লেবেল ২ হতে আমার অর্জন by @sohag01 //১০% প্রিয় @shy-fox

হ্যালো বন্ধুরা......
আসসালামু আলাইকুম........
আমি @sohag01 বাংলাদেশ থেকে



প্রথমেই সবাইকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ও মহান আল্লাহ তায়ালা রহমতে ভালো আছি।



লেভেল টু থেকে আমার অর্জিত শিক্ষা



IMG_20220202_010841.jpg

আজকে আমি @abb-school পাঠদান (লেভেল টু) এর ক্লাস থেকে অর্জিত শিক্ষা গ্রহণ নিয়ে আপনাদের মাঝে পরিক্ষা দেওয়ার জন্য একটি পোস্ট উপস্থাপন করতেছি।আমি চেষ্টা করবো লেভেল টু থেকে যে শিক্ষা গ্রহণ করেছি তা সর্বোচ্চ দেওয়ার। আমি বিশেষ ভাবে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাই @rex-sumon ভাইকে এতো সুন্দর ভাবে লেভেন টু এর ক্লাসটি উপস্থাপন করার জন্য আমাদের মাঝে।



আমি যদি লেভেল টু ভেরিফিকেশন পোস্টটি উপস্থাপন করতে গিয়ে কিছু ভুল ত্রুটি করে ফেলি সে জন্য প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা চাইতেছি।যদি আমি পরিক্ষা দিতে গিয়ে কিছু ভুল করে ফেলি তাহলে আমার ভুলটি সুধরে দেওয়ার জন্য বিশেষ ভাবে আপনাদের কাছে বিনীত জানাচ্ছি।যাতে করে আমি আমার ভুলটি আপনাদের সাহায্য সহযোগিতায় সংশোধন করতে পারি।



abb-school পাঠদান থেকে লেভেল টু এর মুল চারটি বিষয় সমূহ হলোঃ-


১/সিকিউরিটি
২/পাওয়ার আপ
৩/ডেলিগেশন
৪/ওয়ালেট



সিকিউরিটি



সিকিউরিটি শব্দের অর্থ হলো নিরাপত্তা বা রক্ষা করা।আমরা যদি কোনো কাজে নিজেকে জড়াতে চাই তাহলে আমরা সর্বপ্রথম যেদিকটি বিবেচনা করি সেটি হলো সে কাজটি করার আগে আমাদের নিরাপত্তা। আর ঠিক তেমনি স্টিমিট ব্লক চেইনে কাজ করতে হলো আমাদের স্টিমিট এর সিকিউরিটি সম্পর্কে ভালো ভাবে জ্ঞান আহরণ করতে হবে।
তাই স্টিমিট এ কাজ করতে হলে যে বিষয়টি ভালোভাবে খেয়াল রাখতে হবে সেটি হলো আমাদের স্টিমিট একাউন্ট এর কী গুলোর নিরাপত্তা। আর কিভাবে আমাদের স্টিমিট একাউন্টের কী গুলো নিরাপত্তায় রাখবো তা abb-school পাঠদান এর প্রফেসরা ভালো করে বুঝিয়ে দিয়েছেন।



পোস্টিং কী


পোস্টিং কী হলো যে কী মাধ্যমে আমাদের স্টিমিট একাউন্টটি লগইন করতে পারি করে থাকি ।পোস্টিং কী দিয়ে আমরা স্টিমিট এ বিভিন্ন রকমের কাজ সম্পন্ন করতে পারি।যেমনঃ- পোস্ট করা,কাউকে কমেন্ট করা,ফলো বা আনফলো করা,ভোট দেওয়া ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারি।এ ছাড়াও যতগুলো শোসাল এক্টিভিটি রয়েছে আমরা অনায়সে পোস্টিং কী দিয়ে করতে পারবো



