আচ্ছালামু আলাইকুম, আমি @shahin05
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তালার রহমতে আমিও ভাল আছি। প্রথমে জানাই Steem For Tradition এর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন। । ডিজিটাল আর্ট জিনিসটা তেমন আমি পারি না। তবুও চেষ্টার মাধ্যমে আজকে আপনাদের সামনে একটি আর্ট নিয়ে চলে আসলাম । তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমার তৈরি করা ডিজিটাল আর্ট দেখে নেওয়া যাক
আর্ট করার ধাপগুলো দেখে নেওয়া যাক
প্রথমে আমরা ফটো সব ওপেন করার পর একটি আর্ট বোর্ড নিয়ে নিব।
আর্ট বোর্ড এর উপর আমরা গেডিয়েন কালার ব্যবহার করব।
গেডিয়ান কালারের উপরের অংশটি নিচে নামাই দিবো।
কালার এর উপর পেন টুল ব্যবহার করে একটি পাহাড় তৈরি করে নেব ।
পাহাড়ের উপর আমরা একটি গাছের শেপ টুল ব্যবহার করে সেখানে দিয়ে দিব।
আবার শেপ টুল ব্যবহার করে এটি চাঁদ তৈরি করে দেবো।
আবার শেপ টুল এর ফিল মেনু ব্যবহার করে কিছু তারা তৈরি করে দেবো ।
সবার শেষে সবগুলো মিলে একটি কপি লেয়ার নিয়ে বিপরীত দিকে করে দেব।
ডিভাইস | সফটওয়্যার |
কম্পিউটার | Adobe photoshop cc |
Image | jpg file |
লোকেশন | নিজ বাড়ি |
আশা করি আমার দেখানো ডিজিটাল আর্ট আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। |
https://twitter.com/neha3332221/status/1698779635000242236?s=20
চাঁদনী রাতের অনেক সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার ডিজিটের চিত্র আর্টি অত্যন্ত সুন্দর হয়েছে। এছাড়াও আর্টের প্রতিটি ধাপ অনেক সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য।
একটি চাঁদনি রাতের ডিজিটাল আর্টটি অনেক সুন্দর করে অংকন করেছেন অ্যাপসের মাধ্যমে। প্রতিটি ধাপ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আপনার ডিজিটাল আর্টটি অনেক সুন্দর ও চমৎকার হয়েছে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।
বাহ! চমৎকার একটি রাতের দৃশ্য আর্ট করেছেন। বিশেষ করে গাছ ও পাড়ের যে প্রতিচ্ছবি পানিতে দেখা যাচ্ছে সেটার কারনে ছবিটা অনেক বেশী ভালো লাগছে। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে আপনার আর্টের প্রক্রিয়াটি দেখিয়েছেন এবং বর্ননা করেছেন। ধন্যবাদ এরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি ১ বছর আগের পোস্ট ডিলেট করে নতুন করে কেন পোস্ট করছেন৷ এই পোষ্ট ১ বছর আগে বাংলাব্লগে করেছিলেন।
সোর্স
স্কীনসট
আমার ভুল হয়েছে ভাই। এই রকম ভুল আর করবো না।
আচ্ছা
ডিজিটাল আর্ট গুলো আমার অনেক ভালো লাগে এবং আমিও মাঝে মাঝে তৈরি করে থাকি। এগুলোর লোকগুলো দেখতে অসাধারণ লাগে। অনেক সুন্দর একটি ডিজিটাল আট আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবং প্রত্যেকটি স্টেপ আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য
আপনি অনেক সুন্দর করে চাঁদনী রাতে ডিজিটাল আর্ট করেছেন। ডিজিটাল আর্ট গুলো দেখতে অনেক সুন্দর হয়। এছাড়াও আর্টে প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডিজিটাল হার্ট শেয়ার করার জন্য।
কম্পিউটারের এই এডোবি ফটোশপ সফটওয়্যার এর সাহায্যে অনেক সুন্দর ভাবে যে কোন আর্ট বা ডিজাইন গুলো সম্পন্ন করা সম্ভব। নিখুঁতভাবে এইসব আরো ডিজাইন করার জন্য ডিজাইনাররা ডিজিটাল পদ্ধতি হিসেবে এই ফটোশপ ব্যবহার করতে দিন দিন আগ্রহী হচ্ছে। আপনার আর্ট করা ডিজাইন টিও চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে ভিন্ন রকম একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং যুগে ডিজিটাল আর্ট এক অন্যতম মাধ্যম যেখান থেকে আমরা আমাদের সৃজনশীলতাকে প্রকাশ করতে পারি। খুব সুন্দর একটি আর্ট আপনি আমাদের মাঝে পরিবেশন করেছেন।চাঁদনী রাত পানির উপরে চাঁদ যেন উঠে রয়েছে এবং নদীর সঙ্গে একটি গাছ বেশ চমৎকার লাগতেছে।দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।