আসসালামু-আলাইকুম/আদাব।
প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি বাঁশের বেত দিয়ে একটি ঘোড়া তৈরি করেছি এবং এটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আমি এই ঘোড়াটি তৈরির পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
🐎বাঁশের বেত দিয়ে ঘোড়া তৈরি:🐎
Cemera: Oppo-A12.
বাঁশের বেত দিয়ে সুন্দর একটি ঘোড়া তৈরি করেছি। এই ঘোড়াটি তৈরি করতে আমার মোটামুটি ভালই পরিশ্রম হয়েছে। তবে ঘোড়াটি দেখতে খুব সুন্দর হয়েছে। নিত্য নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি বাঁশের বেত দিয়ে এই সুন্দর ঘোড়াটি তৈরি করেছি।
বাঁশের বেত দিয়ে ঘোড়াটি তৈরি করেতে যা প্রয়োজন এবং কিভাবে এটি বানিয়েছি তা নিচে বিস্তারিত আলোচনা করলাম।
প্রয়োজনীয় উপকরণ:
১) তিনটি বাঁশের বেত।
২) কাটার জন্য একটি দা।
বাঁশের বেত দিয়ে ঘোড়া তৈরির ধাপসমূহ নিম্নরূপ:
🎠ধাপ-১🎠
Cemera: Oppo-A12.
আমি বাঁশের বেত দিয়ে ঘোড়া তৈরীর জন্য প্রথমে তিনটি বেত সমানভাবে পাতলা করে কেটে নিয়েছি। আমার ঘোড়া তৈরীর জন্য যেহেতু তিনটি বেতের প্রয়োজন তাই আমি তিনটি বেত খুব সুন্দর ভাবে কেটে পাতলা করে নিয়েছি
🎠ধাপ-২🎠
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার আমি তিনটি বেত দিয়ে ঘোড়া তৈরীর জন্য ছবির ন্যায় ভাঁজ করে নিয়েছি। খুব সাবধানতার সাথে ঘোড়া তৈরি করার জন্য বাঁশের তৈরি বেত ভাঁজ করে নিয়েছি।
🎠ধাপ-৩🎠
Cemera: Oppo-A12.
আমি আমার বাঁশের তৈরি ঘোড়াটির পিঠের অংশ তৈরি করার জন্য বেশ কিছুদূর পর্যন্ত একইভাবে ভাঁজ করে নিয়েছি। এখানে খুব সাবধানে কাজ করেছি কারণ বাঁশের তৈরি বেতগুলো যাতে ভেঙে না যায়।
🎠ধাপ-৪🎠
Cemera: Oppo-A12.
ঘোড়ার পিঠের অংশ তৈরি করা হয়ে গেলে আমি খুব সাবধানে মুখের অংশ তৈরি করার জন্য হাতের কৌশলে ভাঁজ করে ছবির ন্যায় ঘুরিয়ে নিয়েছি। এখানে আমি খুব সাবধানতার সাথে এবং দক্ষতার সাথে কাজ করেছি।
🎠ধাপ-৫🎠
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
আমি ঘোড়াটির মুখের অংশ তৈরি করে নিয়েছি। আমি খুব সাবধানে ঘোড়ার মুখের অংশ তৈরীর কাজ করেছি। আমি খুব সফল ভাবে ঘোড়ার মুখ তৈরি করতে সক্ষম হয়েছি।
🎠ধাপ-৬🎠
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এরপর আমি ঘোড়ার মাথা তৈরি করা শেষ হয়ে গেলে খুব সাবধানতার সাথে বাঁশের বেতের বাড়তি অংশটুকু কেটে নিয়েছি। আমি ধারালো দা এর সাহায্যে বাঁশের বেতের বাড়তি অংশ কেটে নিয়েছি।
🎠ধাপ-৭🎠
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এভাবে আমি ঘোড়াটির বাড়তি অংশ কেটে নিয়েছি। এবার ঘোড়াটি দাঁড়িয়ে থাকার জন্য বাঁশের বেত দিয়ে তৈরি পায়ের অংশ হাত দিয়ে চেপে ফাঁকা করে নিয়েছি। এর ফলে আমার বাঁশের তৈরি ঘোড়া দাঁড়াতে সক্ষম হয়েছে।
🎠ধাপ-৮🎠