অ্যাক্টিভ কী


অ্যাক্টিভ কী হলো যার মাধ্যমে আমাদের স্টিমিট ওয়ালেট সংক্রান্ত কাজগুলো করে থাকি।এই কী মাধ্যমে সকল ধরনের লেনদেন সংক্রান্ত কাজক্রম করা হয়ে থাকে।যেমনঃ- পাওয়ার আপ বা ডেলিগেশন করা,পাওয়ার ডাউন দেওয়া,কাউকে স্টিম টেনাশ্ফার করা,স্টিম buy-sell দেয়া ইত্যাদি ওয়ালেট সংক্রান্ত কাজগুলো করা হয়ে থাকে। এছাড়াও আপনার সব কী যদি হারিয়ে ও যায় তাহলে আমি আপনার লেনদেন সংক্রান্ত সকল বিষয় এই কী এর মাধ্যমে সম্পূর্ণ করতে হবে।তাই এই কী কে যত্নে রাখা গুরুত্বপূর্ণ ও অপরিহার্য।



ওনার কী


ওনার শব্দের অর্থ হলো দাতা বা মালিকানা।আমরা যেমন গাড়ির লাইসেন্স দেখিয়ে বলতে পারি যে গাড়িটি আমার ঠিক তেমন ভাবে স্টিমিট অ্যাকাউন্টের মালিক হিসেবে নিজেকে প্রমাণ করার অন্যতম একটি উপায় হলো ওনার কী। আমি যদি সব কী হারিয়ে ফেলি তাহলে ওনার কী মাধ্যমে আমি পুনরায় সেগুলো ফিরিয়ে আনতে পারবো বা রিকভার করতে পারবো।তাই খুবেই গুরুত্বের সাথে আমরা ওনার কী সুরক্ষিত স্থানে রাখবো।



মেমো কী


যদি আমরা কারো সাথে ব্যক্তিগত ভাবো কোনো কথা বলতে চাই বা কোনো কাজ সবার কাছ থেকে এড়িয়ে যেতে চাই তাহলে মেমো কী ব্যবহার করতে হবে।কিন্তু স্টিমিট মেমো কী তেমন ব্যবহার করা হয় না।



মাস্টার পাসওয়ার্ড


  • আমাদের স্টিমিট একাউন্ট খুলার সময় সর্বপ্রথম যে পাসওয়ার্ডটি দেওয়া হয় সেটি হলো মাস্টার পাসওয়ার্ড। আর এ পাসওয়ার্ড কে বলা হয়ে থাকে সব পাসওয়ার্ড এর মুল পাসওয়ার্ড বা মাথা।যেমন মাথা কেটে ফেললে শরীর মুল্যহীন তেমনি মাস্টার পাসওয়ার্ড হাড়িয়ে গেলে আমাদের স্টিমিট একাউন্ট মুল্যহীন।কারণ সব পাসওয়ার্ড যদিও আমরা হারিয়ে ফেলি তাহলে মাস্টার পাসওয়ার্ড দিয়ে সহজে আমরা সব পাসওয়ার্ড রিকভার করতে পারি।তাই কোনো কারনে মাস্টার পাসওয়ার্ড হারিয়ে ফেললে আমাদের স্টিমিট একাউন্ট রিকভার করা সম্ভব পর হবে না।


মাস্টার পাসওয়ার্ড সংরক্ষণ


  • মাস্টার পাসওয়ার্ড টি যেহেতু আমাদের স্টিমিট একাউন্টের মুল পাসওয়ার্ড। তাই এটিকে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ একটি কাজ।তাই আমি যখন স্টিমিট একাউন্ট খুলি তখন মাস্টার পাসওয়ার্ডটি আমার গুগল ড্রাইভ এ আপলোড করি
    এবং মাস্টার পাসওয়ার্ডটি আমার একটি ডাইরিতে ও লিখে রাখি। তারপর আমি একাউন্টটি খুলার পর পিডিএফ ফাইল নামিয়ে সেটিকে আমার জিমেইল এ রেখে দেই।


পাওয়ার আপ কী



পাওয়ার মানে শক্তি আর আপ মানে বৃদ্ধি করা অর্থাৎ শক্তি বৃদ্ধি করা। তাই আমরা যদি আমাদের স্টিমিট এ শক্তি বৃদ্ধি কতে চাই তাহলে পাওয়ার আপ এর কোনো অপরিহার্য নেই।তাই আমাদের শক্তি বৃদ্ধি করতে হলে পাওয়ার আপ করতে হবে।আমরা যদি স্টিমিট এ দীর্ঘদিন কাজ করতে চাই তাহলে আমাদের প্রতিনিয়ত কিছু পরিমান পাওয়ার আপ করতে হবে যা আমাদের স্টিমিট এ অনেক দুর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে।আবার পাওয়ার আপ করার মাধ্যমে আমার আমাদের একাউন্টটি ভালো একটি অবস্থানে নিয়ে যেতে পারবো, তাই পাওয়ার আপ কর খুবেই গুরুত্বপূর্ণ ও সেনসিটিভ বিষয়।



সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হবে?


