বাবার সাথে প্রথম মেলায়

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

image.png

ছবির লিংক

সেদিনের কথা আজও ভুলতে পারিনি। তখন আমার বয়স মাত্র দশ। বাবা ছিলেন আর্মিতে। চাকরির কারণে দূরের এক ক্যান্টনমেন্টে থাকতেন। মাসের পর মাস কেটে যেত, বাবাকে দেখা হতো না। মাঝে মাঝে ছুটি পেলে দুই তিনদিনের জন্য বাড়ি আসতেন, তারপর আবার চলে যেতেন। আমার শৈশবটা যেন বাবাহীন এক নীরবতায় কেটে যাচ্ছিল।

প্রতিদিন সকালে যখন স্কুলে যেতাম, দেখতাম অন্য বাচ্চাদের বাবা মা একসাথে হাঁটিয়ে নিচ্ছে। কেউ কেউ আবার স্কুল শেষে বাবার সঙ্গে মেলায় যাচ্ছে, বেলুন কিনছে, আইসক্রিম খাচ্ছে। সেসব দৃশ্য দেখে বুকের ভেতরটা কেমন জানি হাহাকার করে উঠত। আমি ভাবতাম, কেন আমার বাবা আমাকে কখনও কোথাও নিয়ে যায় না।

একদিন সাহস করে মাকে বলেছিলাম, মা, আমি তো বাবার সাথে কোথাও যাই না, বাবাও আমাকে মেলায় নেয় না। মা কিছু না বলে চুপ করে ছিলেন, শুধু চোখে একফোঁটা পানি চকচক করছিল। হয়তো সেই কথাটা মা বাবাকে জানিয়েছিলেন।

তারপর একদিন হঠাৎ বাবা ছুটি নিয়ে বাড়ি এলেন। আমি তখন উঠোনে খেলছিলাম। বাবা ডাকলেন, এই শুনো, আজ কিন্তু আমরা মেলায় যাব। প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি অবাক হয়ে বললাম, সত্যি বাবা? বাবা হেসে বললেন, হ্যাঁ, এখন বল কী কী খেতে চাও।

সেই মুহূর্তে আমার আনন্দের কোনো সীমা ছিল না। মনে হচ্ছিল পৃথিবীর সব আনন্দ যেন আমার জন্যই অপেক্ষা করছিল। বিকেলে আমরা মেলায় গেলাম। বাবার হাত ধরে ঘুরছিলাম নাগরদোলায়, বেলুন কিনছিলাম, জিলাপি আর আইসক্রিম খাচ্ছিলাম। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে।

বাবা মাঝে মাঝে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, মাঝে মাঝে হাসছিলেন। আমি তখন বুঝেছিলাম, ভালোবাসা মানে দামি উপহার নয়, বরং পাশে থাকা, কথা বলা, সময় দেওয়া।

সেদিনের সেই মেলা আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে আছে। আজও চোখ বন্ধ করলে মনে পড়ে বাবার হাত ধরে হাঁটা, আলো ঝলমলে মেলা আর আমার শিশুসুলভ আনন্দ। হয়তো সেই দিনই আমি প্রথম সত্যিকারের বাবার ভালোবাসা অনুভব করেছিলাম।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
কভার ফটোপিক্সাবে।
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9sFVE6WnN94dL...Tw5Abm2612Wy1uy3UjeTTZbeVkqn4KgAunyq9vsiSBbkpAkYqhvBS1PXAEzXPPRCksr3rtaRUWmWqLPXP3YprQi2rjfNopeJmrnAmRjttvj5BoLiBFTScarkV.webp

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg