যোগ্য ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া উচিত
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে যোগ্য ব্যক্তিকে অগ্রাধিকার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে যোগ্য ব্যক্তিদের স্থান সব থেকে উপরে থাকা উচিত। কেননা একজন ব্যক্তি যখন যোগ্য হয়ে ওঠে তখন তার পিছনে অনেকগুলো কারণ থাকে। আর সঠিক শিক্ষা গ্রহণ করেও কিন্তু একজন ব্যক্তি কখনো যোগ্য হয়ে উঠতে পারে না। এই পৃথিবীতে যারা যোগ্য ব্যক্তি তারা শিক্ষা-আচরণ এবং তাদের মন মানসিকতা দিক থেকে তারা সবসময় এগিয়ে থাকে। আর এসব ব্যক্তিরা কিন্তু কখনো দেশের ক্ষতি চায় না। বরং তারা সবসময় চেষ্টা করে যে কি করে দেশের উপকার করা যায় এবং দেশের থেকে এই বিভিন্ন ধরনের সমস্যা দূর করা যায়। আর এই জন্য আমাদের সমাজে আমরা সবসময় যোগ্য ব্যক্তিকে সম্মান করি এবং তাদেরকে অগ্রাধিকার দিয়ে থাকি। আর এসব যোগ্য ব্যক্তিরা যদি তাদের যোগ্য স্থানে বসে কর্ম করতে পারে তাহলে দেশ সামনের দিকে এগোবে।
কেননা একজন যোগ্য ব্যক্তি সবসময় জানে যে কি করে দেশকে পরিচালনা করতে হয় এবং কোনটা ভালো আর কোনটা মন্দ এই পার্থক্য বের করে তারা সব সময় ভালোর দিকে এগিয়ে চলার চেষ্টা করেন। আর আপনি তাদের যতই লোভ দেখানোর চেষ্টা করুন না কেন তারা কিন্তু সব সময় সেই লোভ থেকে দূরে সরে থাকে এবং নিজেদেরকে তাদের সেই সৎ মন মানসিকতার স্থানে ধরে রাখে। এই পৃথিবীতে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে যোগ্য ব্যক্তিদেরকে তাদের কখনো যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না।অর্থাৎ বর্তমান সময়ের যোগ্য ব্যক্তিরা সবসময় সমাজ থেকে নির্যাতিত এবং অসম্মানিত হচ্ছে। এছাড়াও কিছু কিছু অযোগ্য ব্যক্তিরা রয়েছে যারা এসব যোগ্য লোকেদের জায়গা গ্রহণ করে সেখানে থেকে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে।
আসলে একটা জিনিস আমাদের সবাইকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে যোগ্য ব্যক্তিরা যেভাবে কোন কাজ করে সেই কাজ কিন্তু অযোগ্য ব্যক্তিরা কখনো একইভাবে করতে পারে না। অর্থাৎ যোগ্য ব্যক্তিদের কাজ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন হয় এবং অযোগ্য ব্যক্তিদের কাজ কখনো পরিষ্কার-পরিচ্ছন্ন হয় না। আসলে এই জিনিসটা আমাদের মাথায় রেখে সব সময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। এছাড়াও বর্তমান সময়ে মানুষ কিন্তু প্রচুর টাকার বিনিময়ে যোগ্য ব্যক্তিদের জায়গা কিনে নেয়। অর্থাৎ এখন চাকরির ক্ষেত্রে দেখতে পাই যে যারা যোগ্য ব্যক্তি তারা সেই সঠিক চাকরি কখনো পায় না এবং যারা অযোগ্য ব্যক্তি তারা কিন্তু টাকা দিয়ে সেই চাকরিটা কিনে নেয়। আসলে একজন অযোগ্য ব্যক্তি যদি কোন কাজকর্ম করে তাহলে সেই কাজটি কখনো সুসম্পন্ন হতে পারে না।
আর এজন্য আমাদের এই সমাজে সবাইকে শিক্ষিত হতে হবে। কেননা একজন শিক্ষিত লোক সব সময় একজন যোগ্য ব্যক্তিকে কি করে সম্মান করতে হয় তা জানে। এছাড়াও আমরা যদি এইসব বিভিন্ন কাজের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করে সেখানে যোগ্য ব্যক্তিদেরকে স্থান দিতে পারি তাহলে আমাদের দেশটা সব সময় সামনের দিকে এগিয়ে যাবে এবং অন্যান্য দেশ অপেক্ষা আমরা কিন্তু সবসময় এগিয়ে থাকবো। আসলে এইসব খারাপ ব্যক্তিদেরকে আমাদের অবশ্যই সমাজ থেকে বের করে দিয়ে তাদের কঠোর শাস্তি দিতে হবে যাতে করে তারা এই ধরনের খারাপ কর্মকাণ্ড আর কখনো না করতে পারে। আসলে আমরা অবশ্যই যোগ্যদের সব সময় সম্মান করবো এবং ভালোবাসবো এবং তাদের দেখানো পথে অগ্রসর হওয়ার চেষ্টা করব। আর এর ফলে কিন্তু আমরা জীবনে অবশ্যই উন্নত লাভ করতে পারব।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!