আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি
@shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। কয়েকদিন থেকে ব্যস্ততার মধ্যে সময় কেটে যাচ্ছে। পোস্ট করার সময় হচ্ছিল না। অবশেষে ভাবলাম একটি ভ্রমণ পোস্ট শেয়ার করবো। মেলায় ভ্রমণ করতে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা এবার চলুন মেলায় ভ্রমণের শেষ পর্ব দেখে নেয়া যাক।
মেলায় ভ্রমণ শেষ পর্ব:
Cemera: Oppo-A12.
Location
ভ্রমণ করতে আমাদের সবারই অনেক ভালো লাগে। বিশেষ করে মেলায় ভ্রমণ করতে আমরা সকলেই পছন্দ করি। কিছুদিন আগে মেলায় ভ্রমণ করেছিলাম। আমার বাসা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে মেলা অনুষ্ঠিত হয়েছিল। আর সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। এত সুন্দর মেলায় ভ্রমণ করেছি আর শেয়ার করবো না সেটা হতে পারে না। তাই আমি ইতিমধ্যে মেলায় ভ্রমণের কয়েকটি পর্ব শেয়ার করেছি। আর প্রত্যেকটা পর্বে আমি মেলায় ভ্রমণের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরেছি।
Cemera: Oppo-A12.
Location
মেলায় ভ্রমণ করতে যেমন ভালো লাগে তেমনি সুন্দর সময় কাটাতে ভালো লাগে। আর যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে মেলায় ভ্রমণ করতে গিয়েছিলাম তাই বিভিন্ন রকমের আলোকসজ্জা এবং হালকা অন্ধকারে সবকিছু দেখতে ভালো লাগছিল। আমি তো ঘুরাঘুরি করে সবকিছুই দেখছিলাম এবং উপভোগ করছিলাম। এরকম সুন্দর জায়গাগুলোতে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়।
Cemera: Oppo-A12.
Location
মেলার ভেতরের অংশ থেকে যখন মেলার গেট দেখছিলাম তখন অনেক ভালো লাগছিল। দূর থেকেই ছবিটা তোলার চেষ্টা করেছিলাম। মেলার গেট অনেকদিন আগে থেকেই সাজানো হয়। তাই এই গেট দেখতে খুবই ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লেগেছে। হালকা সাজসজ্জার মাঝেও অন্য রকমের সৌন্দর্য ছিল। খুবই ভালো লেগেছে মেলায় প্রবেশ গেটের ডেকোরেশন।
Cemera: Oppo-A12.
Location
অনেকটা সময় সেখানে কাটিয়েছিলাম। এরপর যখন সন্ধ্যা হয়ে এসেছে তখন ভাবলাম সেখান থেকে ফিরে যাবো। টুকিটাকি কিছু জিনিস কেনা হয়েছিল। আর ফেরার সময় আবারো ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম। যখন প্রবেশ করেছিলাম তখন বিকেলবেলা ছিল। আর সন্ধ্যার সময় যখন বেরিয়ে আসছিলাম তখন বিভিন্ন রকমের লাইটিং জ্বলে উঠেছিল। দেখতে ভালোই লাগছিল।
Cemera: Oppo-A12.
Location
মেলার গেটের বাইরে বের হওয়ার পর যখন হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম তখন নদীর কাছাকাছি গিয়ে ব্রিজের উপর কিছু সময় কাটিয়েছিলাম। আর হঠাৎ করেই চোখ পরলো গোধূলির সৌন্দর্যের দিকে। মেলায় ভ্রমণ শেষ করে বাড়ি ফেরার পথে এই গোধূলির সৌন্দর্য উপভোগ করেছিলাম। একসাথে দুটি কাজ হয়ে গেছে। একদিকে মেলায় ভ্রমণ করেছিলাম অন্যদিকে গোধূলির সৌন্দর্য উপভোগ করেছিলাম।
এই ছিল আমার মেলায় ভ্রমণের পর্বগুলো। ধীরে ধীরে প্রত্যেকটা পর্বের মাধ্যমে আমি মেলায় ভ্রমণের মুহূর্তগুলো শেয়ার করেছি। আর দেখতে দেখতে আজকে শেষ পর্ব শেয়ার করলাম। তো বন্ধুরা আমার এই পোস্ট আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।
🥀ধন্যবাদ সকলকে।🌹

আমি মো: স্বপন। আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার এই মেলায় ভ্রমণের বেশ কয়েকটা পর্ব দেখেছিলাম। আজকে শেষ পর্ব টা শেয়ার করেছেন। মেলার এই গেটটা আগেও দেখেছিলাম। গেট টা ভীষণ সুন্দর। সন্ধ্যার দিকে সবকিছু এরকম লাইটিং করা থাকলে অন্যরকম ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপনার কাটানো মুহূর্তগুলো শেয়ার করার জন্য।
মেলার আয়োজন অনেক সুন্দর ছিল আপু। প্রতিটি পর্ব আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপু।
মেলায় ভ্রমণ করতে কার কাছেই না ভালো লাগে। আমি তো অনেক বেশি পছন্দ করি মেলায় ঘুরাঘুরি করতে। আজকে আপনি মেলায় ঘুরাঘুরি করার শেষ পর্ব টা অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ঘুরাঘুরি করার সময় আপনি মেলা থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফিও করেছেন। আপনার ঘুরাঘুরি করার মুহূর্তটার পাশাপাশি ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে।
মেলায় ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে। আমি মনে করি মেলায় ভ্রমণ করতে সবাই অনেক পছন্দ করেন। দারুন সময় কাটিয়েছিলাম আপু।