আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৭০ || " এগ,পটেটো,ক্যাপসিকাম ও নুডুলসের ক্রিসপি ফিঙ্গার রেসিপি "

in আমার বাংলা ব্লগ9 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে এখন বেশ ভালো আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি রেসিপি পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।

এগ,পটেটো,ক্যাপসিকাম ও নুডুলসের ক্রিসপি ফিঙ্গার রেসিপিঃ


photocollage_2025326192159644.jpg

20250326_175349.jpg

20250326_173056.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকে অনেকদিন পর একটি রেসিপি ব্লগ নিয়ে হাজির হলাম।আজকের রেসিপি ব্লগটি প্রতিযোগিতার জন্য। "আমার বাংলা ব্লগ" প্রতিনিয়ত নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।আর এখন যেহেতু রমজান মাস।তাই আমরা প্রতিদিনই নানা রকমের রেসিপি ইফতারে তৈরি করে থাকি।তাইতো এই সময়ে এই রকম একটি প্রতিযোগিতার আয়োজন দেখে না যুক্ত হয়ে থাকতে পারলাম না।বেশ কিছুদিন অসুস্থ ছিলাম।তাই অনেক দিন রেসিপি পোস্ট শেয়ার করা হয়নি।আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৭০ এর শেয়ার করো তোমার ইফতারের জন্য সেরা স্ন্যাকস রেসিপি।আমার তৈরি করা দারুন স্ন্যাকস রেসিপিটি নিয়ে আজ হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপিটি হলো "এগ,পটেটো,ক্যাপসিকাম ও নুডুলসের ক্রিসপি ফিঙ্গার রেসিপি।"ইফতারের সময় এই ক্রিসপি স্ন্যাকসটি খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল।আসুন আগে দেখে নেই এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল --

প্রয়োজনীয় উপকরনঃ

১.আলু - ১ টি
২. তেল -- আন্দাজ মতো
৩. ডিম- ২ টি
৪.মরিচের গুড়া - এক চামচ
৫.. লবন - আন্দাজ মতো
৬.পেঁয়াজ কুচি - ২ টি
৭.চাট মসলা -১ চামচ
৮.চালের গুঁড়া - ৩ চামচ
৯.কাঁচা মরিচ কুচি -২ টি
১০.ম্যাগি মসলা -২ প্যাকেট
১১.ময়দা - ৩/৪ চামচ
১২. ধনিয়া পাতা কুচি- ইচ্ছে মতো
১৩. ক্যাপসিকাম -হাফ
১৪.নুডুলস - ২ টি

20250326_161604.jpg

20250326_160103.jpg

20250326_160022.jpg

রান্নার ধাপ সমুহঃ

ধাপ -- ১


20250326_162416.jpg

প্রথমে আলু ও ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি।

ধাপ -- ২


20250326_162428.jpg

20250326_162436.jpg

20250326_162450.jpg

এরপর আলু ও ডিমের উপকরনের মধ্যে কুচি করা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম।

ধাপ -- ৩


20250326_162526.jpg

20250326_162542.jpg

20250326_162600.jpg

এরপর এক এক করে বাকি উপকরন গুলো দিয়ে দিলাম।

ধাপ -- ৪


20250326_162755.jpg

সব উপকরণ গুলো দিয়ে মিশ্রনটি মেখে নিলাম।

ধাপ -- ৫


20250326_163826.jpg

এরপর এক এক করে বানিয়ে নিলাম।

ধাপ -- ৬


20250326_164047.jpg

20250326_164054.jpg

20250326_164255.jpg

এরপর একটি ঘন ডো তৈরি করার জন্য ময়দা,ম্যাগি মসলা ও সামান্য লবন দিয়ে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি ঘন ডো তৈরি করে নিলাম।

ধাপ -- ৭


20250326_164315.jpg

20250326_165807.jpg

এবার একটি একটি করে নিয়ে ডোতে ডুবিয়ে নুডুলসের মধ্যে গড়িয়ে রেখে দিলাম।

ধাপ -- ৮


20250326_172223.jpg

20250326_173317.jpg

এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে এক এক করে ভেজে নিলাম।

পরিবেশন


20250326_175426.jpg

20250326_175349.jpg

20250326_173056.jpg

20250326_173354.jpg

পোস্ট বিবরন


শ্রেনিরেসিপি
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানবাংলাদেশ

আজ আর নয়।এই রেসিপিটি আশাকরি আপনাদের কাছে ও খুব ভাল লেগেছে।আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

20250326_154347.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

অনেক মজার রেসিপি তৈরি করলেন প্রতিযোগিতা উপলক্ষে দেখেই তো খুব ভালো লাগলো। ইফতারের সময় কিন্তু এরকম মজাদার রেসিপিগুলো খুব ভালো লাগে খেতে। গরম গরম খেতে বেশি ভালো লাগবে। দেখে বোঝাই যাচ্ছে এটা খেতে খুব ভালো লেগেছিল।

 9 months ago 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য অনেক অনেক অভিনন্দন। বেশ মজার একটি রেসিপি তৈরি করেছেন প্রতিযোগিতার জন্য। এ ধরনের রেসিপি ইফতারের সময় খেতে বেশ ভালো লাগে। যদিও ভাজা পোড়া ইফতারিতে না খাওয়াই ভালো। কিন্তু বাঙ্গালীর ইফতার পূর্ণতা পায় না ভাজাপোড়া রেসিপি ছাড়া। ধন্যবাদ মজার রেসিপিটি শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনি এগ,পটেটো,ক্যাপসিকাম ও নুডুলসের ক্রিসপি ফিঙ্গার রেসিপি তৈরি করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনার তৈরি করা রেসিপি গুলো অসাধারন হয়েছে আপু।এসব রেসিপি ইফতার করার জন্য একদম বেস্ট। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 9 months ago 

আলু এবং নুডুলস দিয়ে ক্রিসপি ফিঙ্গার টা দারুণ তৈরি করেছেন আপু। বেশ চমৎকার উপস্থাপন করেছেন আপনি রেসিপি টা। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার কর নেওয়ার জন্য।।

 9 months ago 

এত সুন্দর একটা রেসিপি দেখিয়ে তো লোভ লাগিয়ে দিলেন আপু। ইফতারের সময় এই মচমচে ভাজাপোড়া খেতে খুবই ভালো লাগে। তবে এগুলো যদিও সচরাচর তৈরি করা হয় না প্রতিযোগিতার জন্য আসলে ইউনিক কিছু তৈরি করতে খুবই ভালো লাগে। আশা করি পরিবারের সবাই অনেক মজা করে খেয়েছে।

 9 months ago 

আজকে আপনি এত সুস্বাদু একটি রেসিপি শেয়ার করে তো একেবারে লোভ লাগিয়ে দিলেন। যেভাবে আপনি আজকে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুস্বাদু মনে হচ্ছে৷ তেমনি এখানে রেসিপি তৈরি করার ধাপগুলো খুব সুন্দরভাবে শেয়ার করেছেন। এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে আজকের প্রতিযোগিতায় অংগ্রহন করেছেন দেখে খুব ভালই লাগছে৷ আশা করি এটি অনেক সুস্বাদু হবে৷ আমি অবশ্যই এই রেসিপি তৈরি করার চেষ্টা করব৷