রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ১২

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এই পোস্টে আপনাদের সাথে আমার তোলা কিছু ছবি শেয়ার করবো। এই ছবিগুলো বিভিন্ন সময় তুলেছিলাম। চলার পথে যখনই কোন দৃশ্য পছন্দ হয় বা ভালো লাগে সেটার ছবি তোলা এখন অভ্যাসে পরিণত হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক ছবিগুলো।

IMG_20240313_170902.jpg

উপরের ছবিতে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন সেটা বনশ্রীর প্রবেশ মুখে তৈরি করা। রামপুরা ব্রিজ থেকে নেমে বনশ্রীতে যাওয়ার পথে এই ভাস্কর্যটা দেখা যায়। সাদামাটা ডিজাইনের ভেতর করা ভাস্কর্য টা দেখতে বেশ সুন্দর লাগে।

IMG_20240313_171112.jpg

এখন ছবিতে দেখতে পাচ্ছেন একটি রেকার। এটা দিয়ে অবৈধভাবে পার্কিং করা গাড়িগুলো সরিয়ে নেয়া হয়। পুলিশ সম্ভবত কোনো একটা অভিযানে নেমেছিল এই গাড়িটা নিয়ে। সেদিন বনশ্রীর প্রবেশ মুখে এই গাড়িটা দেখতে পেয়েছিলাম।

IMG_20240311_143936.jpg

এখনকার ছবি দেখে আপনাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না এটা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান? আসলে এটা কোন বিয়ে বাড়ির অনুষ্ঠানের ছবি নয়। এটা ঢাকার একটি কাচ্চি রেস্টুরেন্ট এর ছবি। ভেতরে এত লোক দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলাম।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR

---|---

স্থান | ঢাকা


ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64092.96
ETH 3145.83
USDT 1.00
SBD 3.88