Better Life with Steem|| The Diary Game||30 December 2024||

in Incredible India11 days ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

IMG_20241230_235745-COLLAGE.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

IMG_20241230_092204_280.jpg

সকালবেলা ঘুম থেকে উঠি অনেক দেরি করে। মাঝখানে একবার ঘুম ভেঙে গিয়েছিল তারপর আবারো শুয়ে থাকার কারণে ঘুমিয়ে যাই। তাই ঘুম থেকে উঠতে প্রায় এগারোটা বেজে যায়। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরের সামনে গিয়ে বসে। সকালবেলার রৌদ্র গায়ে লাগলে বেশ ভালো লাগে। তাই সেখানে একটা সময় বসে থাকি। তারপর আম্মুর কাছে নাস্তা খাই আমি আমার সামনে নাস্তা করে।

IMG_20241230_095936_790.jpg

সেখানে বসে বসেই নাস্তা করি আমি। নাস্তা করে ঘর থেকে সাইকেল নিয়ে বাহিরে বের হবে। বেশ অনেকটা সময় এলাকার মধ্যে এদিক-ওদিক সাইকেল নিয়ে ঘোরাঘুরি করি। বেশ ভালই লাগতেছিল এভাবে এদিক-ওদিক ঘোরাঘুরি করতে। তারপর কিছু বন্ধুদের সাথে দেখা হয় তাদের সাথে কিছুক্ষণ সময় কাটাই।

IMG_20241230_130042_255.jpg

তারপর সবাই খুব তাড়াতাড়ি গোসল করার জন্য বাড়ির দিকে চলে আসি। বাড়ির দিকে এসে আমি গোসল করার জন্য বাইরে বের হই। বাইরে বের হয়ে আমার কয়েকজন বন্ধুদের সাথে আরেক বন্ধুর কাছে যাই। তার কাছে গিয়ে দেখতে পাই সে মাছ ধরার জন্য পানি শেষ করতেছে একটা পুকুরের মটার লাগিয়ে। তো সেখানে গিয়ে কিছুক্ষণ পরে তাকে নিয়ে চলে আসি গোসল করতে।

🌺 দুপুর বেলা বিকাল বেলা 🌺

IMG_20241230_135820_661.jpg

তারপর সবাই একসাথে গোসল করে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যায় দাওয়াতে যাওয়ার জন্য। সবাই খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ি দাওয়াতের যাওয়ার জন্য। সবাই খুব তাড়াতাড়ি সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখতে পাই খুব সুন্দর ভাবে খাবার সাজানো আছে ঘরের সামনে। তো প্রথমে সেখানে যাওয়ার পরে আমাদের এক আঙ্কেল এর সাথে দেখা করি।

IMG_20241230_140722_740.jpg

তারপর সেখান থেকে চলে যাই যেখানে খাওয়াবার দিবে মানুষ বসেছে সেখানে। সেখানে গিয়ে দেখতে পাই বেশ অনেক মানুষ হয়েছে সেখানে। সবাইকে বসার জন্য কাপুর বিছিয়ে দেয়। সবাই খুব সুন্দর ভাবে সেখানে বসে পড়ে। অল্প কিছুক্ষণ পরে আমাদের সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়। আমরা খুব সুন্দরভাবে খাবার খাই সেখানে। বেশ ভালোই লাগে এভাবে অনেক মানুষের সাথে খাওয়া দাওয়া করতে।

খাওয়া দাওয়া করে যে যার মত হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে কিছুক্ষণ সবার সাথে কথা বলি তারপর রুমের মধ্যে ঢুকে যাই। রুমে গিয়ে কিছুক্ষণ ফোন দেখার পরে কখন যে ঘুমিয়ে পড়ি সেটাই বুঝতে পারিনি। ঘুম ভাঙ্গে আমার একদম সন্ধ্যার পরে। মাগরিবের আজান শুনে আমার ঘুম ভেঙ্গে যায়।

🌺 সন্ধ্যা বেলা রাত্র 🌺

IMG_20241230_173946_185.jpg

তারপর বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয় নাই। ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে ফোন দেখতে থাকি। অনলাইনে অনেক মানুষের সাথে কথাবার্তা বলি বেশ ভালো লাগে। তারপর এক কাপ কফি তৈরি করি ও সাথে কিছু বিস্কুট নেই। খুব সুন্দর ভাবে খাবারগুলো খাই আমি। তারপর বেশ অনেকটা সময় রুমের মধ্যে বসে বসে ফোন দেখতে থাকি।

