Better Life with Steem|| The Diary Game||29 December 2024||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকাল বেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়নি। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রোদে গিয়ে বসে থাকি। তারপর আজকে আমি নিজের সকালের নাস্তা নিজেই তৈরি করে নেই। কারণ আম্মু কাজ করতেছে সবজি বাগানে। এমনিতে আমি কফি নিজেই তৈরি করে খাই। তো একটা কফি তৈরি করে কিছু বিস্কুট নিয়ে সামনে এসে বসে সেগুলো খাই। তারপর অল্প কিছুক্ষণ সেখানে বসে থাকি।
তারপর আম্মুর কাছে গিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলি। ও টুকটাক কিছু কাজ করে দেই তাকে আমি। সবজি বাগানে কিছু অপ্রয়োজনীয় গাছপালা ছিল সেগুলো পরিষ্কার করে দেই। অল্প কিছুক্ষণ সেই কাজ করার পরে সেখান থেকে চলে আসি। আমাকে দেওয়া কাজ আমার শেষ হয়ে যায় তারপর আমি ঘরে চলে আসি।
ঘরে এসে কিছুক্ষণ বসে থাকি তারপর আব্বুর সাথে কাজ করতে নেমে পড়ি। প্রথমে আব্বুর সাথে একটা ঠেলাগাড়িতে সিমিট ভরে নেই। এইগুলো আমাদের যেখানে কবরস্থান তৈরি করছিল সেখানে ছিল। সেখান থেকে আমরা সেগুলো বাড়িতে নিচ্ছি। বেশ কষ্ট হয়ে যায় আমার আর আব্বুর সেগুলো মাথায় করে ঘরে উঠাতে। তারপর কিছু ইট ছিল সেখানে সেগুলো ও দুজনে মিলে বাড়িতে এনে রাখি।
কাজ শেষ করতে করতে আমাদের দুপুর গড়িয়ে যায়। কাজ শেষ করে বাড়িতে এসে গোসল করে নেই। গোসল করে কিছুক্ষণ রোদে গিয়ে বসে থাকি। তারপর খাওয়া দাওয়া করতে ডাক দেয় আম্মু খাওয়া-দাওয়া করতে চলে যাই। খাওয়া দাওয়া করে এসে কবুতরগুলোকে খাবার দেই। তারপর সেখানে বসে বসে কিছুক্ষণ রোদ গায়ে লাগাই।
বেশ অনেকটা সময় পরে বাইরের দিকে বের হয় বাড়ি থেকে। বাড়ি থেকে বেরিয়ে অল্প কিছুদূর হাঁটার পরে আমার এক বন্ধুকে পেয়ে যাই। তোর সে আর আমি দুজনে মিলে নদীর পাড়ের দিকে ঘুরতে যাই। বিকেলবেলা সেদিকের আবহাওয়াটা বেশ ভালো লাগে। দুজনে মিলে বেশ অনেকটা সময় নদীর পাড়ে পাড়ে ঘোরাঘুরি করি। ছোট একটা নদী তাও দেখতে চারপাশটা বেশ সুন্দর লাগে।
সন্ধ্যারও বেশ অনেকটা সময় পরে আমরা সেখান থেকে বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি ফোন দেখি। তারপর ব্যাডমিন্টন খেলার জন্য বের হয়ে আজ অনেক তাড়াতাড়ি। তাড়াতাড়ি বেরিয়ে প্রথমে আমি ক্রাম বোর্ড খেলতে চলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই আজকে অনেক মানুষ এখানে। তারপর সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দুই এক ম্যাচ ক্রাম বোর্ড খেলি।
তারপর সবাই একসাথে মিলে ব্যাডমিন্টন মাঠে চলে আসি। ব্যাডমিন্টন মাঠে এসে সবার সাথে ব্যাডমিন্টন মাঠ সাজাই। সুন্দরভাবে লাইট জ্বালিয়ে নেট টানিয়ে নেই। সবার সাথে শুরু করে দেই ব্যাডমিন্টন খেলা। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায় ব্যাডমিন্টন খেলতে খেলতে। তারপর বাড়ি চলে আসি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিছানা গুছিয়ে শুয়ে পড়ি।
এই কয়েকদিন ধরে আপনার পোস্ট পড়ে, ভিন্ন কিছু আমি দেখতে পাই। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগছে।যে আপনার আব্বুর সাথে সাহায্য করছেন এবং আম্মুর সাথে সাহায্য করছেন এটা খুব একটা ভালো বিষয়। পরিবারের সাথে সহযোগিতা করা। আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
বাবা মাকে সাহায্য করা প্রতিটি সন্তানের দায়িত্ব আর যখন মা ব্যস্ত থাকে তখন নিজের খাবারটা নিজেই তৈরি করে খাওয়া সব চেয়ে ভালো ।। আমাদের বাসায় অনেকদিন হয় কবুতরের ঘড় তৈরি করে রেখেছে কিন্তু এখনো কবুতর নিয়ে আসা হয়নি কবিতর পালন করতে আমার ভালই।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।