শৈশব
মাঝরাত মানে, চিন্তার একটা জগত । যে জগতে শুধু আপনি একাই থাকবেন,সেখানে থাকবে শুধু আপনার মস্তিষ্কের ভিতরে ঘুরে বেড়ানো চিন্তাগুলো । আজ আমার শৈশবের কথা ভীষণ মনে পড়ছে, মনে পড়েছে ফেলে আসা স্মৃতি বিজড়িত দিনগুলোর কথা । সময় এখন মাঝরাত চলছে তো, তাই মস্তিষ্কের মধ্যে চিন্তাগুলো এলোমেলো করে ঘুরপাক খাচ্ছে , তাই লিখতে বসলাম । মজার একটা ব্যাপার হচ্ছে, আগে খাতায় লিখতাম আর এখন ইন্টারনেটে লিখি এই হচ্ছে পার্থক্য ।
যে ছেলেটা সেই সময় রোজ স্কুলের পরীক্ষায় অংকে খারাপ করত, সে ছেলেটা ঠিকই সেই সময় কয় টাকার সুতো দিয়ে ঘুড়ি উড়াবে, সেই হিসেব নিকেশ খুব ভালোভাবে জানতো । খালি জানতোনা, পরীক্ষার খাতায় কিভাবে অংকের যোগফল মিলাতে হয় ।
মফস্বল শহরে জন্মাইছি তো, তাই খুব একটা বেশি খেলাধুলার জায়গা পায়নি । খেলাধুলা বলতে ঐ বাড়ির পাশের ছোট মাঠ ঘিরে হৈ-হুল্লোড় করাকেই বুঝতাম । বিকেলটা ছিল যেন হৈ-হুল্লোড় করার একমাত্র সময়, সব ছেলেপেলেরা আসতো পাড়ার,তারপর সবাই জমায়েত হয়ে কত রকমের খেলাধুলাই নাই হয়তো । সে এক রঙিন সময় ছিল, যা আরকি লিখে বোঝানো সম্ভব না ।
গরমের সময় তো কথাই নেই, সারা দিনের সেই নিয়মমাফিক স্কুলের পরে বিকেলবেলা চলত ঘুড়ি উড়ানোর পাল্লা । আকাশে ঘুড়ি উড়ছে, কার ঘুড়ি কত উপরে উঠবে, কার ঘুড়ি কে কাটবে, এটাই ছিল যেন প্রতিযোগিতার বিষয় । আচ্ছা বলেন তো, হঠাৎ করে মাঝরাতে এসব কথা কেন লিখতে বসেছি ।
আমার বাসার সামনের বাসাতেই আমার খালা থাকে, তার দুটো পিচ্চি আছে । তারা আমাকে আজ জোর করে বলছে যে ,ভাইয়া আমাদের কে ঘুড়ি বানিয়ে দিতে হবে । এমনিতেই গরমকাল তার মধ্যে আবার মহামারী চলছে , তারা ছোট মানুষ বাইরে যেতে পারছে না । অবশেষে তাদেরকে ঘুড়ি বানিয়ে দিলাম এবং সে ঘুড়ি আকাশে উড়ানোর চেষ্টা করলাম, অবশ্য চেষ্টায় সফল হয়েছি ।
আজ ওদের মাঝে যে আনন্দটা দেখেছি, ঠিক সেই আনন্দটা ছিল আমার ওদের মতো বয়সে থাকার সময় । ওরা সব পেয়েছে কিন্তু বাড়ির পাশের সেই ফাঁকা জায়গাটা তারা আর পায়নি । কারণ সেই জায়গায় আজ উচু দালান তৈরি হয়েছে । তাই বাধ্য হয়ে বাড়ির ছাদেই ঘুড়ি উড়াইতে হইছে ।
আমার জীবনে এখন পর্যন্ত মোটামুটি সবটাই ঠিক আছে । শুধু মাঝখান থেকে আমার, ফেলে আসা শৈশব গুলো আমার স্মৃতির পাতায় জমা হয়ে আছে । এই স্মৃতির অ্যালবাম আমি, মাঝে মাঝেই খুলে দেখি,যেন ময়লা না পরে এই ভয়ে ।। ধন্যবাদ
Hi @shuvo35, your post has been upvoted by @bdcommunity courtesy of @zayedsakib!
Support us by setting us as your witness proxy and/or by delegating STEEM POWER.
JOIN US ON