Better Life With Steem | | The Diary Game | | 15 December, 2024

in Incredible India8 days ago

আসসালামু আলাইকুম

আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে গতদিনের কার্যক্রম শেয়ার করব। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক :

the Diary Game_20241216_104501_0000.png

Edit by canva

আলহামদুলিল্লাহ প্রতিদিনের থেকে গতকালকে খুব সকালেই ঘুম থেকে উঠেছি। এত সকালে উঠার কারণ হলো আমার সকাল ৭টায় ডিউটি ছিল। এত সকালে ঘুম থেকে উঠা মানে নিজের সাথে যুদ্ধ করা। যাইহোক, ডিউটি যেহেতু সকালে তাহলে ঘুম থেকে তো উঠতেই হবে।

কিন্তু দুঃখের বিষয়, ঘুম থেকে উঠেই একটা দুঃসংবাদ শুনতে পেয়েছি। আমরা যে বাসায় থাকি, বাসার এক বড় ভাইয়ের দাদি মারা গিয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন। মারা গেছিল রাত দুইটার দিকে। বড় ভাইয়ের গ্রামের বাড়ি বরগুনা জেলা। আর চাঁদপুর শহর থেকে রাতের বেলা যাওয়ার মত কোন গাড়ি ছিল না।

IMG_20241215_091745.jpg

এজন্য বড় ভাই খুব সকাল সকাল রেডি হয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। যে ভাইয়ের দাদী মারা গেছে, উনি মূলত আমার ল্যাবের কলিগ। বড় ভাইয়ের বিকেলবেলা ডিউটি ছিল। যেহেতু এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তাহলে বড় ভাইয়ের ডিউটিটাও আমাকেই করতে হবে। মানে এক কথায় গতকালকে সকাল থেকে রাত অব্দি আমাকে ডিউটি করতে হয়েছে।

বড় ভাইকে বিদায় দেওয়ার পর, আমি তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। এরকম শীতের সকালে অফিসে যাওয়া মানেই নিজের সাথে যুদ্ধ করা। তবে গতকালকে আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতার বিষয় ছিল।

IMG_20241215_121528.jpg

IMG_20241215_101633.jpg

কারণ গতকালকে ল্যাবে কেউ ছিলনা, আমি শুধু একাই ছিলাম। ল্যাবএইডের মত বড় প্রতিষ্ঠানে একাই ল্যাব সামলানো অনেকটা চ্যালেঞ্জের বিষয়। আলহামদুলিল্লাহ অনেকটা সাহস নিয়ে ল্যাবে কাজ শুরু করেছি। মাঝখানে একটু সফটওয়্যার এর ঝামেলা হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সেটা ঠিক করতে পেরেছি।

সত্যি কথা বলতে, এরকম চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। আর অন্যান্য দিনের তুলনায় গতকালকে কাজও একটু বেশি হয়েছে। কাজের মধ্যে কখন দুপুরের খাওয়ার সময় হয়েছে বুঝতেই পারি নি।

IMG_20241215_145008.jpg

যেহেতু ল্যাবে কেউ ছিলনা, তাই একটু কাজের ফাঁকে দুপুরের খাবার খেয়ে নিয়েছি। সকালবেলা কারো ডিউটি না থাকলেও বিকেলে আমাদের সাইন্টিফিক অফিসারের ডিউটি ছিল। কিন্তু বিকেলে সাইন্টিফিক অফিসার তো সব কাজ করে না। এজন্য বাকি কাজ আমাকেই করতে হয়েছে।

IMG_20241215_175416.jpg

তবে সত্যি কথা বলতে, গতকালকে এভাবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করার মাঝে অনেকটা সার্থকতা খুঁজে পেয়েছি। গতকালকে রাতে আমাদের পুরো প্রতিষ্ঠান বিজয় দিবস উপলক্ষ বাতি দিয়ে সাজিয়েছিল। দেখতে মোটামুটি ভালই লেগেছে। শুধু আমাদের প্রতিষ্ঠান না, সারা বাংলাদেশে ল্যাবএইডের যত শাখা রয়েছে সবগুলো শাখাতেই এরকম ভাবে সাজানো হয়েছে।

আলহামদুলিল্লাহ মোটামুটি রাত ১০টা পর্যন্ত কাজ শেষ করে ল্যাব বন্ধ করেছি। গতকালকে সকাল থেকে রাত অব্দি মোটামুটি ১৫ ঘণ্টা ডিউটি করেছি। এটাও আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ

Sort:  
Loading...
 8 days ago 

আপনার প্রতিদিনের যে কার্যক্রম, তা আসলে খুবই পরিশ্রমী একটা কাজ। এই শীতের ভিতর সকালবেলা ঘুম থেকে উঠে কাজে জন্য বের হওয়া। নিজেরটা নিজে উপার্জন করা ফ্যামিলি ছাড়া একা থাকা। তারপর আপনার পোস্টের মাধ্যমে পরে জানতে পারলাম। গতকালকে রাতে ল্যাবে আপনি একাই ছিলেন সকল কাজ আপনার একাই করতে হয়েছে। আমি মনে করি, এতে শুধু কাজটি সম্পন্ন হয় নাই আপনার সাহসও বৃদ্ধি হয়েছে, নতুন কিছু শিখতে পেরেছেন। শুনে খুব খারাপ লাগলো সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোন খারাপ সংবাদ শোনা যায় সারাটা দিন আসলেই ভালো যায় না। আপনার বড় ভাইয়ের দাদী মারা গিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।