000022549.jpg

siam 2.png

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা।আমার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করি। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই- সাথীর শত কবিতা,অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি' অবরিত নীল সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনয়ন পেয়েছি। এছাড়াও ,ওপার বাংলা বঙ্গবন্ধু রিসার্চ এন্ড কালচারাল ফাউন্ডেশন ভারত বাংলাদেশ। কবিগুরু স্মারক সম্মান ২০২৪ অর্জন করেছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ডাই প্রজেক্ট

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

Sort:  
 9 days ago 

আজকে আপনি খুব সুন্দর একটি রংধনুর তৈরি করে দেখিয়েছেন ক্লে দিয়ে। আপনার এত সুন্দর রংধনু তৈরি করতে দেখে অনেক ভালো লাগলো আপু। খুব সুন্দর একটি পোস্ট হয়েছে আপনার। আপনার এত সুন্দর পোস্ট দেখে ভালো লেগেছে আমার। প্রাথমিক পর্যায়ে থেকে এ পর্যন্ত অনেক সুন্দর ভাবে কাজ সম্পন্ন করেছেন। তাই দারুণ হয়েছে দেখতে।

 9 days ago 

রংধনুতে নববধূটি চোখে পড়েনি আপু-? খুবই রহস্যময় ভাবে সুন্দর একটি নববধূ বানিয়েছি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 8 days ago 

ক্লে দিয়ে সুন্দর একটি রংধনু নির্মাণ করেছো। আর তার মধ্যে নববধুর আইডিয়াটা খুব অভিনব হয়েছে। তুমি মাথা থেকে কত সুন্দর সুন্দর আইডিয়া বার কর। খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করলে। এই পোস্টটি ফিচার হয়েছেও দেখলাম। যোগ্য পোস্ট হিসেবেই তুমি এই পুরস্কার পেলে।

 8 days ago 

দাদা তোমার সুন্দর সুন্দর মন্তব্য আমাকে সব সময় অনুপ্রাণিত করে। চেষ্টা করেছি একটু নতুন নতুন আইডিয়া বের করার। তবে রংধনুর মাঝখানে নববধূ টা আমার কাছে দারুন লেগেছে।

 8 days ago 

রংধনুতে নববধূ থিমটি কিন্তু দারুন হয়েছে আপু। রংধনু দেখতে অনেক সুন্দর হয়েছে। আপু আপনার প্রতিটি পোস্ট চমৎকার হয়। এই পোস্টটিও অনেক সুন্দর হয়েছে। দারুন লাগছে দেখতে।

 8 days ago 

ধন্যবাদ আপু এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 8 days ago 

রংধনুতে নববধূ দেখতে অসাধারণ লাগছে । ক্লে দিয়ে এত সুন্দর একটি রংধনু এবং তার ভিতরে নববধূ আইডিয়াটা অনেক দারুন ছিল আপু।সত্যিই অনেক দক্ষতার সাথে পোস্টি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপু পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

রংধনু তে নববধূ আইডিয়াটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য এবং আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 8 days ago 

সারাদিনে দেখিনি যে আজ তোমার পোস্ট ফিচার হয়েছে। কি সুন্দর করে বানিয়েছ রামধনুটা। ভিতরে এই বউয়ের মতটা করেছে বলে আরো ভালো লাগছে।
তোমার বুঝি বউয়ের জন্য অধীর অপেক্ষা। অপেক্ষার অবসান হোক দ্রুত। আমরাও মিষ্টির হাঁড়ি নিয়ে পৌঁছে যাই ছেলের বউ দেখতে। হে হে হে।

 8 days ago 

সময় হলে ঠিকই আসবে। তবে তোমার মন্তব্য করে বেশ মজা পেলাম। তৈরি থেকো কেমন।

 6 days ago 

বাহ দারুন আইডিয়া তো ক্লে দিয়ে রংধনু তে নববধু।আমার বেশ ভালো লেগেছে ডাই পোস্টটি।আপনি বেশ সুন্দর করে ডাই টি তৈরি করেছেন,ধন্যবাদ।