শৈশব স্মৃতি- শীতকালের শৈশব স্মৃতি||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি শৈশব স্মৃতি নিয়ে একটি পোস্ট সবার মাঝে শেয়ার করবো। শৈশব স্মৃতি নিয়ে লিখতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা এবার চলুন দেখে নেয়া যাক আমার আজকের পোস্ট।
শীতকালের শৈশব স্মৃতি:

শীতকালের শৈশব স্মৃতি গুলো অনেক মধুর ছিল। বর্তমানে শীতকাল প্রায় এসে গেছে। হালকা শীত লক্ষ্য করা যাচ্ছে। আর এই শীতের মধ্যেই শৈশবের আনন্দ গুলোর কথা অনেক বেশি মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় যখন শীতের সময় আসতো তখন অনেক আনন্দ করতাম। সকালবেলায় সবাই একত্র হয়ে খড়কুটো দিয়ে আগুন জ্বালাতাম। খড়কুটোর আগুন যতক্ষণ জ্বলতো ততক্ষণ সবাই ঘিরে ধরে থাকতাম আর আগুন পোহাতাম। সেই সুন্দর স্মৃতিগুলো এখনো মনে পরে।
যতক্ষণ পর্যন্ত আগুন জ্বলতে থাকতো ততক্ষণ পর্যন্ত সবার ভিড় সেখানে থাকতো। এর মাঝে চলতো নানান রকমের গল্প, আড্ডা। স্কুলে যাওয়ার আগ পর্যন্ত সেই আড্ডা যেন ভাঙতোই না। আগুন নিভে নিভে একদম যখন ছাই হয়ে যেত তখন আড্ডা ভেঙ্গে যেত। যে যার মত চলে যেতাম স্কুলে। স্কুল থেকে ফিরে গোসল করে আবার চলে যেতাম রোদ পোহাতে। খোলা ময়দানে কিংবা খোলা জায়গা গুলোতে রোদ পোহাতে খুবই ভালো লাগতো। ছোটবেলার সেই রোদ পোহানোর আনন্দ গুলো এখনো মনে পড়ে।
আমার সবচেয়ে বেশি মনে পড়ে খড়কুটোয় আগুন জ্বালিয়ে এরপর খড়কুটোর আগুনে জলপাই, টক বড়ই এগুলো পুড়ে খাওয়ার স্মৃতিগুলো। সেই খড়কুটোর ধোঁয়ায় জলপাই পুড়ে খাওয়ার মজাটাই অন্যরকমের ছিল। আসলে ছোটবেলার সেই আনন্দগুলো এখন খুঁজে পাই না। এখন শীতকাল আসে আবারো চলে যায় কিন্তু খড়কুটোয় আগুন পোহানো হয় না। কিংবা খড়কুটোর আগুনে জলপাই, টক বড়ই এগুলো পুড়িয়ে খাওয়াও হয় না।
শৈশবের শীতের স্মৃতিগুলো অনেক মধুর ছিল। মোটা মোটা সোয়েটার, হাত মোজা আর মাথায় পড়ানো হতো মানকি টুপি। কোন এক সময় তো মানকি টুকি দেখলেই দৌড়ে চলে যেতাম। সেই টুপিগুলো পরতে আমার কাছে জানি কেমন লাগতো। মুখটা শুধু বেরিয়ে থাকতো। কিন্তু মা তো আর ছাড়তেন না। জোর করে টুপি পরিয়ে দিতেন। আমিও আবার কম নয় মায়ের কাছ থেকে দূরে চলে গেলেই টুপি খুলে ফেলতাম। আসলে ছোটবেলায় শীতের আবহাওয়া অতটা বুঝতে পারতাম না। সময়টা উপভোগ করতাম আর আনন্দ করতাম। শৈশবের এই সুন্দর স্মৃতি সবার মাঝে শেয়ার করতে খুবই ভালো লাগলো। তো বন্ধুরা আমার আজকের পোস্ট আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার শৈশবের শীতকালের সাথে আমার শৈশবের শীতকালের বেশ কিছু টা মিল রয়েছে। আসলে আমরা এখন শৈশবের শীতকাল কে অনেক অনেক মিস করি। এখন ও ইচ্ছে করে শৈশবের ওই দিন গুলোর মধ্যে ফিরে যেতে। শীতকালে গ্ৰামের ছেলেদের সাথে আড্ডা, গল্প, আগুন জ্বালিয়ে আগুন পোহানো ইত্যাদি কে অনেক অনেক মিস করি।
আমার জীবনের শীতকালের সাথে আপনার জীবনের শীতকালের মিল রয়েছে জেনে খুবই ভালো লাগলো ভাই। শৈশবের দিন গুলো অনেক মিস করি।
এইতো ভাইয়া দেখতে দেখতে শীতের সময় চলে এসেছে। আর আপনি তাই খুবই সুন্দর করে শৈশবের সেই শীতের অনুভূতি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ভাইয়া ছোটবেলার এই স্মৃতিগুলো আজও আমাদের যেন উঁকি দিয়ে যায়। তবে আপনার ছোটবেলার স্মৃতি গুলো জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
দেখতে দেখতে শীত চলে এসেছে। শীতের সময় বিভিন্ন রকমের স্মৃতিগুলো বারবার মনে পরে যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ।
খরকুটো সংগ্রহ করে আগুন জ্বালিয়ে আড্ডা তো অনেক দিয়েছি ছোটবেলা। কিন্তু সেই আগুনে কখনও জলপাই বড়ই এগুলো পুড়িয়ে খাইনি। ছোটবেলার শীতকালের স্মৃতি এখন অনেক মনে পড়ে। চমৎকার লাগল আপনার পোস্ট টা ভাই। সত্যি বেশ দারুণ লিখেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
জলপাই, বড়ই এগুলো পুড়ে খেতে খুবই ভালো লাগতো। মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
ছোটবেলার চমৎকার সুন্দর স্মৃতি শেয়ার করেছেন ভাইয়া।আসলে ছোটবেলার স্মৃতিগুলো কখনো ভোলা যায় না।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
ছোটবেলার স্মৃতিগুলো অনেক মধুর ছিল। দিনগুলোর কথা এখনো অনেক মনে পড়ে যায় আপু।
ছোটবেলার স্মৃতিগুলো অনেক মধুর ছিল। দিনগুলোর কথা এখনো অনেক মনে পড়ে যায় আপু।
শৈশবের স্মৃতি কখনো ভোলা যায় না। শীতকাল মানেই এক অন্যরকম অনুভূতি ব্যাডমিন্টন খেলা। সবচেয়ে বড় অনুভূতি সেটা হচ্ছে শীতের পিঠা খাওয়া সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাইয়া।আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু শৈশবের দিনগুলো ভুলার মত নয়। অনেক সুন্দর ছিল দিনগুলো। মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
শীতকালের শৈশব স্মৃতি গুলো মনে পড়লে খুবই ভালো লাগে। ইচ্ছে করে সেই শৈশবে ফিরে যেতে। শীতকালে বাড়ির উঠানে আগুন পোহাতে খুবই ভালো লাগতো। তাছাড়া খেজুরের রস খেতে তো আরও বেশি ভালো লাগতো। বেশ ভালো লাগলো আপনার শীতকালের শৈশব স্মৃতি পড়ে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।