লেভেল ৩ হতে আমার অর্জন || 10% for @shy-fox by@shimanto322

আসসালামু আলাইকুম কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা? আশা করি সকলেই ভাল আছেন।লেভেল ১,২এর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লেভেল ৩এর ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দেয়ার জন্য অনুমতি পেয়ে আজ আমি লেভেল ৩ এর ফাইনাল লিখিত পরীক্ষা দিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন। লেভেল -৩ এ আমি অনেক নতুন ও গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পেরেছি । আমি abb-school হতে যেসব বিষয়ে শিখেছি তা আজ আপনাদের মাঝে উপস্থাপন করব।

IMG_20220209_000844.jpg


লেভেলের ৩ক্লাশগুলোতে আমাদের প্রফেসারগন আমাদের তিনটি বিষয় খুব ভালভাবে বুঝিয়ে দিয়েছেন বিষয় গুলো হল কনটেন্ট, মার্কডাউন ও কিউরেশন।এই বিষয়গুলোরআমাদের সুন্দর ভাবে ক্লাশে বুঝিয়ে দেওয়া হয়েছে ও মার্কডাউনের বিষয় গুলো ভিডিও ক্লাশের মাধ্যমেও আমাদের খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।

লেভেল ৩ এর লিখিত পরীক্ষাঃ


প্রশ্নঃ মার্কডাউন কি?

আমরা কনটেন্ট গুলোকে সুন্দর ও আকর্ষনীয় করে তুলতে যে সকল টেক্সট ফরমেট থাকি তাকে আমরা মার্কডাউন বলতে পারি । মার্ক ডাউন ২ ভাবে করা যায়।এক হচ্ছে HTML কোড ব্যবহার করে আরেকটি হচ্ছে নির্দিষ্ট symbol ব্যবহার করে।

প্রশ্নঃ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

মার্কডাউন কোডের গুলো কনটেন্ট কে সুন্দর ও আকর্ষনীয় করে তুলতে। কনটেন্ট এ যদি আকর্ষণীয় না হয়ে ওঠে তাহলে পাঠক সেগুলো পড়তে চাইবে না।মার্কডাউন কোডের ব্যবহার পাঠকের কাছে খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে পারব।মার্কডাউন ব্যবহার ছাড়া আমরা কখনোই আমাদের পোস্টে আশানুরূপ ফলাফল পাবো না। তাই বলা যায় মার্কডাউন কোডের ব্যবহার সত্যিই অনেক গুরুত্বপূর্ণ।

প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়


তিনভাবে পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমান করে দেখানো যায়ঃ
১-আমরা যদি কোডটির আগে এবং পরে এপোস্ট্রপি (`) দেই তবেও কোডগুলো দৃশ্যমান থাকবে।
২-আমরা যদি কোডটির আগে চারটি (৪) টি স্পেস দিয়ে শুরু করি তবেও কোডগুলো দৃশ্যমান থাকবে।
৩-আমরা যদি কোড এর আগে ব্যাকস্লাশ ( \ ) দেই তবে কোডগুলো দৃশ্যমান থাকবে।

প্রশ্নঃ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

ইনপুট
|sl|Id name|Steem power|
|-|-|-|
|01|Aslam07|200|
|02|Maruf11|150|
|03|Ohidul80|100|


আউটপুট

slId nameSteem power
01Aslam07200
02Maruf11150
03Ohidul80100

প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

সোর্স আমরা ২ ভাবে উল্লেখ করতে পারি:

১-HTML হাইপারলিঙ্ক কোড ব্যবহার করে।
২- প্রথমে তৃতীয় বন্ধনির এর ভেতর সোর্স দিতে হবে তারপর প্রথম বন্ধনির ভেতর লিংক দিতে হবে।

<a href="www.google.com">source</a>
[source](www.google.com)

