আমার তৈরি করা সেরা কয়েকটি রেসেপির রিভিউ,,,,// ,,, ১০% লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

"প্রসঙ্গঃ রিভিউ "

🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @shahin05

রোজঃ মঙ্গলবার
৮ এ মার্চ ২০২২

আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি । প্রথমে জানাই আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার তৈরি করা কয়েকটি সেরা রেসিপির রিভিউ নিয়ে চলে আসলাম । তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমার করার সেরা কয়েকটি রেসিপি রিভিউ দেখে নেওয়া যাক

🔥 রিভিউ নং ১ 🔥

IMG_20211224_134248.jpg

রেসেপিটির লিংক

এই রেসিপিটি নাম হচ্ছে মুরগির রোস্ট । যখন আমি এবিবি স্কুলের ক্লাস করেছিলাম তখন এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম । সকল বন্ধু বান্ধবীরা মিলে একটি ছোট্ট পিকনিকে এই রেসিপি তৈরি করেছিলাম । রেসিপিটি খেতে অনেক মজা ও সুস্বাদু হয়েছিল । তাছাড়া সব বন্ধু-বান্ধব মিলে একসঙ্গে খাওয়ার মজাই আলাদা রকম । সেই রেসিপিটি আবার আপনাদের সাথে শেয়ার করলাম।

🔥 রিভিউ নং ২ 🔥

IMG_20220209_210120.jpg

রেসেপিটির লিংক

এটা হচ্ছে পাতাকপি ভাজা রেসিপি ।অনেকদিন আগেই হঠাৎ করেই রাত্রেবেলা বাজার গিয়েছিলাম । সেখান থেকেই বাঁধাকপির বাসায় নিয়ে আসার পরে মা নিজের হাতে ভাজা রেসিপি তৈরি করেছিল । আর সেটা আমি আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের কাছে শেয়ার করেছিলাম । তবে ভাজিটি খেতে অনেক মজা হয়েছিল ।

🔥 রিভিউ নং ৩ 🔥

IMG_20220107_163244_009.jpg

রেসেপিটির লিংক

এটা হচ্ছে ডিম পিঠা । যেটা তৈরি করতে অনেক ধরনের উপকরণ লেগেছে । তবে পিঠাটি অনেক ধরনের উপকরণ এর সাথে অনেক সময় লেগেছে । তবে এই পিঠাটি তৈরি করার সময় আমার আম্মা আমাকে অনেক সাহায্য করেছে । পিঠাটি খেতে অনেক মজা ও সুস্বাদু হয়েছিল । তাই বাসার সবাই মিলে পিঠাটি খেয়েছিলাম ।

🔥 রিভিউ নং ৪ 🔥

IMG_20220227_124230.jpg

রেসেপিটির লিংক

আপনারা তো সবাই জানেন যে এই পিঠাটি আমি কয়েকদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম । এই পাটিসাপটা পিঠা টি আমি তৈরী করেছিলাম আমার ছোট্ট বোন যখন আমাদের বাসায় এসেছিল । তার ছোট্ট মেয়েটি বিভিন্ন ধরনের বাহানার মাঝে আমাকে বলেছিল মামা আমি পিঠা খাব । তাই তার জন্যই এই পিঠাটি আমরা তৈরি করেছিলাম । তবে পিঠা টি আমার ছোট বোন আর আমি একসঙ্গে হাতে হাত লাগিয়ে তৈরি করেছিলাম ।

🔥 রিভিউ নং ৫ 🔥

IMG_20220225_104252.jpg

রেসেপিটির লিংক

এটা হচ্ছে আমাদের বাঙালি হাতের রান্না করা খিচুড়ি । যেটা দোকানের থেকে একদমই আলাদা । খেতে অনেক মজা । সকালবেলা সবাই মিলে শয়তানি করতে করতেই এই খিচুড়ি রান্না টি বাজি ধরে করেছিলাম । তারপর তারপর সবাই চেটে পুটে খেয়ে নিয়েছিল । আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ।

