Steem Bangladesh Contest : Craft & Food
আসসালামু-আলাইকুম
আশাকরি আপনারা সকলেই ভালো আছেন।মহান সৃষ্টিকর্তার রহমতে আমি ও ভালো আছি।@steem-bangladesh কতৃক নিয়মিত আয়োজিত @Steem Bangladesh Contest : Craft & Food প্রতিযোগিতায় আজ আমি আবার উপস্থাপন করতে যাচ্ছি একটি নিজস্ব ক্রাফট। আশা করি সকলের ভালো লাগবে।
location:MVJ4+67J Digharan
নিজস্ব নৈপুণ্য সবার সাথে ভাগাভাগি করার আনন্দটাই বিশাল।তাই বরাবরের মতো আবার নতুন ক্রাফট তৈরি করে ফেললাম।
এখন আমি আপনাদের দেখাব কিভাবে আমি এই ক্রাফটটি তৈরি করেছি।এর ধাপ গুলো এক এক করে বিবরণ সহ নিচে দেয়া হলোঃ
এক টুকরো কাগজ চাঁদার মতো করে কেটে নেই,এর আকৃতি যেমন হবে তেমনি ফুলের আকৃতি ও এর উপর নির্ভরশীল হবে।তাই আপনি কেমন আকৃতির ক্রাফট তৈরি করবেন তা এটা কাটার আগেই সিদ্ধান্ত নেয়া লাগবে।
চাঁদার মতো কাগজের অংশ কে গোল করে কেটে নেই।কাটার পরে তা গোল করি এবং আঠা দিয়ে একত্রে যুক্ত করি।
একই ভাবে অন্যান্য রং এর কাগজ গুলো কেটে তা গোল করি এভাবে।নীল রং টা সব সময় ফুটে ওঠে।
সব রং গুলো একত্রে করে বেশ ভালোই লাগে।এক একটা ফুল এর অংশ গুলো নিদৃষ্ট ২ টি রং দ্বারা ভাগ করে নেই।
এবার ফুল বানানোর জন্য নীল ও অন্য রং এর কাগজ গুলো চার কোণা করে কাটি।যা চর্তুরভূজ এর মতো হবে।এই অংশ টুকু অনেক গুরুত্বপূর্ণ, কেননা এর কাটা অংশ ই পরবর্তীতে ফুলের আকৃতিতে রুপান্তরিত হবে।
চার কোণা কাগজটিকে ফুলে রুপান্তরিত করার পরে অসাধারণ লাগে।কাগজটি ফুলে রুপান্তরিত হওয়ার পরে তার মাঝে পুথির মতো কিছু বসিয়ে দেই।আমি এখানে সোলার অংশ ব্যবহার করেছি,যা নিজস্ব সুবিধার জন্য।
ফুল আকৃতির গোল অংশ গুলো সুতার সাথে একটার পরে আর একটা যুক্ত করি।সুতার যে অংশে ফুল গুলো আটকানোর চেষ্টা করবো সেখানে ছোট করে গিট দিয়ে দিতে পারি এবং প্রতিটা ফুল একই দূরত্বে রাখার চেষ্টা করি।
একটি শক্ত কাগজ কেটে গোল করি, আমি কিছুটা ব্যতিক্রম করার জন্য এর সাইজটা কিছুটা লম্বা করেছি।
@steem bangladesh কমিউনিটিতে তাদের নানান ধরনের অসাধারণ কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি
@arifulislamabir
@jakir3
@tapu333
@anderson7
কে।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
সুন্দর ক্রাফট তৈরি করেছেন ভাই আপনি এবং সবকিছু বিস্তারিত উপস্থাপন করেছেন ধন্যবাদ।
ধন্যবাদ ভাই
অসাধারণ একটি ক্রাফট তৈরি করেছেন। আমার ভালো লেগেছে আপনার তৈটি ক্রাফটটি।
ধন্যবাদ ভাইয়া, ইনশাআল্লাহ সামনে আর ও ভালো ক্রাফট তৈরি করার চেষ্টা করব
অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করছেন। আর তৈরি করা ওয়ালমেট ধাপে ধাপে বর্ণনা দিয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।।
ধন্যবাদ ভাইয়া পাশে থাকবেন 🥰
প্রতিটি ধাপের ছবিগুলো সুন্দর ছিল। এটি কি আপনার নিজের আইডিয়া থেকে বানিয়েছেন? খুবই সুন্দর হয়েছে ক্রাফট।