Better Life With Steem | | The Diary Game | | 23 January, 2025
আশা করি সবাই অনেক ভালো আছেন। কিন্তু আমি তেমন একটা ভালো নেই। আজকে অনেকটা ভারাক্রান্ত মন নিয়ে পোস্ট লিখতে বসেছি। যাইহোক, আজকে সারাদিনের কার্যক্রম শেয়ার করব। তাহলে বন্ধুরা শুরু করা যাক:
প্রতিদিনের ন্যায় আজকেও খুব সকাল বেলায় ঘুম থেকে উঠেছি। এখন প্রতিদিনই সকাল সকাল ঘুম থেকে উঠার চেষ্টা করি। ঘুম থেকে উঠে বাইরে দেখি অনেক ঠান্ডা এবং কুয়াশা পড়েছে। কুয়াশা বেশি থাকলে তেমন ঠান্ডা হয় না, কিন্তু বাতাস থাকলে বেশি ঠান্ডা হয়।
আজকে আমার ডিউটি ছিল দুপুর ১২টায়। এরপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গতরাতে খিচুড়ি রান্না করা ছিল, সেগুলো গরম করে সকালে খেয়েছি। যেহেতু ১২টার সময় ডিউটি ছিল পরে গোসল করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছি। কিন্তু দুপুর ১২টা হলেও অনেক বেশি কুয়াশা এবং বাতাস ছিল। কিন্তু অফিস কি আর ঠান্ডা মানে, তারপরেও যত সময়ে অফিসে যেতে হয়েছে।
আলহামদুলিল্লাহ অফিসে পৌঁছে সোজা ল্যাবে গিয়েছি। সকাল থেকে অফিসে যাওয়া পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। অফিসে যাওয়ার পর এরকমটা হবে একটুও ভাবিনি। তার আগে আপনাদেরকে বলি, আমি যে ল্যাবএইডের চাঁদপুর ব্রাঞ্চে চাকরি করি, সেখানে আমার বন্ধুও রেডিওলজি ডিপার্টমেন্টের CT-Scan এ চাকরি করে।
আপনাদের সাথে বিগত পোস্টে শেয়ার করেছি, আমার কোমরে মাঝে মাঝে ব্যথা হয়। এর জন্য কিছুদিন আগে কোমরের একটা Lumber spine X-ray করিয়েছিলাম। তেমন একটা সমস্যা ছিল না তবে (Lumber -2) আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু সেটা তেমন একটা সমস্যার ভিতরে পড়ে না।
কিন্তু গতকালকে আমার কোমরের CT-Scan (Lumber spine) করেছিলাম। গতকালকে রিপোর্ট দেখার সুযোগ পাইনি। তাই আজকে কাজের ফাঁকে বন্ধুর ডিপার্টমেন্টে গিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমার এরকম সমস্যা ধরা পড়বে কখনো বুঝতে পারিনি।
এর আগে X-ray তে যে সমস্যাটা ধরা পড়েছিল আজকেও CT-Scan রিপোর্টে ঐ সমস্যাটা ধরা পড়েছে। এমনকি (Lumber -2) আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু হচ্ছে। এটা দেখার পর আমি অনেক টেনশনে পড়ে গিয়েছি। আমার অনেক আগে থেকেই মাঝে মাঝে কোমর ব্যথা করে। আজকে বুঝতে পেরেছি আমার কেন কোমর ব্যাথা হয়।
দুইদিন আগে জন্ডিস পরীক্ষা করে জন্ডিস ধরা পড়েছে। আজকে আবার কোমরের এই সমস্যা ধরা পড়েছে। সব মিলিয়ে অনেক বড় দুশ্চিন্তার ভিতরে আছি। বিশেষ করে, আমার এই সমস্যার কথা বাসায় জানলে মা-বাবা অনেক বেশি টেনশন করবে। যাইহোক, এরপর আবারও ল্যাবে এসে নিজের কাজে ব্যস্ত ছিলাম।
কিন্তু কাজে তেমন একটা মন বসে নি। তাই বসে বসে কিছুক্ষণ খেলা দেখেছিলাম। আসলে মন ভালো না থাকলে কোন কিছুই ভালো লাগেনা। কিছুক্ষণ পরেই আমাদের ল্যাবে অনেক বড় একটি পার্সেল আসে। প্যাকেট খুলে দেখি হরমোন টেস্টের জন্য আমাদের ল্যাবএইডের হেড অফিস থেকে আরো একটি মেশিন পাঠিয়েছে। পরে সেটা খুলে সবকিছু চেক করে নিয়েছি।
যদিও আমার আজকে রাত ৮টা পর্যন্ত ডিউটি ছিল। কিন্তু অনেক টেনশনের কারণে এবং মন ভালো না থাকায় বাসায় চলে এসেছি। আর হ্যাঁ! বাসায় আসার পথে কিছু ফল কিনেছিলাম। জন্ডিসের জন্য ডাক্তার কমলা, কাচা পেপে এবং তরল খাবার খেতে বলেছে। জানিনা সব দিক থেকে আমার সাথে কেন এমন হচ্ছে। আমার জন্য দোয়া করবেন সবাই।
