My Entry for the Photography and writing contest
এটা lantana ফুল। ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার পাপড়ি বিশিষ্ট এই ফুলটির বৈজ্ঞানিক নাম Lantana camara। এই ফুলটি আমার পছন্দের একটি ফুল। ফুলের পাপড়িগুলোর মধ্যেও সুন্দর কালার আছে।
lantana ফুলের বেশ কিছু রং আছে, সবগুলোই দেখতে অসম্ভব সুন্দর। এই ফুল গাছটি রাস্তার পাশে কিংবা ঝোপ-ঝাড়ে অযত্নে বেড়ে উঠে। রাস্তার পাশে কোনো পরিত্যক্ত গাছে এত সুন্দর ফুল ধরে সেটা অকল্পনীয়। খুবই সুন্দর লাগে ফুলগুলো দেখতে।
গোলাপী রং এর এই ফুলটি আমাদের দেশে বাগানবিলাস নামে পরিচিত। এই ফুলটি আমাদের দেশে বেশ জনপ্রিয়। আমাদের দেশে অনেকেই এই ফুল গাছটি বাগানে কিংবা বাড়ির গেটের পাশে লাগিয়ে থাকেন। গেটফুল হিসেবে বাগানবিলাসের কোনো তুলনা হয়না। বাড়ির গেটের সৌন্দর্য বৃদ্ধিতে তাই বাগানবিলাস লাগানো হয়। এই ফুলের বৈজ্ঞানিক নাম Bougainvillea।
ধানের পাতার উপর পানির বিন্দুর একটি ম্যাক্রো ফটোগ্রাফি করেছিলাম। চেষ্টা করেছিলাম আরেকটু সুন্দরভাবে নেয়ার। পানির বিন্দু মোটামুটি ভালোই ফুটে উঠেছে ধানের সবুজ পাতার উপর। পরবর্তীতে আরো সুন্দরভাবে চেষ্টা করবো পানির বিন্দুর ম্যাক্রো ফটোগ্রাফি করার।
এই ফুলটির নাম অজানা। ঘাসের মধ্য দিয়ে হাঁটার সময় দেখা হয়ে গিয়েছিল ছোট্ট সুন্দর হলুদ ফুলটির সাথে। ফুলটি দেখতে অদ্ভুত সুন্দর লাগছিলো, তাই বেশ যত্নসহকারে ফুলের ছবিটি তুললাম। আমাদের আশেপাশে অনেক ধরণের ফুল আছে, সেগুলোর মধ্যে অনেক ফুল আছে যেগুলো অনেক ক্ষুদ্র এবং এই ফুলগুলো অনেক সময় আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, কিন্তু ফুলগুলো অনিন্দ্য সুন্দর।
এগুলোই ছিল আমার আজকের ফটোগ্রাফি। ছবিগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, সবাইকে।
Inviting @jes88 , @mariluna, @javima, @rasinkani & @soroka74





Upvoted! Thank you for supporting witness @jswit.

Please check my new project, STEEM.NFT. Thank you!
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। একেবারে অসাধারণ।
ভালো লিখেছেন সাথে চমৎকার ফটোগ্রাফি।গেইটফুলটি অসাধারণ হয়েছে।
ধন্যবাদ আপু।