💦 ম্যান্ডেলা আর্ট 💦 --- দ্বিতীয় প্রচেষ্টা [ ১০% লাজুক খ্যাঁকের জন্য ]
হ্যালো বন্ধুরা
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
চাঁদের ম্যান্ডেলা আর্টঃ
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ " এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরেও নিজের অ্যাক্টিভিটিজ ধরে রাখতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন ব্লগ আপনাদের মাঝে তুলে ধরার।প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।সপ্তাহে প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে দ্বিতীয় বারের মত একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হলাম।হয়ত ভালো হয়নি তেমন কিন্তু আমার চেষ্টা থাকবে সর্বদা।চলুন দেখে নেই এই ম্যান্ডেলা আর্ট করতে আমার কি কি উপকরন লেগেছে।
প্রয়োজনীয় উপকরনঃ
১. সাদা কাগজ।
২.পেন্সিল ।
৩.জেল পেন
৪.কম্পাস
৫.স্কেল
৬.রাবার
কার্য প্রণালী
ধাপ-১
প্রথমে একটি বৃত্ত এঁকে নিলাম। এরপর তার মাঝ থেকে নিয়ে একটু বাইরে আড়াআড়ি একটি দাগ কেটে নিলাম।
ধাপ-২
এরপর মাঝের বিন্দু থেকে পাশে আর একটি বিন্দু দিলাম।ওই বিন্দু থেকে ছোট আর একটি বৃত্ত এঁকে নিলাম।
ধাপ-৩
এবার বাইরের দাগগুলো মুছে দিলাম।তারপর কলম দিয়ে চাঁদ এঁকে নিলাম।আর ভেতরে কম্পাস দিয়ে দাগ কেটে নিলাম।
ধাপ-৪
এরপর সবচেয়ে নিচের ঘরটিতে কলম দিয়ে গাঢ় করে এঁকে নিলাম।এরপর পর পর ডিজাইনগুলো আমি করে নিলাম।
ধাপ-৫
এরপর আমি এভাবে ডিজাইনগুলো এঁকে নিলাম।
ধাপ-৬
ইচ্ছেমত ডিজাইন করে আমি আমার চাঁদের ম্যান্ডেলাটি আঁকা শেষ করলাম।
ধাপ-৭
এরপর স্কেল দিয়ে লম্বা দাগ দিয়ে তারা এঁকে নিলাম।আর তারা গুলো গাঢ় করে নিলাম।
ধাপ-৮
এরপর নিজের নামটি লিখে আমার চাঁদের ম্যান্ডলাটিআঁকা শেষ করলাম।
উপস্থাপনাঃ
আশাকরি আমার আঁকা চাঁদের ম্যান্ডেলাটি আপনাদের কাছে ভালো লেগেছে।
পোস্ট বিবরন
| শ্রেণী | আর্ট |
|---|---|
| ডিভাইস | SamsungA20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| লোকেশন | ঢাকা |
আজকের আর্ট এ পর্যন্তই।ম্যান্ডেলা আর্ট আজ দ্বিতীয়বারের মত করলাম,ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আর কেমন লাগল তা কমেন্টে অবশ্যই জানাবেন।সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ সবাইকে
আমি শিমুল আক্তার। আমার ইউজার আইডি @shimulakter আমি একজন বাঙালি।বাংলায় লিখতে ও পড়তে পেরে অনেক বেশি ভাল লাগা কাজ করে আমার মধ্যে।গতানুগতিক কোন কাজ ই আমায় টানে না।সব সময় চেষ্টা করি নতুন কিছু করতে।বাংলাকে ভালবেসে "আমার বাংলা ব্লগ" এর সাথে আছি,থাকব আজীবন। অন্যের মতামতের মূল্যায়ন করি।মানুষকে ভালোবাসি,তাই চেষ্টা করি মানুষের উপকার হয় এমন কাজ করতে।



.jpeg)
.jpeg)


.jpeg)






