সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি।।
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid540 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
গোলাপ ফুলকে নিয়ে নতুন করে বলার মতন আসলেই কিছু নেই। কেননা গোলাপ আমাদের সকলের কাছে কতটা প্রিয় সেটা আসলে আমরা প্রত্যেকেই জানি। আমাদের দেশে গোলাপের কয়েকটি জাত রয়েছে তার মধ্যে আমার পোস্টে বর্ণনা করা সাদা গোলাপ ফুলটি অন্যতম। গোলাপ ফুল সৌন্দর্য এবং সুগন্ধ তার দিক থেকে অতুলনীয়। অত্যন্ত সুমধুর এবং মিষ্টি একটি ফুল। যা বরাবরই আমার কাছে ভীষণ পছন্দের। আজকে ঘুরতে গিয়েছিলাম বগুড়ার ঐতিহাসিক স্থান মহাস্থানগড়ে। সে মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক জাদুঘর প্রাঙ্গণ থেকেই মূলত আমার আজকের পোস্টে বর্ণনা করা গোলাপ ফুলটির ফটোগ্রাফি গুলি করেছিলাম। সেখান থেকেই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ঘোরা গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলি আপনাদের কাছে ভালো লেগেছে।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
https://x.com/mdetshahidislam/status/1864730667554345030?t=G1JlsS8ggeqQ2dcnC5wKkg&s=19
দারুণ ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। গোলাপ ফুল দেখে বেশ ভালো লাগলো।
অনেক চমৎকার করে ফুলের ফটোগ্রাফি করেছেন। এরকম সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে অনেক বেশি ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।