IMG_20241230_203437_791.jpg

বেশ অনেকটা সময় পরে বাড়ি থেকে বের হই ব্যাডমিন্টন খেলার জন্য। ব্যাডমিন্টনের ব্যাড নিয়ে সেখান থেকে সোজা ব্যাডমিন্টন মাঠে চলে আসি। ব্যাডমিন্টন মাঠে এসে দেখি তারা ব্যাডমিন্টন খেলতেছে। আজকে লোক কম থাকায় বেশ অনেকটা সময় ব্যাডমিন্টন খেলতে পারি একসাথে। পরাপর পাঁচ সাতটা ম্যাচ খেলার পরে প্রচন্ড হাপিয়ে যাই। তারপর কিছুক্ষণ পাশে বসে থাকি একজন একজন খেলতে থাকে। আজকে মাঠে মাত্র আমরা চারজন তাই অনেকটা সময় আমরাই খেললাম। তাই আজকে খুব তাড়াতাড়ি বাড়ির দিকে চলে আসি খেলা শেষ করে।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 11 days ago 

সত্যিই ভাই এভাবে গ্রামবাসী সবাই মিলে একসাথে দুপুরের খাবার খাওয়া। এটা অনেকটা মজার একটা বিষয়, আমার এরকম কখনো সৌভাগ্য হয় নাই যে গ্রামবাসীর সাথে কোন একটা খোলা জায়গায় মাটিতে বসে খাবার খাওয়া, এত সুন্দর একটি আনন্দ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই ।ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

 10 days ago 

আপনাকে ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Loading...
 9 days ago 

আপনার দিনটি কেটেছে বেশ কর্মময় এবং আনন্দঘন মুহূর্তে ভরা! সকালে রোদ মাখানো আর সাইকেল চালানো থেকে শুরু করে দুপুরের দাওয়াতে বন্ধুদের সঙ্গে সময় কাটানো, আর সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলার প্রাণবন্ত পরিবেশ সবকিছুই অসাধারণ লাগল। এভাবে দিনের প্রতিটি মুহূর্ত উপভোগ করে কাটানো সত্যিই প্রশংসার যোগ্য। পোস্টটি পড়ে মনটা ভালো হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 days ago 

প্রথমেই আপনাকে জানাই happy New Year। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ । ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 8 days ago 

বর্তমান সময় শীতের সময় আর সময় টা কতটা দ্রুত চলে যায় সেটা আমরা বুঝতেও পারি না তবে সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো উচিত যেটা আপনি করেছেন আসলে দাওয়াত যখন হয় তখন অবশ্যই জায়গামতো এবং সময়মতো সেখানে থাকাটা অনেক বেশি উত্তম এতে করে নিজের উপস্থিতি সবার সামনে প্রকাশ করা যায় এবং সঠিকভাবে খাবার-দাবার গ্রহণ করা যায় যাই হোক মজা করলাম সকালবেলা বা শীতের বিকেল বেলা এই সময়টা ঘুম থেকে উঠলে একটু একঘেয়েমি লাগে বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলে আপনি আপনার দিনের সমাপ্তি ঘটালেন ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 8 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 7 days ago 

শীতের সময় রোদ পাওয়া যেন ভাগ্যের ব্যাপার আর যেদিন রোদ ওঠে সেদিন সবার অনেক ভালো লাগে আর সবাই রোদ পোহাতে অনেক ভালোবাসে।।। আমাদের এদিকেও এখনো দাওয়াতের জন্য এইভাবে প্রস্তুত করা হয় এবং কোন ফাঁকা জায়গায় সবাইকে বসে খাওয়ানো হয়।। শীতের সময় ব্যাডমিন্টন খেলার অন্যরকম একটা মজা আছে যদিও এখন আমি ব্যাডমিন্টন খেলিনা মানে বাসা থেকে কিছুটা দূরে যেতে হয় সেজন্য।

 7 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 5 days ago 

Thank you so much 🥰