খারাপ সময়

in Incredible India2 months ago

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো: খারাপ সময়।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:

guy-2617866_1280.jpg
Source

এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবন চলমান। সবাইকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। সবাই যেমন এই পৃথিবী থেকে চলে যাব, ঠিক তেমনি এই পৃথিবীতে বেঁচে থাকার জন্যও ভালো এবং খারাপ সময় দুটোই আসে। তবে সেটা নির্ভর করে পরিস্থিতির উপর। ভালো এবং খারাপ সময় দুটোই কখন মানুষের জীবনে আসবে তা বলা মুশকিল।

তবে দেখা যায় সাধারণত ভালো সময় মানুষের জীবনে খুব কম সময় আসে। কারণ বর্তমান সমাজ আমাদের জন্য এতই খারাপ হয়ে দাঁড়িয়েছে যা বলার মত নয়। এজন্য দেখা যায় মানুষের জীবনে ভালো সময়ের থেকে খারাপ সময় বেশি আসে। তবে আমার নিজের ব্যক্তিগত মতামত অনুযায়ী মনে হয়, ভালো সময়ের থেকে মানুষের জীবনে খারাপ সময় আসাই ভালো।

woman-5718089_1280.jpg
Source

সত্যি কথা বলতে খারাপ সময় মানুষের জীবন বদলেও দিতে পারে। কারণ খারাপ সময়ের অভিজ্ঞতা থেকে মানুষ তার নিজের পরিবর্তন করতে পারে। খারাপ সময় একজন আরেকজনকে চিনতে শেখায়। বর্তমান সময়ের মানুষগুলো বড়ই অদ্ভুত। কারণ তাদের প্রত্যেকের ভিতরে একরকম আর বাইরে এক রকম রূপ। আমিও ঠিক বেশ কয়েকদিন থেকে আমার নিজের পারিবারিক সমস্যা।

নিজের পার্সোনাল সমস্যার কারণে বেশ কয়েকদিন থেকে মানসিক চাপের মধ্যে দিন পার করতেছি। আমার মনে হয় মানসিক টেনশনের থেকে আর বড় কোন খারাপ সময়ে হতে পারেনা। কারণ এই খারাপ সময়ে মানুষ একদম থমকে যাওয়ার মতো থমকে যায়। তবুও আল্লাহতালার কাছে ভরসা রেখেছি তিনি আবার সবকিছু ঠিক করে দিবেন।

girl-1822702_1280.jpg
Source

কিন্তু আমার মনে হয় একটা মানুষের খারাপ সময়ে বা মানসিক চাপের সময় একজন আরেকজনকে পাশে থেকে সাপোর্ট দেওয়াটাই সবথেকে বড় কথা। খারাপ সময় কখনো মানুষের কাছে বলে আসেনা।

খারাপ সময় আছে বলেই মানুষ এই পৃথিবীতে বেঁচে আছে। কারণ মানুষ যদি সব সময় সুখের মাঝে থাকতো তাহলে হয়তো আল্লাহতালার ইবাদত করতেও ভুলে যেত। সেই সাথে একজন আরেকজনের সাথে কখনো এই সমাজে একসাথে চলাফেরা করত না।

প্রতিটি মানুষের জীবন বড়ই অদ্ভুত। আজকে যে আপনার সাথে ভালোভাবে কথা বলতেছে কালকে আপনার সাথে সে আবারো ভালোভাবে কথা বলবে কিনা তার কোন নিশ্চয়তা নেই। এজন্য সব সময় বলবো খারাপ সময় মানুষকে চিনতে শেখায়। এজন্য প্রতিটি মানুষের জীবনে একবার হলেও খারাপ সময় আসাটা প্রয়োজন।

dark-1869803_1280.jpg
Source

সর্বশেষ একটা কথাই বলবো খারাপ সময় আসবে বলেই কখনোই থমকে থাকা উচিত নয়। খারাপ সময়ের অভিজ্ঞতা নিয়েই থমকে না থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।তাহলেই হয়তো জীবনে সফলতা অর্জন করা যাবে।

আমিও বেশ কয়েকদিন থেকে ঝামেলার মাঝে দিন পার করতেছি। কিন্তু আল্লাহতালার কাছে এখনো ভরসা রেখেছি তিনি আমাকে একদিন না একদিন সফলতা দিবেই। তাই সর্বশেষ বলা যায়, খারাপ সময় মানেই মানুষের জীবনের নতুন অভিজ্ঞতা।

ধন্যবাদ

Sort:  
Loading...
 2 months ago 

খারাপ সময়ে ধৈর্য্য ধরে রাখলে ভালো সময় একদিন না একদিন অবশ্যই আসবে। ভালো সময়ের পর খারাপ সময় এবং খারাপ সময়ের পর ভালো সময় আসবে এটাই পর্যায়ক্রমে চলতে থাকবে সারা জীবন। আমরা অধিকাংশ মানুষই খারাপ সময়ে ধৈর্য্য হারিয়ে ফেলি।

  • আপনার লেখাটা পড়ে ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
 2 months ago 

জি ভাই জীবনে চলার পথে ভালো এবং খারাপ দুটি সময় আসবে। খারাপ সময়ের অভিজ্ঞতা থেকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

খারাপ সময় সবারই একেক সময় আসবে আবার যাবে আবার আসবে এই গুলো আবার কেউ সামলিয়ে উপরে উঠার চেষ্টা করে আবার কেউ সামলাতে না পেরে নিজের বিপদ নিজে ডেকে আনে ৷ আমাদের উচিত খারাপ সময়ে আমাদের ভেঙে গেলে চলবে না সবসময় সামনের দিকে অনুসরণ করতে হবে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 months ago 

জি ভাই আপনি একদম ঠিক বলেছেন। জীবনে চলার পথে খারাপ সময় আসবেই। খারাপ সময়ের অভিজ্ঞতা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে জীবনে সফলতা অর্জন করা যাবে।
আপনার মন্তব্য পরে খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

ভালো খারাপ নিয়েই জীবন। খারাপ সময় আসা মানে ভালো সময় খুব সন্নিকটে। আশা করি আপনার খারাপ সময় কেটে গিয়ে দ্রুত ভালো সময় ফিরে আসবে।

 2 months ago 

জীবনে চলার পথে খারাপ সময় আসবেই। খারাপ সময় আসবে বলে কখনো থেমে না থেকে সামনের দিকে আরো এগিয়ে যাওয়া উচিত। আসলে একটা কথা আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না।

আপনার মন্তব্য পরে ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

ভাই মানুষের জীবনে খারাপ সময় ভালো সময় দুটি আসবে। তা না হলে তো জীবনে কোন মানেই নেই। আপনি বলেছেন খারাপ সময় আমাদের বিভিন্ন শিক্ষা প্রদান করে। আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত। কিন্তু খারাপ সময় কাটিয়ে আমরা সকলেই ভালো সময়ের আশা করি এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে থাকি।

ভাই জীবনে যতই খারাপ সময় আসুক, ধৈর্য্য আমাদের ধরতেই হবে। আর এটি ছাড়া আমাদের কোন উপায় নেই। তাই ধৈর্য্য ধরুন। নিশ্চই আল্লাহ্‌ আপনার সহায় হবেন। ভালো থাকবেন।

 2 months ago 

মানুষের জীবনে কখন খারাপ সময় আসবে তা বলে আসবে না। মানুষ জীবনে খারাপ সময়ের অভিজ্ঞতা থেকেই সামনের দিকে এগিয়ে যেতে পারে।
আপনার মন্তব্য পরে ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.030
BTC 69726.58
ETH 3619.25
USDT 1.00
SBD 3.21