।।ক্লাস পার্টি , ষষ্ঠ সেমিস্টার কে বিদায় জানানোর সময়।। 10%@shy-fox and 5%@abb-school
হ্যালোআমার ব্লগ বাংলা ব্লগ বাসি। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমাদের ষষ্ঠ সেমিস্টার এর বিদায় নিয়ে আমার গল্প শুরু করছি।
ষষ্ঠ সেমিস্টার কে বিদায় জানানোর জন্য আমরা সবাই মিলে চাঁদা দিয়ে কেক এবং নানা রকম খাবার নিয়ে আসি, ষষ্ঠ সেমিস্টারের অনেক স্মৃতি রয়ে গিয়েছে একই সাথে বন্ধুদের নিয়ে ক্লাস ফাঁকি দিয়ে অলি মামার দোকানে গিয়ে কত আড্ডা দিয়েছি তা ভাবার বাইরে। আমরা কয়েকজন খুব কাছের বন্ধু ছিলাম যারা একসাথে সব সময় ঘোরাফেরা করি। আমাদের শিফট সকালে হওয়ায় অনেক সময় ক্লাস ঠিকমতো করতে পারি না। দুইটা ক্লাস পর গিয়ে আমরা ক্লাস করতাম। আমরা অতিরিক্ত দুষ্ট প্রকৃতির হাওয়ায় শুধুমাত্র ম্যাডামের ক্লাস করতে বেশি যেতাম, ক্লাস শেষ হতে না হতেই কলেজের বাইরে বের হই। ক্লাসে একজন বের হলে দশ জন বের হয়ে যেতাম, একেকজন একেকটা অজুহাত দিয়ে, কারো পেট ব্যথা কারো রুম চুরি হয়ে গেছে ,বিভিন্ন ধরনের অজুহাত। স্যার আমাদের প্রতি বিরক্ত হয়ে যেতে দিত। প্রথম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার অব্দি একসাথেই আমরা 10 12 জন বন্ধু একসাথে আছি। সহজে আমাদের সাথে কেউ লাগতে আসতো না । আমরা একেক দিন একেক জায়গায় ঘুরতে যেতাম, কারো পকেট এ টাকা না থাকলেও আমরা একসাথেই ঘুড়ি।
আমাদের ডিপার্টমেন্টে একটি মাত্র মেয়ে থাকায় আমাদের সেরকম মেয়ে বান্ধবীর সাথে উঠাবসা নেই। আমাদের বান্ধবীটা কে আমরা অনেক খেপাই,সে খুব ক্ষেপ্ত।তবুও আমরা তাকে খেপাতাম । যাই হোক ষষ্ঠ সেমিস্টার এ আমি একটুও ও পড়তে বসি নি , এর আগে কক্ষনও রেফার্ড খাই নি ।আল্লাহ জানে আবার কি হবে ।
এর পর ক্লাস পার্টি করার জন্য সবাই সিদ্ধান্ত নেই সবাই টাকা দিয়ে ,পার্টির সরঞ্জাম আয়োজন করি, অন্য ডিপার্টমেন্ট অনেক আগেই আয়োজন করে , আমাদের আয়োজন এ একটু দেরি হয় বটে তবে আমরা অনেক মজা করি ,সবাই একসাথে কেক মাখামাখি ,নাচ,গান ইত্যাদি। একটা মজার ব্যাপার হলো আমাদের গ্রুপ এ এক বন্ধু পার্টি বাদ দিয়ে তার গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরতে যায় আমরা সবাই মিলে গিয়ে তাকে বেধে নিয়ে আসি এবং তাকে কেক দিয়ে মেখে দেই । যাই হোক পার্টির কিছু ছবি আপনাদের সামনে নিয়ে আসি।
আজকের এই ছোট্ট গল্প আপনাদের সামনে নিয়ে আসলাম ,যদি আপনাদের ভালো লাগে নতুন আরও কাহিনী নিয়ে আসবো।
ডিভাইস | স্যামসাং m 21 |
---|---|
অবস্থান | দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট |
ধন্যবাদ
নিজের সম্পর্কে কিছু কথা
সত্যি ভাই দিন গুলো অনেক ভো যায়। বিশেষ করে ক্লাস এর শেষ দিনে বুঝা যায়। আর আপনারা আসলেই সেই লেভেলের পাজি ছিলেন ম্যাডাম এর ক্লাস মিস দেন নাই হাহহাহাহ। সামনের দিন গুলো ভালো কাটুক এটাই দোয়া করি।
অবশ্যই ভাই দোয়া রাখবেন
খুবই মিস করছি এই দিনটিকে। কোন এক বিশেষ কারণে ক্লাস শেষে সেই দিন আমি বের হয়ে গিয়েছিলাম। পরে আর তোমাদের সাথে যোগ দেওয়া হয়নি। যাই হোক তোমাদের আনন্দ-উল্লাস থেকে বেশ ভালই লাগছে। আশা করছি সাফল্যের সহিত পরবর্তী সেমিষ্টারে আমরা সকলেই উত্তীর্ণ হবে।
