///★★// my photography //★★/// 11 Jun 2021.
সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো পুঁই শাকের চারা। এই চারাগাছ গুলো ফাঁকা জায়গায় মাঝে,মাঝে, দু'একটা করে লাগানো আছে।এই চারার চারিপাশে ফাঁকা জায়গায় শাক এর বীজ বোনা হয়েছে। সামনে এই ফাঁকা জায়গায় চারিপাশের জায়গাতে লিচু বাগান রয়েছে।এই লিচু বাগানে প্রত্যেক বছর প্রচুর লিচু ধরে এবং সেগুলো বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করেথাকেন এই বাগান মালিক ।লিচু বাগানের ভিতর, বিভিন্ন শাক সবজী চাষ করা হয় যেমন, পালং শাক,লাল শাক, বেগুন,টমেটো,মরিচ,লাউ,ঝিঙে, ইত্যাদি। এই সবজী গুলো বাগান মালিক এর প্রয়োজন মেটানোর পর,বাকি সবজী গুলো বাজারে বিক্রি করা হয়।
JOIN WITH US ON DISCORD SERVER: