না বলা-বলার এলোমেলো
ছবির উৎস: Pxhere.com
পুরোনো হওয়া যেত- যদি কিছুটা সময়,
লেখা যেত যদি ভালবাসার চিঠিটা আবার,
মেঘ সাজানো বৃষ্টির শ্বাদে-যেত বলা তোমায়,
'কেন লুকিয়ে ছিলে বাতাসের আড়ালে,
খুজেছি এলোমেলো তোমায় পৃথিবী জুড়ে'।
হাত ধরা হাতে যেত যদি বলা,
'কেন লুকিয়ে হারানো তুমি,
হরিন সুরের চোখ দুটোতে,
লুকোনো আমি-লুকোনো আমার জীবনের গান'।
বলা যেত নাম না জানা তোমাকে,
'তুমি কি আমার গল্পের ইন্দ্রানী,
আমার সুনীলের নীরা,
গজলের গালিব-হাফিজের কবিতা,
আমার সকাল নিয়ে-সন্ধ্যা সাজানোর গল্প।
ঠোট ভেজানো ঠোটে,
খুজে নেওয়ার নতুন আলো,
তুমি আমার আগামীর স্বপ্ন,
একটা নতুন জীবনের সকাল'।
This was posted using Serey.io cross platform posting.