My Village in Ten pics. 06-06-2021. My Village Goshaidangi
★W3W:https://w3w.co/segregation.generators.talkback
এটি একটি ধানক্ষেতের ছবি।এখানে পুরো মাঠে শুধু ধানই চাষ করা হয়েছে।এই ধানগুলো যখন পেকে কাটার উপযুক্ত হয়েছিল,তখন আমি এই ছবিটা তুলেছিলাম।
★W3W:https://w3w.co/shutout.incorrect.symphony
এটি পদ্মা নদীর শাখা নদী। এই নদীর ওপারে কৃষকরা ধান কেটে ধান মাড়াই করছে।নদীতে দেখা যাচ্ছে একটি নৌকা ও বাঁধা রয়েছে। নদীর এই প্রাকৃতিক সুন্দরর্য খুব সুন্দর লাগছে।
★W3W:https://w3w.co/sprawl.unsealed.ringleader
এটি একটি তিলের ফুল। এই তিল গাছের, তিল ফুলগুলো কিছুদিন পর তিল ফলে পরিণত হবে।এর পর এই ফলগুলো শুকিয়ে,এই ফলগুলো থেকে তিল বের করা হবে। এর পর এই তিল থেকে তেল বের করা হবে।
★W3W:https://w3w.co/dominant.fetched.sleeveless
এই নদীটি পদ্মা নদীর শাখা নদী।এই নদীতে এখন পানি নেই। জেলেরা মাছ ধরার জন্য চারু জাল ইত্যাদি এই নদীর পানিতে পেতে রেখেছেন।
★W3W:https://w3w.co/handed.boudoir.tombs
এখানে ঘাস চাষ করা হচ্ছে,গৃহপালিত পশু যেমন,গরু, মহিষ ইত্যাদি পশুদের খাওয়ানোর জন্য।
★W3W:https://w3w.co/engines.experts.subside
এটি একটি আম বাগান।আর এই আম বাগানের ভিতর তিল ও চাষ করা হচ্ছে।
★W3W:https://w3w.co/squished.repress.busy
এখন এই মাঠে কোন ফসল নেই। এই মাঠের ফসল কেটে কৃষকরা তাদের নিজেদের বাড়িতে নিয়ে গেছে।এখন শুধু ফসল বিহীন ফাঁকা মাঠ পড়ে আছে। এই মাঠের দিকে তাকালে দেখা যায়,কিছুটা দূরে দুইটা ছাগল ঘাস খাচ্ছে।
★W3W:https://w3w.co/worse.portrait.headscarf
এই ছবিতে দেখা ফুলগুলো হলো ঝিঙ্গে ফুল। এই ফুলগুলো কিছুদিনের মধ্যেই ঝিঙ্গে তে পরিণত হবে।
★W3W:https://w3w.co/napping.refinement.sediment
এই লোকটি ইট ভেঙে খোয়া তৈরি করছে, খোয়া গুলো ঢালাই কাজে ব্যবহার করার জন্য।
★W3W:https://w3w.co/convene.baked.accommodating
এটি একটি ট্রেন লাইন।এই ট্রেন লাইনে প্রতিদিন বেশ কয়েকটি ট্রেন চলাচল করে।
You have been curated on behalf of the Global Steem community and Community Witness @steem.history
Please click here for Witness Vote or go the Go to https://steemit.com/~witnesses and make your witness for upcoming curation.
Subscribe us, join our discord server GLOBAL STEEM, and have friendly chats.💙