🔥 রিভিউ নং ৬🔥

IMG_20220227_130808.jpg

রেসেপিটির লিংক

এটা হচ্ছে নোনা পিঠা রেসিপি । সেদিন বোনের মেয়ের বাহানা কারণে পাটিসাপটা ও নোনা পিঠাটি একসাথে তৈরি করেছিলাম । ভাই কয়েকদিন আগে সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আজকে রিভিউ হিসেবে এখানে দিয়ে দিলাম ।

আশাকরি আমার দেখানো রেসিপির রিভিউগুলো আপনাদের সবার ভালো লাগবে । তাই সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম । তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

❤️ সবাইকে ধন্যবাদ ❤️

Sort:  
 4 years ago 

আপনি রেসিপি পোষ্ট এর রিভিউ দিয়েছেন ভাই তার প্রতিটি রেসিপি খুবই লোভনীয় ছিল। আর এগুলো খেতেও খুবই মজার। আপনি কয়েকটি পিঠা রেসিপি শেয়ার করেছিলেন সেগুলো খুবই লোভনীয় ছিল। অনেক ধন্যবাদ আপনাকে আবারও এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 4 years ago 
আপনার প্রতিটি রেসিপি পোস্ট আমি ফলো করি। আপনি অনেক সুন্দর রেসিপি তৈরি করেন। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটির সবাই অনেক ভালো পোস্ট করে এটা প্রনাণিত। যাইহোক, আপনার প্রতিটি রেসিপি ছিলো কোয়ালিটি সম্পন্ন।
 4 years ago 

সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আপনার তৈরি করা প্রত্যেকটা রেসিপি অসাধারণ ছিল। প্রতিটি রেসিপি আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে রোস্ট এর রেসিপি টা অসাধারণ। পুনরায় আবার রিভিউ দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

আপনার রেসিপিটি আমার খুবই ভালো লেগেছে। দেখে মনে হয়েছে খুব সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন। ধাপে ধাপে খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা খুবই ভালো ছিল। সুস্বাদু রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 4 years ago 

আজকে আপনি আমাদের মাঝে আপনার সর্বশেষ শেয়ার করা কিছু রেসিপি রিভিউ শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রত্যেকটি রেসিপি অনেক সুস্বাদু ছিল। বিশেষ করে আপনার শেয়ার করা পিঠার রেসিপি গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার রেসিপি গুলো পুনরায় দেখার সুযোগ করে দেবার জন্য।

 4 years ago 

আপনার তৈরি সবগুলো রেসিপি খুব ভালো হয়েছে।খুব সুন্দর করে রেসিপি গুলো সাজিয়েছেন।তবে আমার কাছে বেশি ভালো লেগেছে।মুরগীর রোস্ট ও নোনা পিঠার রেসিপিটা।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু

 4 years ago 

আপনার করা প্রত্যেকটি রেসিপি পোষ্ট দারুন হয়েছে ভাইয়া। আমার কাছে বিশেষ করে ১ নাম্বার রোস্ট এর রেসিপি এবং ৪ নাম্বার পিঠা রেসিপি সবথেকে বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি রেসিপি গুলোও ভাল লাগার মত ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রিভিউ পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

বাহ আপনি তো অনেকগুলো রেসিপি এই তৈরি করে ফেলেছেন। এবং দেখে বেশ বোঝা গেল আপনার তৈরি প্রত্যেকটা রেসিপি দারুন ছিল। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই রেসিপি গুলো পুনরায় রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

আমার বাংলা ব্লগের রেসিপি পোস্ট গুলো দেখলে বোঝা যায় রান্নার ক্ষেত্রে ছেলেরাও পিছিয়ে নেই। অনেক সুন্দর রেসিপি গুলো তৈরি করেছেন। আমার কাছে মুরগির রোস্ট এর রেসিপি টা সবচেয়ে ভালো লেগেছে। এবং ঐটা বেশ লোভনীয় ছিল। এবং নোনা পিঠা টা একেবারে ইউনিক ছিল। এটা আমি এই প্রথমবার দেখলাম।।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

আপনার তৈরি প্রত্যেকটি রেসিপি অনেক সুন্দর ছিল। দেখতে অনেক লোভনীয় লাগতাছে। সত্যিই অনেক জোস। এবং প্রত্যেকটি রেসিপি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন উপস্থাপনাও অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর সুন্দর রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া