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এরপর আমি বাঁশের পাতলা অংশ দিয়ে ঘোড়ার লেজ তৈরি করার চেষ্টা করেছি। আমি ঘোড়ার লেজ তৈরি করার জন্য বাঁশের পাতলা অংশ সমান ভাবে কেটে নিয়েছি। এবার আমি খুব সাবধানতার সাথে বাঁশের পাতলা অংশ দিয়ে তৈরি লেজ আমার বাঁশের তৈরি ঘোড়ার লেজের পিছনের অংশের বেতের ভিতর ঢুকিয়ে দিয়েছি।
🎠শেষ ধাপ🎠
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
অবশেষে আমি বাঁশের বেত দিয়ে ঘোড়াটি তৈরি করতে সক্ষম হয়েছি। এই ঘোড়াটি তৈরি করতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগেছে। এবং আমি খুব সাবধানে এই ঘোড়াটি তৈরি করেছি। এরপর আমি ঘোড়াটিকে উপস্থাপনের জন্য প্রস্তুত করেছি।
আমার এই উপরের ধাপগুলো দেখে আপনারা বাঁশের বেত দিয়ে এই সুন্দর ঘোড়াটি তৈরি করতে পারবেন। আমি খুব ভালো কিছু বানাতে পারি না। তবে আমি চেষ্টা করি নিত্য নতুন কিছু তৈরি করার। আমি আবারও নতুন কিছু তৈরি করে আপনাদের মাঝে হাজির হবো।
💝 ধন্যবাদ সকলকে। 💝
Wow ভাই আপনি খুব সুন্দর ভাবে এটা তৈরি করেছেন।সেই সাথে জড়িয়ে যাওয়া একটি ঐতিহ্যের ব্যাবহার তুলে ধরেছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
বাহ! বাশেঁর বেত দিয়ে খুবই চমৎকার ঘোড়া বানিয়েছেন তো আপনি। যা আমি আগে কখনো দেখিনি সত্যি অসাধারণ হয়েছে । শুভকামনা আপনার। জন্য♥
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
সুন্দর প্রতিভা! এই রকম একটি কাজ আমি প্রথম দেখলাম, পরিশ্রম এবং বুদ্ধি খাটিয়ে দারুণ কাজ করেছেন৷ সুন্দর করে সাজিয়েছেন আপনার পোস্টটি আমি প্রশংসা করছি আপনার এই পোস্টের ভাই।
এত সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।
আপনাকে স্বাগতম ভাইজান ❤️
অনেক সুন্দর হয়েছে ভাইয়া, দারুণ আইডিয়া।বিশেষ করে মেয়েরা একবার দেখেই এটি বানাতে পারবে চুলের মতো বিনুনি করে।ধন্যবাদ ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
অনেকদিন পর এরকম ঘোড়া তৈরি করা দেখলাম, দেখে অনেক ভালো লাগলো। যাইহোক আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাইয়া।
আপনি বাঁশের বেত দিয়ে খুবই সুন্দর ঘোড়া তৈরি করেছেন ।ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার ঘোড়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি মনোযোগ সহকারে দেখার জন্য।
বাঁশের বেত দিয়ে অনেক পরিশ্রম করে আপনি ঘোড়া বানিয়েছেন যা দেখতে সত্যিকারের ঘোড়ার মতোই লাগছে। ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ আপু।
আপনার ঘোড়া তৈরি করে diy পোস্ট টি সত্যি অসাধারণ হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা রইলো ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।
আরে চমৎকার তো। ইউনিক একটা কাজ। বেশ ভালো লাগলো দেখে। শুভকমনা রইলো
ধন্যবাদ ভাইয়া।