জি বন্ধু ,সবসময় পাশে থাকিও
ষষ্ঠ সেমিস্টার শেষ উপলক্ষে আপনি ক্লাস পার্টির মধ্য দিয়ে দারুন একটি সময় অতিবাহিত করেছেন। আপনি খুব দারুণ একটি সময় উপভোগ করেছেন শেষ হতে বন্ধুদের সাথে অনেক মজা করেছেন। তবে একটা উপদেশ থাকবে সবসময় পড়াশোনা মধ্যে থাকবেন। পড়াশোনা কে কখনো ফোর্থ সাবজেক্ট বানাবেন না। আপনার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করছি এবং এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনাকে পড়াশোনা তো অবশ্যই করবো আমার মজার কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম।
আপনার মুহূর্ত গুলো পড়ে অনেক ভালো লাগলো। তার সাথে একটা কথা জেনে অবাক হলাম আপনাদের ক্লাস এ শুধুমাত্র একটি মেয়ে ছিল। আপনাদের ক্লাস এ সবগুলো ছেলে। ক্লাসের শেষ দিনের অনেক কথা শেয়ার করলেন। সবকিছুই ভীষণ ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ার জন্য, আমাদের ক্লাশে মেয়ে ছিল কিন্তু কেউ পড়ালেখা বাদ দিছে আবার কারো বিয়ে হয়ে গিয়েছে।
আমারাও এক সময়, এভাবে চাঁদা তুলে পার্টি করতাম।আপনার পোস্ট দেখে মনে পরে গেলো।আনন্দ-উল্লাস থেকে বেশ ভালই কেটেছে।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ আমার পুরো পোস্টটি পড়ার জন্য
ক্লাস পার্টি সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো ভাই। এই দিনটি যেমন সুখের তেমনি অনেক দুঃখের । ক্লাস পার্টির সময়টুকু আনন্দময় কাটানো পাশাপাশি কান্নাময় হয়ে যায় বেশি। অনেকদিন যাবত একসঙ্গে জাতির সাথে থাকতাম তাদেরকে সেই দিন বিদায় দিয়ে আসতে হয়। আপনি সেই দিনটি সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করার পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া
জি ভাই প্রত্যেকটা সেমিস্টার কে ছেড়ে আসতে অনেক কষ্ট হয় অনেক স্মৃতি রয়ে যায়
শেষ ক্লাস পার্টি করেছিলাম সম্ভবত ১০ম শ্রেনিতে থাকতে। ডিপ্লোমা লাইফ এ কখনো করা হয়নি। করার মধ্যে এক র্যাগ ডে। তাও ক্যাম্পাস থেকে ভালো মত বিদায় নেওয়া হয়নি কারণ করোনা ছিলো তখন। শুভেচ্ছা রইলো ভাই।
জি ধন্যবাদ ভাই ,আপনি কোন পলিটেনিক্যাল এ ছিলেন
এই দিনগুলো যখন চলতে থাকে তখন খুবই ভালো লাগে। কিন্তু যখন বিদায় বেলা চলে আসে। তখন আসলে বোঝা যায় যে আসলে আগের দিনগুলো কে কত মিস করি। আপনি আপনার ষষ্ঠ সেমিস্টার কে বিদায় জানানোর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
আমরা এভাবে ঘুরতে যেতাম সবাই মিলে। একে অপরকে সাহায্য করতাম ঠিক এমনিভাবে। আজ সময় ও বাস্তবতা কারণে পাশে কেউ নেই। ধন্যবাদ আপনাকে আপনার গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো আপনার প্রতি
এভাবে চাঁদা তুলে পার্টি করার মজাই আলাদা ছিলো। পুরনো দিনের কথা মনে পরছে আপনার পোস্ট টি পড়ে। ভালো লাগলো ব্লগটি।
অনেক অনেক ধন্যবাদ আপু আমার পুরো পোস্টটি পড়ার জন্য, দোয়া করবেন আমি যেন আরো ভালো ভালো আপনাদের সামনে তুলে ধরতে পারি।