দাদা আপনার দৈনন্দিন দিনের কর্মকাণ্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিদিনের পোস্ট গুলো আমার বেশ ভালো লাগে। আপনার লেখাগুলো খুবই সাবলীল। তবে আজকে আপনার পোস্ট পড়ে একটু মন খারাপ হয়ে গেল। আপনার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে এটা জেনে খুব খারাপ লাগলো। আশা করি সঠিক চিকিৎসা নিলেন এ সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন।
ভালো থাকবেন দাদা। নিজের খেয়াল রাখবেন।
ভাই মানুষের জীবনে অসুস্থতা কখন চলে আসে সেটা বলা মুশকিল। আমি জানতামই না আমার এরকম সমস্যা তবে বেশ কয়েকদিন থেকে কোমর ব্যাথা ছিল। আমার জন্য দোয়া করবেন ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি।
শুধু কোমরের সমস্যা নয় এছাড়া ও জন্ডিসেরও সমস্যা ধরা পড়েছে। জানিনা আমার সাথে এরকমটা কেন হচ্ছে।
আপনার মন্তব্য পরে ভালো লাগলো ভাই ধন্যবাদ।
আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে ভাই সকালে উঠতে ইচ্ছা করে না কিন্তু আপনার দায়িত্ব থাকায় ঘুম থেকে সকালেই ওঠে।। যত সময়ে ডিউটিতে গিয়েছিলাম আর দেখতে পেলাম আজ কতটা দায়িত্ব নিয়ে কাজ করেছে।। একটু খারাপ লাগাই আগেই বাসায় চলে এসেছেন সবমিলিয়ে সুন্দরভাবে দিনটি অতিবাহিত করেছেন।।
গত কয়েকদিন আগে চাঁদপুরে অনেক বেশি ঠান্ডা ছিল ভাই। তবে শহরের থেকে গ্রামাঞ্চলে একটু বেশি ঠান্ডা হবে এটা তো স্বাভাবিক। ডিউটি থাকলে তো আর কিছু করার থাকে না। চাকরি জীবনে ইচ্ছা না থাকার সত্ত্বেও অনেক কিছু করতে হয়।
সেদিন বিকেলবেলা একটু বেশি খারাপ লেগেছিল যার কারণে ডিউটি থেকে রুমে এসেছি।
আপনার মন্তব্য পরে অনেক ভালো লাগলো ভাই ধন্যবাদ।
আপনার পোস্ট পড়ে খুবই দুঃখিত হলাম। কোমরের সমস্যা ও জন্ডিস নিয়ে আপনি যে দুশ্চিন্তা করছেন, সেটা বুঝতে পারছি। তবে চিন্তার কিছু নেই, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আপনি যেভাবে নিজের খোঁজখবর নিচ্ছেন এবং চিকিৎসা করছেন, তাতে অবশ্যই ভালো ফল পেতে সাহায্য করবে। আমাদের সবাই আপনার জন্য দোয়া করব। আপনি যতটা সম্ভব বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে উঠবেন, আল্লাহ আপনার উপরে রহমত দান করুন। মনকে শান্ত রাখুন, সবকিছু ভালো হবে ইনশাআল্লাহ।
আমার যে রকম সমস্যা ধরা পড়বে আমি কখনো বুঝতেই পারিনি। এর আগেই মাঝে মাঝে কোমর ব্যথা করত কিন্তু মেরুদন্ড এরকম বাঁকা হয়ে যাবে বুঝতে পারিনি।
সেই সাথে আবার জন্ডিসের পরিমাণও বেড়ে গেছে। সব মিলিয়ে অনেক দুশ্চিন্তার মাঝে আছি।
আমার জন্য দোয়া করবেন আপু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।
আজকে যেহেতু আপনার ডিউটি দুপুর বেলা থেকে তাই আপনি সকালবেলা নিজেকে একটু রেস্ট দিয়েছেন আর খিচুড়ি রান্না করে খেয়েছেন শীতের দিনে খিচুড়ি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যাইহোক আপনার কোমরে সমস্যা দেখা দিয়েছে আসলে বসে কাজ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোমরের মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দেয় আপনি এক্সপ্লে করে নিয়েছেন ভালই করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
আমার বেশিরভাগ সময়ই বিকেলবেলা ডিউটি থাকে। সেদিনে ও বিকেলবেলা ডিউটি থাকাতে সকালবেলা একটু রেস্ট করেছি। শীতের দিনে খিচুড়ি হলো তো আমার কোন কথাই নেই। কিছুই আমার অনেক পছন্দের একটি খাবার।
আপনি এত ঠিক বলেছেন বসে থেকে কাজ করাতেই হতো আমার এই কোমরের সমস্যাটা ধরা পড়েছে।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।