বাগানে আর গোলাপ নেই
ছবির উৎস: Unsplash
ভালো বা মন্দের প্রশ্ন নয় গোলাপের কাঁটা ফুটার ভয় নেই তোমার আর, বাগানে এখন আর গোলাপ নেই, এমাথা-ওমাথা জুড়ে নিছকই পাতাবাহার।
বাগানের তো দোষ নেই, সে অর্থবহ মাটির আধার, আমাদের সময় ছিলো কোথায় সেদিকে তাকাবার!
আমরা চুপচাপ পিছলে যাচ্ছি ঘনায়মান এক একটা নিশ্চিত পতনের দিকে, নির্বিশ্রাম অজস্র ক্লেদলতায়, বাঁচতে গিয়েই জড়িয়ে নিচ্ছিল নিজেদেরকে।
আমাদের কথা ছেড়ে দিই! বাগানের কথায় ফিরে আসি আরেক বার,
ঘোরগ্রস্থ এবং নিস্পৃহ নিষ্ক্রীয় নিরাসক্ত একটা মালীর ছিল দরকার।
মালী এলো, পড়ে গেল গোলাপের প্রেমে, যেন বা একা বন্দী পেল সঙ্গী।
দুজনে দু 'বেলা হাসে, খেলে; বিকেলে সময় পেলে হেঁটে আসে চৌরঙ্গী।
তবে, গোলাপ ছাড়াও এই বাগানের সৌকর্যে আরো গাছ ছিলো,
কিন্তু, মালীর অবকাশ কোথায়, ভাববে ব্যাপারটা কে কিভাবে নিলো?
ফলতঃ যুদ্ধ বসে গেলো; নিমেষে জমে গেলো ওপাশের যুদ্ধাস্ত্রের বাজার!
এক সকালে ঝরে গেলো সব ফুল, বিকেলেই মালী এলো, তার খুব ছুটির দরকার!
আমরা দুই দূরের দর্শক, বিনা দোষে দন্ডিতের মতো নির্বাক,নিথর।
এ ফুল-কাঁটার খেলায় আমরাই অস্ত্র, দু'দলের আমরাই খেলোয়ার।
অস্ত্রও কি কখনো বোঝে,অস্ত্রের কোথায় ছিলো দোষ?
যখন যার বাগানে ফোঁটে, সেটা তারই একান্ত আপোষ!
ভালো কিংবা মন্দের প্রশ্ন নয় ,এই যুদ্ধটারও মিনতি ছিলো শেষ হবার,
চোখ,ঠোঁট,বুক,পিঠ সবই সঁপে দেয়া আছে ,কোমল করো যুদ্ধাস্ত্র তোমার।
This was posted using Serey.io cross platform posting.