মুঠো ফোনে ধারণকৃত কিছু রেন্ডম ফটোগ্রাফি

in Incredible India2 years ago (edited)

IMG_20230428_064718.jpg

হ্যালো বন্ধুর,

আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ,
হিন্দু ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য আদাব,
এবং অন্যান্য ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য শুভকামনা রইল।

আশা করি সকলেই ভাল আছেন।
মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং
আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি।

বরাবরের এর মতো আজকেও আপনাদের মাঝে এসেছি নতুন একটি ব্লগ পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মুঠো ফোন ধারণ কৃত কিছু ফুলের ফটোগ্রাফি।আশা করি আপনাদের সকলেরই আমর আজকের পোস্ট ভালো লাগবে।

IMG_20230428_064805.jpg

মূলত আজকের পোস্টটি আপনার বাড়ির আঙিনায় লাগানো ফুল গাছ থেকে তুলে একটি ফুল নিয়ে।আগেও আমার অনেক পোস্ট এ আমি বলেছিলাম আমার বাড়ির আঙ্গিনায় অনেক ফুল গাছ লাগিয়েছি আমি প্রায় সব ধরনেরই ফুল গাছ লাগানো শেষ আমর বাড়ির আঙিনায়।তাই বিভিন্ন মৌসুমে আমার বাড়ির আঙিনায় বিভিন্ন ফুল দ্বারা ভরপুর থাকে ।যেহেতু প্রায় সব ধরনেরই ফুলের গাছ লাগিয়েছি।

IMG_20230428_064732.jpg
এই মৌসুমে গন্ধরা ও বেলি ফুল ফুটে থাকে আমার বাড়ির আঙিনা এই দুই জাতের ফুল গাছ ও লাগানো আছে আর আজকে আমি আপনাদের মাঝে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।

IMG_20230428_064732.jpg

ছবিতে যে ফুল টি দেখতে পারতেছেন সেটিকে আমাদের এখানে সবাই গন্ধরাজ ফুল বলেই চিনে।ফুলের নাম শুনেই হয়তো কিছুটা আন্দাজ করতে পারতেছেন যে ফুলটি হয়তো অনেক সুগন্ধ যুক্ত যদি এটাই ভেবে থাকেন তাহলে আপনার ভাবনা সম্পূর্ণ রূপে ঠিক ফুলটি নামেও যেমন গন্ধরাজ কাজেই তেমন ।এই ফুল অনেক সুগন্ধ ফুলের গাছের পাস দিয়ে যাইতেই দূর থেকেই এই ফুলের ঘ্রাণ পাওয়া যায়।বাতাসে এই ফুলের ঘ্রাণ ভেসে বেড়ায়।

IMG_20230428_064817.jpg

এই গাছ এ এক সাথে অনেক ফুল ধরে থাকে আর ফুলগুলো ধবধবে সাদা বর্ণের হয়ে থাকে যা আপনার ছবিতে দেখতে পারতেছেন।

IMG_20230428_064749.jpg
এই ফুলটিকে কলি অবস্থায় ঠিক এরকম দেখতে কলি অবস্থায় থাকতে এই ছব টি তুলা হয়েছে।
এইফুলের কলি বেশ বড় আকৃতির হয়ে থাকে এবং সবুজ বর্ণের আবরণ দ্বারা বেস্থিত থাকে।যা আপনার ছবিতে দেখতে পারতেছেন।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি
আর বেশি কিছু লিখছি না।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি

সকলকে ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

ফুলটি অনেক সুন্দর আজকেই প্রথম দেখলাম গন্ধরাজ ফুল ৷ এই ফুলটি সাদা দেখতে অনেক সুন্দর আবার পাপড়ি গুলো সাদা ফুলটিকে ঘিরে এই পাপড়ি গুলো রয়েছে ৷ যার জন্য এই ফুলটি এত সৌন্দর্য সৃষ্টি করতেছে ৷

এই ফুলের সবাস নাকি অনেক দুর পর্যন্ত যায় এবং এই গন্ধরাজ ফুল দিয়ে তৈল তৈরি করা হয়ে থাকে ৷

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ৷

#miwcc

Loading...
 2 years ago 

আপনার মুঠো ফোন থেকে ধারণ করা প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে পাশাপাশি আজকে আপনি যে ফুলটি ব্যবহার করেছেন এই ফুলটি আমার সত্যিই এর আগে দেখা ছিল না আজ আপনার পোষ্টের মাধ্যমে গন্ধরাজ ফুল দেখে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

#miwcc