🥰🥰৷....অজানা কিছু ফুলের ফটোগ্রাফি....

in Incredible Indialast year

"প্রসঙ্গঃ ফটোগ্রাফি"

🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @shahin05

রোজঃ সোমবার
৪ শে সেপ্টেম্বর ২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি। প্রথমে জানাই কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের জন্য নিয়ে আসলাম আমার মুঠোফোন দিয়ে তোলা কিছু ফটোগ্রাফি। তাহলে চলুন ন বন্ধুরা আবার সেই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক

IMG_20220922_165709.jpg

লোকেশন

IMG_20220922_165712.jpg

লোকেশন

এই ফুলটির নাম হচ্ছে গোল্ডেন ট্রাম্পেট । ফুলটি দেখতে অনেক সুন্দর তার সুগন্ধিও অনেক সুন্দর। বিকেল বেলা ম্যাচের ছাদে একটু সময় কাটানোর জন্য গেছিলাম সেখানে গিয়ে দেখি ছাদের টপে ফুল গুলো অনেক সুন্দর হবে ফুটে রয়েছে। তবে যখনই ফটোগ্রাফি করতে যাব তখনই তার মধ্যে পিঁপড়া চলে আসে। সঙ্গে সঙ্গে আমার সেই মুঠোফোন ে ফটোগ্রাফি করে নিলাম।

IMG_20220922_165643.jpg

লোকেশন

এই ফুলটির নাম আমি জানিনা। তবে যদি কেউ নামটি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিবেন । এই ফুলটি সাধারণত তিনটি পাতা বিশিষ্ট। তবে তার পাতাগুলো অনেক নরম । যেগুলোতে হালকা হাত দিলেই অন্যরকম হয়ে যায এবং তার মাথায় তিনটি শীর রয়েছে । সব মিলিয়ে দেখতে অনেক জোস লাগে।

IMG_20220922_165628.jpg

লোকেশন

উপরেও ফুলটি আর নিচের ফুল দেখতে প্রায় একই রকম। তবে ফুলগুলো ভিন্ন রকম। এই ফুলটির পাতার রং একেবারেই অন্যরকম একটা অনুভূতি দিয়ে দেয়। কারণ পাতার রং গুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই ফুলটির পাশাপাশি আরো কিছু ছোট ছোট ফুল হয়ে থাকে। এই ফুল বিকেল বেলা ছাদে গিয়ে তুলেছিলাম।

IMG_20220924_063544.jpg

লোকেশন

এই ফুলটি তো আমরা সবাই প্রায় জানি। এই ফুলটি হইতেছে আমাদের লাউ শাকের ফুল। যেটার ছোট্ট একটি ফুল থেকে আমাদের খাওয়ার মত একটু বড় লাউ তৈরি হয়ে যায়। তবে এই ফুলটি আসযুক্ত। নিজেদের জমিতে গিয়ে এই ফুলটির ছবি তুলেছিলাম।

IMG_20220924_065933.jpg

লোকেশন

IMG_20220924_065909.jpg

লোকেশন

এই ফুলটির নাম হইতেছে পটল ফুল। আমরা যারা গ্রামের বসবাস করি তারা এই ফুলটির সাথে সবাই পরিচিত। কারণ আমাদের কারণ আমাদের জমিতে গেলেই তার আশেপাশে এই ফুলটিকে দেখতে পাই। আজকে সকাল বেলা জমিতে পটল তোলার জন্য গেছিলাম সেখানে গিয়ে শীতের সকালে ছবিটি তুলেছিলাম।

IMG_20220620_161635.jpg

লোকেশন

এই ফুলটি হচ্ছে Japanese morning glory ফুল। যেটা দেখতে অন্য ফুলদের থেকে একদম আলাদা। এই ফুলটির পাতাগুলো মোড়ানো । ফুলটি দেখতে যেমন সুন্দর ঠিক তার সুগন্ধিও নিজের মনকে কেড়ে নেয়।


মডেলডিভাইস
SamsungA03s
ফটোগ্রাফার@shahin05


আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা কামনা করে আজকের মনে এখানেই শেষ করলাম।তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

❤️ সবাইকে ধন্যবাদ ❤️

Sort:  
 last year 

Hello,
@shahin05,

  • প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য। আসলে প্রত্যেকটা কমিউনিটির নিজস্ব কিছু নিয়মাবলী থাকে এবং কমিউনিটিতে যুক্ত ইউজাররা সেগুলো যথাযথভাবে পালন করবে, আমরা সেই আশাই রাখি।

  • আপনার লেখা পড়তে যথেষ্ট ভালো লাগে। তবে আমাদের কমিউনিটি স্টিমিট প্ল্যাটফর্মের কিছু নিয়ম অনুসরণ করে চলে। যেগুলো সম্পর্কে আপনাকে অবগত করার জন্যই গতকাল আপনাকে আমাদের ডিসকর্ড চ্যানেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছিল। কারণ হ্যাশট্যাগ সংক্রান্ত কিছু নিয়মাবলী রয়েছে যেগুলো আপনাকে জানানো অত্যন্ত আবশ্যক।

  • আশা করছি আপনি আমাদের ডিসকর্ড চ্যানেলে যুক্ত হবেন এবং কমিউনিটি তথা স্টিমিট প্ল্যাটফর্মের নিয়মাবলী গুলো অনুসরণ করে আপনার লেখা আমাদের কমিউনিটিতে শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভরাত্রি।

 last year 

ওকে আমি ডিসকর্ড এ যোগাযোগ করতেছি

 last year 

আপনার পোস্ট টি মে ফুল গুলো দেখতে পাচ্ছি তা দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ও ফুল গুলোর নাম অজানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আজকে দেখলাম,,, আপনি আমাদের সাথে কিছু চেনা ফুল এবং কিছু অচেনা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে ফুল সৌন্দর্যের প্রতীক। প্রত্যেকটা মানুষ ফুল পছন্দ করে। আমি নিজেও ফুল পছন্দ করি। আজকে আপনি এক একটা ফুলের ফটোগ্রাফি,,, এবং সেই সাথে ফুলের বিবরণ দেয়ার চেষ্টা করেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, আমাদের পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য ইনশাআল্লাহ আশা করছি,, প্রতিনিয়ত আপনার পোষ্ট পরিদর্শন করতে পারব। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

আপনার পোস্টে যে ফুল গুলো দেখতে পাচ্ছে তা দেখতে খুবই সুন্দর লাগছে। এই ফুল গুলোর মধ্যে কিছু আমার চেনা আবার অচেনা ও আছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন