Better Life with Steem|| The Diary Game||28 December 2024||

in Incredible India13 days ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

IMG_20241229_001109-COLLAGE.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

সকালবেলা ঘুম থেকে উঠে হাতমুখ দিয়ে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘরের সামনে গিয়ে বসে থাকি। তারপর ঘরে এসে টেবিলে রাখা নাস্তা করি। আম্মু আমাকে আগেই বলে দিয়েছিল তোর জন্য টেবিলের নাস্তা রাখা আছে। তো আমি সুন্দরভাবে সেখানে গিয়ে নাস্তা করে আসি। নাস্তা করে আবারো কিছুক্ষণ ঘরের সামনে বসে থাকি।

IMG_20241228_105706_588.jpg

তারপর আমাদের কবরস্থান এর দেওয়াল সিমেন্ট প্লাস্টার দেওয়া হচ্ছে। তাদের জন্য চা বিস্কিট পানি ও পান নিয়ে যাওয়ার জন্য বলে আম্মু। তো সবগুলো আমার কাছে এনে দেয় আমি সেগুলো নিয়ে তাদের কাছে চলে যাই। গিয়ে বেশ অনেকটা সময় তাদের সাথে সেখানে বসে বসে তাদের কাজ দেখতে থাকি। কাজ সম্পন্ন হয়ে গেলে দেয়াল টাকে দেখতে বেশ ভালো লাগবে।

IMG_20241228_114820_171.jpg

এটা এখনই অনেকটা বোঝা যাচ্ছে। তারপর তাদের কাছ থেকে চলে আসি আমি। তারপর রাস্তায় আমার এক আন্টির সাথে দেখা হয় সে বলে আমাকে কিছু টাকা উঠিয়ে এনে দে বিকাশ থেকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন আমি এমনিতেই বাজারের দিকে যাব। তারপর তার কাছ থেকে তার ফোন নিয়ে চলে গেলাম বাজারের দিকে। অল্প কিছুক্ষণের মধ্যেই বাজারে গিয়ে পৌঁছায়। তারপর আমার কিছু কাজ ছিল সেই কাজগুলো শেষ করে একটা দোকানে গিয়ে টাকা উঠাই।

🥰 দুপুর বেলা বিকাল বেলা 🥰

তারপর সেখান থেকে একটা গাড়ি নিয়ে সোজা বাড়ির দিকে চলে আসি। বাড়ির দিকে এসে সেই আন্টির ঘরে গিয়ে তার টাকা দিয়ে আসি। তারপর আমি ঘরে চলে আসি ঘরে এসে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি তারপর গোসল করতে বের হই। একটু হেঁটে রাস্তার পাশে ঘাটলায় গিয়ে গোসল করে আসি। সেখানে গোসল করে কিছুক্ষণ উপরে উঠে রোদে দাঁড়িয়ে থাকি। তারপর আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসি।

বাড়িতে এসে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকার পরে খাওয়া দাওয়া করতে ডাক দেয় আম্মু। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নেই। বেশ অনেকটা সময় কেটে যায় এভাবে বিশ্রাম নিতে নিতে। তারপর আমার এলাকার বন্ধুরা কল দেয়। বাইরে বের হতে বলে তো আমি বাইরে বেরিয়ে দেখি আমার দুই বন্ধু দাঁড়িয়ে আছে।

IMG_20241228_145743_562.jpg

তারপর আমরা এদিক ওদিক হাঁটাহাঁটি করি। অল্প কিছুক্ষণ পরে আমার এক ভাইয়ের ছেলে মোটরসাইকেল নিয়ে চলে আসে আমাদের কাছে। তারপর আমরা সেই মোটরসাইকেলে করে বেশ অনেকটা সময় এদিক-ওদিক ঘোরাঘুরি করি। চারজনে মিলে মোটরসাইকেলের বেশ অনেকটা সময় ঘোরাঘুরি করিয়ে এদিক-ওদিক বেশ ভালো লাগলো সময়টা। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে আমরা যে যার বাড়ির দিকে চলে আসি।

🌺 সন্ধ্যা বেলা রাত্র 🌺

IMG_20241228_121800_052.jpg

তো সন্ধ্যা হয়ে আসতে দেখে আমি ঘরে এসে বসে পড়ি। বেশ অনেকটা সময় ঘরের মধ্যেই কাটিয়ে দেই। তারপর এক কাপ কফি তৈরি করি খাওয়ার জন্য। খুব সুন্দর ভাবে বসে বসে ফোন দেখতে দেখতে কফি পান করি। বেশ ভালই লাগতেছিল এভাবে কফি খেতে। তারপর কফি খাওয়া শেষ করে রুমে গিয়ে কিছুক্ষণ শুয়ে থাকি।

IMG_20241228_210801_110.jpg

বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায় তারপর বাইরে বের হই ব্যাডমিন্টন খেলার জন্য ব্যাড নিয়ে। অল্প কিছুক্ষণ হাঁটার পরেই আমি ব্যাডমিন্টন মাঠে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখতে পাই তারা খেলতে আসে। তো অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি ব্যাডমিন্টন খেলতে নেমে পড়ি। বেশ অনেকটা সময় এভাবেই খুব সুন্দর ভাবে কেটে যায় ব্যাডমিন্টন খেলে। তারপর বাড়িতে চলে আসি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিছানা গুছিয়ে শুয়ে পড়ি।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 13 days ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ভাই। এখন প্রায় সময় আপনাকে দেখা যায় বাসার কাজের সাথে আপনি যুক্ত থাকেন। দেখে অনেক খুব ভালো লাগলো , ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ ভাই।

 12 days ago 

আপনাকে ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Loading...
 7 days ago 

আজকে বেশ একটু দৌড়াদৌড়ি উপরে ছিলেম প্রথমে কবরস্থানে গিয়েছিলেন সেখান থেকে আন্টির টাকা উত্তোলন করতে।। আমার বন্ধুদের সাথে বেশ আড্ডা দিয়েছেন রাতে ব্যাডমিন্টন খেলা সব মিলিয়ে সুন্দর একটি দিন উপভোগ করেছেন।।

 7 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 7 days ago 

আসলে কবরস্থানে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কেননা আমি মৃত্যুর পরে ওই জায়গাতে আমাদের শেষ কৃতকর্ম সংস্থান করা হয়ে থাকে এই জায়গাটাকে আমরা যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাখবো আল্লাহ তাআলা তত বেশি খুশি হয়ে থাকেন আপনারা আপনাদের কবরস্থানের প্লাস্টিক করা শুরু করেছেন দেখে বেশ ভালই লাগলো।

নিজের সংসারে আম্মুর কাজের পাশাপাশি নিজের বন্ধুদেরকে সময় দেয়াটা আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আসলে এই বয়সে বন্ধুদের সাথে হাঁটাহাঁটি মজা এবং শীতের সময়ের ব্যাডমিন্টন খেলার মধ্যেই কিন্তু ছেলেরা তাদের সময়টা ব্যয় করে ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 7 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।