প্রাকৃতিক দৃশ্যের সাথে মিশে গেলাম এবং সাথে কিছু অসাধারণ অনুভূতি পেলাম
প্রাকৃতিক দৃশ্য বলতে আমরা কি বুঝি.?
প্রাকৃতিক দৃশ্য বলতে আমরা পাহাড় ঝর্ণা নদী সাগর সব কিছুকে আমরা বুঝি
তেমনি প্রাকৃতিক দৃশ্য মাঝে নিজেকে হারিয়ে ফেললাম এক অজানা মুহূর্তে পাহাড় ঝরনার মাঝে নিজেকে অসাধারনভাবে চিনার অভিজ্ঞতা হয়েছিল অনেক বেশি ভাল লাগছিল আমার এই অসাধারণ অভিজ্ঞতাগুলো
প্রাকৃতিক ঝর্ণা যে কতটুকু মন ভালো করতে পারে তা আসলে যে যায়নি সে কোনভাবেই বুঝতে পারবে না যে গিয়েছে সেই বুঝতে পারবে প্রাকৃতিক ঝরনা পাহাড় এই জিনিসগুলো কিভাবে মানুষের মন কে খুব সুন্দর ভাবে ঠিক করে দিতে পারে মনের ভিতরে যদি হাজারো কষ্ট বেদনা থাকে সেগুলি পরিষ্কার করার জন্য এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য গুলোই যথেষ্ট
আমার এই ছবিটি পাহাড়ের বুকে ভেসে আসা অসাধারণ ঝরনার পানির মধ্যে দাঁড়িয়ে তোলা ছবিটি কেমন হয়েছে তা জানি না তবে এটি বুঝতে পারছি এই ছবিটি আমার কাছে আমার অনুভূতির কাছে অনেক বেশি অনেক সুন্দর এবং কি দরকারি একটি অনুভূতি সৃষ্টি করেছে
এই ছবিটি আমি মালয়েশিয়ার একটি পর্যটক এলাকা থেকে তুলেছি অনেক সুন্দর একটি এলাকা এলাকা মধ্যে হাজারো পর্যটক ঘিরে আছে এই পর্যটক sporty দেশ-বিদেশ থেকে হাজারো মানুষ এসে এই অবস্থানে সময় কাটায় নিজেকে প্রকৃতির সাথে মিশিয়ে নিজের সকল দুঃখ বেদনা কে দূর করার চেষ্টা করে সবাই পারে দূর করতে আমরা পেয়েছি আমিও পেরেছি
নিজেকে এই পৃথিবীর ক্লান্ত দেহ নিয়ে যখন এই প্রকৃতির সামনে গিয়েছি মনে হয়েছে হাজারো শক্তি নিয়ে আমি আবার ফিরে এসেছি নিজের মধ্যে কি যে এক অনুভুতির সৃষ্টি হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না এ ধরনের আরো অনেক ছবি তুলেছি আমি এই আমার এই অভিজ্ঞতার মধ্যে আস্তে আস্তে আমি আমার সকল বন্ধুদের সাথে এই অসাধারণ অভিজ্ঞতাগুলো শেয়ার করব

আসলেই আপনি সত্যি কথা বলেছেন।
সকল কর্ম বাস্ততার পর, যখন কিছু সময় প্রকৃতির মাঝে থাকা হই, তখন আসলেই মনে হই, জীবন টা কতই না আনন্দের।
আর ঝরনা হল প্রকৃতির এক অপুরুপ নেয়ামত।
এইরকম সুন্দর একটি ভ্রমনের দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
The force is with you! You got a 25.00% upvote from @steemyoda courtesy of @arif019!
I have felt this time a little earlier, even if I had been traveling here with you, your journey was so beautiful and delightful I am very happy.
আমি অনেক খুশি আপনার মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত পেয়ে
The force is with you! You got a 50.00% upvote from @steemyoda courtesy of @shariarahammad!
This post has received a 1.73 % upvote from @booster thanks to: @shariarahammad.