রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ১১

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কয়েকদিন আগে আমি মাছ বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। মাছ বাজারে গিয়ে বেশ কিছু ছবি তুলেছিলাম। মূলত মাছ বাজারে গিয়েছিলাম ছোট মাছ কেনার জন্য। তবে কিনতে কিনতে দু-একটা অন্য ধরনের মাছও কিনেছিলাম। যাইহোক চলুন দেখে নেয়া যাক আজকের ছবিগুলো।

IMG_20240318_093620.jpg

ছবিটাতে আপনারা যে মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট সাইজের বেলে মাছ। অবশ্য সাথে অন্য ধরনের দু একটা মাছও মেশানো রয়েছে। যদিও আমি নিজে বেলে মাছ খাই না। তবে পরিবারের অন্য সবাই খাওয়ার কারণে এই মাছটা কিনেছিলাম।

IMG_20240318_093631.jpg

এই ছবিতেও আপনারা তিন-চার রকমের মাছ দেখতে পাচ্ছেন। মাছগুলোর ভেতরে রয়েছে তেলাপিয়া মাছ, কাতল মাছ, আরো দু এক ধরনের মাছ। এর ভেতরে কাতল মাছটা আমি মোটামুটি পছন্দ করি। তবে বর্তমানে চাষের কাতলে বাজার সয়লাব। সেই কারণে খুব একটা কাতল মাছ কেনা হয় না।

IMG_20240318_093643.jpg

এখন ছবিটা আপনার দেখতে পাচ্ছেন শিং মাছ আর কৈ মাছ। যদিও বিক্রেতা দাবি করছিলো এগুলো দেশি কৈ মাছ। কিন্তু আমার কাছে সেটা মনে হয়নি।বিক্রেতারা অনেক সময় ক্রেতাদেরকে ঠকানোর জন্য এমন মিথ্যা বলে থাকে। চাষের মাছকে ও তারা নদীর মাছ বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63182.56
ETH 3083.10
USDT 1.00
SBD 3.83