আট্টা ফুলের কিছু চমৎকার ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম।

in Beauty of Creativity2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন, আমিও ভাল আছি আল্লাহর রহমতে।

20220823_143218.jpg

আপনাদের সবাইকে আমার একটা ফুলের ফটোগ্রাফি পোষ্টে স্বাগতম।

আজকে আমি আপনাদের জন্য এমন একটি ফলের ফটোগ্রাফি নিয়ে এসেছি, যা আপনাদের খুব পরিচিত একটি ফল।

20220823_143223.jpg

আমি নিশ্চিত আপনারা কেউ এপস টি দেখান নি এমন কেউ নেই। সবাই এই ফুলটি দেখেছেন এই ফুলটির দুটি কালার হয়ে থাকে।

এই ফুলটির নাম হলো আটটা নটা ফুল এই ফুলটি লাল হয়ে থাকে এবং হলুদ রঙ্গের ফুল হয়ে থাকে। এই ফুলগুলো আমি আগে অনেক দেখেছি এখন আর এ ফুলগুলো বেশি দেখা যায় না।

20220823_143251.jpg

আগে অনেক পরিচিত একটি ফুল ছিল আটটা নটা ফুল। এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে এই ফুলগুলো কিন্তু অনেক স্মর্টলি হয়ে থাকেন তাহলে এই ফুলগুলোর কাছে যাই।

আমি দেখলাম এই ফুলগুলো ৮ টার ভেতর ফুটে অর্থাৎ ৯ ভিতরে ফুটে সাধারণত বারোটার ভিতরে ফুলগুলো মরে পড়ে থাকে।

20220823_143225.jpg

এই ফুলের গাছ গুলো অনেক সুন্দর হয়ে থাকে এমনকি অনেক বোকা হয়ে থাকে। এই ফুলের গাছ গুলো যেখানে লাগানো হোক না কেন।

এই কাজগুলোতে ফুল ধরে থাকে। এই ফুলের গাছ কোন মাটিতে লাগা কথা তাদের টপ লাগাকে যেখানে লাগানো গাছ গুলো বড় হয়ে সুন্দর সুন্দর ফুল ফুটাইয়া গাছগুলো থেকে।

20220823_143257.jpg

আশা করি আমার ফটোগ্রাফি আপনাদের আছে অনেক ভালো লাগবে। আমার এই ফুলগুলোর সম্পর্কে বক্তব্য গুলো অনেক ভালো লাগবে।

20220823_143244.jpg

সমাপ্তি।

আমার মোবাইলের নাম

Samsung Galaxy A32
camera 64MP
আমার পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

সকালে ফোঁটা এই সুন্দর ফুলগুলো খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন।

 2 years ago (edited)

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য যানানোর জন্য।

 2 years ago 

আমি দেখলাম এই ফুলগুলো ৮ টার ভেতর ফুটে অর্থাৎ ৯ ভিতরে ফুটে সাধারণত বারোটার ভিতরে ফুলগুলো মরে পড়ে থাকে।

ঠিকই বলেছেন ব্যাপারটা অনেকটা এরকমই হয়। আমাদের এখানে এগুলোকে টাইম ফুল বলা হয়।

 2 years ago 

আমাদের এখানে ফুলগুলোকে তাই আটটা নটা ফুল বলা হয়। ধন্যবাদ।

 2 years ago 

This little flower looks very beautiful with a very charming color.

 2 years ago 

এই ছোট ফুলটি সত্যিই অনেক সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামত জানার জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে আট্টা ফুলের কিছু চমৎকার ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

আমি চেষ্টা করি আপনাদের সামনে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে আসার জন্য। আর আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার জন্য।