সুন্দরী পুটুস ফুলের কিছু ফোটোগ্রাফি

in Beauty of Creativity15 days ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি সুন্দর বনফুলের ফোটোগ্রাফি শেয়ার করবো। ফুলের নাম পুটুস ফুল। দেখতে বিভিন্ন রঙের হয়ে থাকে। লণ্ঠনের আকৃতি হয়ে থাকে।

1000009846.jpg

1000009845.jpg

1000009844.jpg

1000009843.jpg

প্রথম দিকে ফুলের যে রং থাকে ধীরে ধীরে রঙের পরিবর্তন হয়ে থাকে। দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। বিভিন্ন রঙের হয়ে থাকে। এটি একটি গুল্ম জাতীয় বনফুল। সত্যি বলতে এই ফুল অনেক পরিচিত ফুল। সাধারণত ঝোপ ঝাড়, এমনকি রাস্তার পাশে ঝোপে ঝাড়ে এই ফুল জন্মায়। দেখতে বেশ সুন্দর লাগে। আশা করি আপনারা সবাই এই ফুল চেনেন। আজ সকালে আমি আমার ফোন ক্যামেরা দিয়ে কিছু ম্যাক্রো শট নিয়েছিলাম আশা করি সবাই উপভোগ করবেন।

1000009839.jpg

1000009840.jpg

1000009841.jpg

1000009842.jpg

1000009843.jpg

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy

Regards @simaroy