প্রশ্নঃ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

HTML কোড

<h1>আমার বাংলা ব্লগ</h1>
<h2>আমার বাংলা ব্লগ</h2>
<h3>আমার বাংলা ব্লগ</h3>
<h4>আমার বাংলা ব্লগ</h4>
<h5>আমার বাংলা ব্লগ</h5>
<h6>আমার বাংলা ব্লগ</h6>

সিম্বোল কোড

'# আমার বাংলা ব্লগ'
'## আমার বাংলা ব্লগ'
'### আমার বাংলা ব্লগ'
'#### আমার বাংলা ব্লগ'
'##### আমার বাংলা ব্লগ'
'###### আমার বাংলা ব্লগ'

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ


প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন

<div class="text- justify> এখানে লেখা লিখতে হবে < /div>


প্রশ্নঃকনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

আমাদের ৩টি বিষয় এর উপর গুরুত্ব দেয়া উচিত। আমরা এমন কন্টেন্ট নির্বাচন করতে হবে যেগুলোতে আমাদের ভালো জ্ঞান, অভিজ্ঞতা আছে এবং সৃজনশীলভাবে তা সবার মাঝে উপস্থাপন করতে পারব।

প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $9 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

৪.৫ডলার

প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি

সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার জন্য কোয়ালিটিফুল কনটেন্ট এ ভোট দেয়া, যে পোস্টগুলোতে বেশি পরিমান ভোট পড়ে অর্থাৎ টেন্ডিং পোস্টগুলোতে ভোট দেয়া ও ৫মিনিট পর এবং ৬ দিন ১২ ঘন্টার আগে ভোট দিতে হবে। তাহলে সেই পোস্ট থেকে সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড অর্জন করতে পারবো।

প্রশ্নঃনিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হব?

আমরা বেশি আর্ন চাই তাহলে আমাদের @Heroism এ ডেলিগেশন করতে হবে ।কারন আমি যদি নিজে কিউরেশন করি তাহলে আমার ক্ষুদ্র স্টিম পাওয়ার দিয়ে বেশি পরিমান কিউরেশন রেওয়াড আসবে না । কিন্তু আমি যদি হিরোইজম কে আমার পাওয়ার ডেলিগেট করে দেই তবে হিরোইজম তার বিশাল পাওয়ার নিয়ে ভালো ভালো কনটেন্ট এ ভোট দিয়ে কিউরেশন রেওয়াড আর্ন করবে এবং সেখান থেকে আমার অংশটুকু দিয়ে দিবে । এছাড়াও আমার নিজের পোস্ট এ এসেও হিরোইজম ভোট দিয়ে যাবে এতে করে আমি স্টিম ডলার ও পাবো এবং সাথে এস পি ও পাবো ।তাই হিরোইজম কে ডেলিগেট করলে আমাদের বেশি আর্ন হবে।

cc: @alsarzilsiam

shimanto322.png

discord.gif

Sort:  
 3 years ago 

আপনি সুন্দর ভাবে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আপনার উপস্থাপনাটি আমার বেশ লেগেছে। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে ভাই ।

 3 years ago 

আপনি level3 থেকে যে বিষয়গুলো জানতে পেরেছেন সেগুলো আমাদের মাঝে গুছিয়ে উপস্থাপন করেছেন। নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে থাকুন আর সামনে এগোতে থাকুন।

ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

 3 years ago 

লেবেল 3 ক্লাস করে আপনি তো মনে হয় অনেক কিছু শিখতে পেয়েছেন। সবকিছু তো অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। আমরা ও লেভেল গুলো করে করে অনেক কিছু শিখতে পেরেছি। আশা করব পরবর্তী ক্লাস গুলোতেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

আপনার অনুপ্রেরনা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য অনেক অনেক শুভ কামনা

 3 years ago 

খুবই সুন্দর করে ক্লাস গুলো করেছেন আপনি পোস্টটি দেখে বোঝা যাচ্ছে। এভাবেই এগিয়ে যেতে থাকুন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া আমাকে শুভকামনা জানানোর জন্য।