  • সেভিংস মানে হচ্ছে নিরাপদে রাখা।আমাদের স্টিমগুলো হ্যাক হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য সেভিংস এ রাখা হয়।

  • সেভিংস এ থাকা Steem বা SBD উইথড্র দেওয়ার তিনদিন পর ট্রান্সফারেবল এ যোগ হবে।



ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?


  • ডেলিগেশন ক্যনসেল করার পর মোট পাচদিন পর আমাদের একাউন্টে স্টিম পাওয়ার আকারে ডুকবে


আপনি প্রজেক্ট Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?


স্টিম ওয়াল্ডে গিয়ে ডেলিগেশন ক্লিক করতে হবে। তারপর আউটিং এ গিয়ে এডিট এ ক্লিক করতে হবে।তারপর আমাকে ২০০ এসপি জায়গায় এখনকার ১০০ এসপি সহ মোট ৩০০ এসপি লিখতে হবে



সবাইকে আবারো আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আশা করি আমার পোস্টটি আপনাদের ভালো লেগেছে।যদি বলতে গিয়ে কিছু ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে ক্ষমার চোখে সকলে দেখবেন।কারণ মানুষ মাত্রই ভুল।আর আমরা ভুল থেকেই শিক্ষা গ্রহণ করি। সকলেই ভালো থাকবেন এবং নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।

Sort:  
 2 years ago 

আপনি লেভেল 2 এর পরীক্ষাটা খুব ভালোভাবে দিয়েছেন দেখছে। এই লেভেল ক্লাস করে আপনি অনেক কিছুই শিখতে পেরেছেন। আসলে এবিবি স্কুলের ক্লাস গুলো আমাদের নিজেদের জন্য। আমরা যত বেশি শিখতে পারবো ততো আমাদের ভালো। এভাবেই এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যটি করে আমার পাশে থাকার জন্য।এখানে এসে অনেক কিছুই শিখতে পারতেছি যা আমাদের জন্য ভালো।

 2 years ago 

শিয়াল পন্ডিতের পাঠশালা level-2 অর্থাৎ বেসিক সিকিউরিটি এবং ডেলিগেশন সম্পর্কে আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে পোস্টটি তুলে ধরেছেন।পোস্টটি পড়ে যা বুঝতে পারলাম এই বিষয়ে আপনার ভালোরকমই ধারণা হয়েছে । আপনি পোস্টটি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন । ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হুম ভাই আগে থেকে একটু জ্ঞান ছিল এসব সম্পর্কে। কিন্তু এখানে এসে অনেক সুন্দর ভাবে এসব বিষয়ের উপর ভালো করে জানতে পেরেছি লেভেল টু এর পাঠদান থেকে।ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

তারপর আমাকে ২০০ এসপি জায়গায় এখনকার ১০০ এসপি সহ মোট ২০০ এসপি লিখতপ হবে

আপনি সুন্দর ভাবে লেভেল টু প্রশ্ন পত্রের উত্তর সঠিকভাবে দিয়েছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর করে লেভেলের ক্লাস করেছেন। ওখানে সম্ভবত মোট 300 এসপি হবে। ভুল বস তো মনে হয় 200 হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

ধন্যবাদ ভাইয়া ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য।অনেক রাতে পোস্টি লিখেছিতো তাই ভুল বসতো হয়ে গেছ।

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

  • লেভেল টু এর এক্সাম দিয়েছেন দেখে আমার খুব ভালো লেগেছে। এভাবে বাকি লেবেলগুলো পার করে ফেলুন। আশা করি ভালো কিছু হবে। এই কাজগুলো করে অনেক কিছু শেখা যায় আমি নিজেও অনেক কিছুই শিখেছি। আপনার জন্য অপেক্ষায় থাকলাম। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া এরকম সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। অবশ্যই আমি সব কিছু জানার চেষ্টা করবো।আপনাকেও শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68118.27
ETH 3793.84
USDT 1.00
SBD 3.46