The diary Game || 30 December 2021 || 30% to @hive-138339

in Steem Bangladesh2 years ago


আমার ডায়েরি

রোজঃ বুধবার ।
তারিখঃ ২৯ ডিসেম্বর ২০২১ ইং

আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আমার ডায়েরি লেখা শুরু করছি।



সকাল

আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজ ও সুন্দর একটা সকাল পেয়েছি। সকালে প্রতিদিনের মতো আজও উঠে বাইরে হাঁটতে বের হলাম দেখলাম রাতে হালকা বৃষ্টি হয়েছে আর প্রচুর বাতাস হচ্ছে তাই আর না হেঁটে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেস হয়ে ব্রাশ করে নিলাম। তারপর আমার রুমে এসে রেডি হলাম অফিসে যাওয়ার জন্য। অফিসে গিয়ে হাজিরা খাতায় সাইন করলাম। তারপর হালকা কিছু কাজ করলাম। কাজ শেষ করে আমি বাজারে চলে গেলাম একটু কাজ ছিলো সকালে নাস্তা না করায় শাহ হোটেলে গেলাম নাস্তা করার জন্য। সকালে গরম গরম পরোটা দিয়ে নাস্তা করার মজাই আলাদা।

IMG_20211228_181911~2.jpg

সকালের নাস্তা

নাস্তা শেষ করে আমি একটি ভ্যান নিয়ে সোজা অফিসে চলে আসলাম।



দুপুর

দুপুরে অফিস থেকে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেস হয়ে নিলাম। তারপর আমার বন্ধু রাজু ফোন দিলো বাজারে যাওয়ার জন্য আমি ও রেডি হয়ে ভ্যান নিয়ে চলে গেলাম। আমার বন্ধু জুতা কিনবে তারজন্য আমাকে ডেকে নিয়ে গেছে। অনেক খোজাখুজির পরে অবশেষে পছন্দ হলো। দামাদামি করে জুতা জোড়া নিয়ে আসলাম। তারপর আমরা দুজনে চলে গেলাম শাহ হোটেলে চা খাওয়ার জন্য। আমরা গিয়ে চা খেলাম।

IMG_20211228_182546~2.jpg

শাহ হোটেলের চা

চা খাওয়া শেষে আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে গেলো। আমি বাসায় এসে গোসল করে সবার মিলে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে আমি কিছু সময় রেস্ট করলাম। রেস্ট করে রেডি হয়ে আবার ও অফিসে চলে আসলাম।



বিকেল

বিকালে অফিসে থেকে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেস হয়ে নিলাম। তারপর রুমে শুয়ে শুয়ে গান শুনলাম। গান শোনা শেষ করে রেডি হলাম বাজারে যাওয়ার জন্য।



সন্ধ্যা

রেডি হতে হতে সন্ধ্যা হয়ে গেলো তাই বাসা থেকে বের হওয়ার আগে আমার বন্ধু মোস্তফা ফোন দিলো সে রংপুর থেকে এসেছে বাজারে আছে আমাকে তাড়াতাড়ি যেতে বলল। অনেক দিন তার সাথে দেখা নাই। আমি ও কিছু সময়ের মধ্যে বাজারে চলে গেলাম তার সাথে অনেক সময় ধরে আড্ডা দিলাম। বাজারে ঘুরতে ঘুরতে দেখলাম গরম গরম আলুর চপ বানাচ্ছে আমি গিয়ে কয়েকটা চপ খেলাম।

IMG_20211228_200622~2.jpg

আলুর চপ

গরম গরম আলুর চপ খাওয়া মজাই আলাদা যদি সময়টা থাকে সন্ধ্যার। চপ খাওয়া শেষ করে আমরা লাল চা অর্ডার দিলাম।

IMG_20211228_200953~2.jpg

লাল চা

চা খাওয়া শেষে আমরা বিল দিয়ে আরো কিছু সময় বাজারে ঘোরাঘুরি করতে লাগলাম।



রাত

ঘুরতে ঘুরতে অনেক টা সময় পার হয়ে গেলো। আমি আমার বন্ধুকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেস হয়ে রাতের খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে আমার রুমে এসে বিছানা ঠিক করে একটি মুভি দেখতে লাগলাম।

Screenshot_20211229-223724.png

Pushpa মুভি দেখার সময় স্কিনশর্ট

মুভি দেখতে দেখতে অনেক রাত হয়ে গেলো। আর মুভিতে কিছু ফানি জায়গায়ও আছে মুভি দেখতে দেখতে অনেক বার করে হাসতে হয়েছে। মুভি দেখা শেষ করে আমি ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে গেলাম।



এইছিল আমার সারাদিনের ডায়েরি
ধন্যবাদ সবাইকে।
আশা করি আপনাদের ও দিন গুলো ভালো কেটেছে।



Sort:  
 2 years ago 

বৃষ্টির কারণে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। শত ব্যস্ততা শেষে একটু আড্ডা দিলে মন ভালো হয়ে যায়। ভালো লাগল আপনার ডায়েরি পড়ে।

 2 years ago 

সময় করে ডাইরিটা পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ❤️❤️❤️❤️

 2 years ago 

অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন। আমিও পুষ্পা মুভিটা দেখে ফেলেছি।

 2 years ago 

ধন্যবাদ ভাই


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Hi, @shamimhossain,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

সুন্দর একটা দিন অতিবাহিত করেছেন ভাই।। ছবি গুলো সুন্দর হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ ভাই

Shah hotel r shokal r nasta.😋

 2 years ago 

Hmm vai😁😁

 2 years ago 

You had a great day brother. Thanks a lot for sharing your day

 2 years ago 

Thanks bro

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68118.27
ETH 3793.84
USDT 1.00
SBD 3.46