.jpeg)
.jpeg)
.jpeg)







অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্টটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
আপু আপনার মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম। ধন্যবাদ আপনাকে।
আপু আপনি আজকে আমাদের মাঝে দ্বিতীয় বারের মত আপনার তৈরি একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট এর পুরো ধাপগুলো আপনি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন।চাঁদের ম্যান্ডেলাটি আমার কাছে বিশেষ করে অনেক ভালো। আসলে নিজের চেষ্টায় থাকলে সুন্দর করা সম্ভব দ্বিতীয়বার হোক আর প্রথমবার হোক। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
চাঁদের খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের আর্ট গুলো করার জন্য অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। নতুনভাবে শুরু করেছেন তারপরও এটা অনেক সুন্দর হয়েছে।
সুন্দর মন্তব্য পেয়ে ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।
চাঁদের ম্যান্ডেলা আর্ট --- দ্বিতীয় প্রচেষ্টা বাহ্ সত্যি অসাধারণ হয়েছে । আপনার হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধৈর্য সহকারে কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
সুন্দর মন্তব্য পেয়ে সত্যি ই খুব ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।
আপু, আপনার দক্ষতা দেখে তো অবাক হয়ে গেলাম। দ্বিতীয় প্রচেষ্টায় এত সুন্দর ম্যান্ডেলা এঁকেছেন যা দেখে বলার ভাষা হারিয়ে ফেলেছি। ম্যান্ডেলা অঙ্কনগুলো করতে অনেকটা ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়। আর সেই দক্ষতার বলে খুব নিখুঁত করে একটি চাঁদের ম্যান্ডেলা অঙ্কন সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপু, এত সুন্দর একটি চাঁদের ম্যান্ডেলা অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত সুন্দর মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো। অনেক দিন পর আপনাকে দেখলাম।ধন্যবাদ ভাইয়া।
আপনার প্রথম আর্ট টি যেমন সুন্দর ছিল। তেমন দ্বিতীয় আটটি খুবই ভালো হয়েছে। চাঁদের ম্যান্ডেলা আর্টটি দেখতে খুবই সুন্দর লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপু আপনার প্রথম আর্ট দেখতে যেমন সুন্দর ছিল তেমনি দ্বিতীয় আর্টটিও দেখতে অনেক সুন্দর লাগছে। ম্যান্ডেলা আর্ট আমার ভীষণ ভালো লাগে। একটা সময় অনেক আর্ট করতাম। কিন্তু এখন আর করা হয় না। যাইহোক আপনার এই সুন্দর আর্ট দেখে অনেক ভালো লেগেছে আপু। এভাবেই এগিয়ে যান। শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য ও রইলো শুভকামনা।
ম্যান্ডেলা আর্ট এমনিতেই অনেক ভালো লাগে আমার কাছে। প্রথম চেষ্টা থেকে দ্বিতীয় চেষ্টা আরো ভালো হয়েছে। আর্ট এমন একটা বিষয় যতো আর্ট করা যাবে ততটাই সুন্দর হয়।আপু এই আর্ট গুলো মার্কার দিয়ে করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আরো সুন্দর ভাবে ফুটিয়ে উঠেছে। তাছাড়া উপস্থাপনা থেকে শুরু করে সবকিছুই ভালো ছিল। ধন্যবাদ আপু আপনাকে।
হে পরবর্তীতে করার চেষ্টা করব।ধন্যবাদ ভাইয়া।
আপু আপনার ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ম্যান্ডেলা তৈরির প্রতিটি ধাপ গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।এটা দেখে দেখে যে কেউ সহজেই ম্যান্ডেলাটি আর্ট করতে সক্ষম হবে ধন্যবাদ আপনাকে আপু সুন্দর ম্যান্ডেলা পোস্টটি শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য পেলে কাজ করার উৎসাহ অনেক বেড়ে যায়। ধন্যবাদ আপু।