অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্যায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


confused-6741161_1280.webp



লিংক


এই পৃথিবীতে আমরা সবাই একই সাথে মিলেমিশে বসবাস করি। কেউ যদি কখনো কোন বিপদে পড়ে তখন অন্যান্য সবাই এসে আমরা তাকে সেই বিপদ থেকে উদ্ধার করি এবং পরবর্তীতে সে যাতে আর কোন বিপদে না পড়ে সেদিকে আমরা সব সময় খেয়াল রাখি। আসলে যত দিন যাচ্ছে ততই কেমন যেন মানুষ হিংস্র হয়ে যাচ্ছে। আর আমরা একটা জিনিস সব সময় দেখতে পাই যে গরিব লোকের উপর ধনী লোকেরা সবসময় বিভিন্ন ধরনের অত্যাচার করে। আসলে এই পৃথিবীতে মনে হয় গরিব লোকেদের কোন স্থান নেই। কেননা তারা একদিক থেকে তাদের নিজেদের জীবনকে উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করবে এবং অন্য দিক থেকে এসব উঁচু শ্রেণীর লোকেদের জন্য তারা সবসময় বিভিন্ন ধরনের নির্যাতন সহ্য করবে। এই পৃথিবীতে তাদের কোথাও একটু শান্তি নেই।


কিন্তু এমন পৃথিবী তো আমরা কখনো আশা করিনি। আমরা সবাই চাই যে এই পৃথিবীর সর্বত্র শান্তি বিরাজ করুক এবং মানুষেরা মিলেমিশে সব এক জায়গায় একই সঙ্গে বসবাস করার চেষ্টা করুক। কিন্তু এখন একসঙ্গে তো বসবাস দূরের কথা মানুষ চাইলে অন্য কোন দুর্বল মানুষের কাছ থেকে তার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে একদম দিশেহারা করে দেয়। আসলে এজন্য আমরা সব সময় একটা বিষয়ে লক্ষ্য করে দেখি যে গরিব মানুষের জীবনে একটুও শান্তি কোথাও নেই। তারা যদি জীবনে পরিশ্রম করে বড় হতে চায় তাহলে উচ্চ শ্রেণীর লোকেরা তাদেরকে সব সময় নিচের দিকে চেপে রাখার জন্য চেষ্টা করে। আর এই জন্য তারা কখনো এই পৃথিবীতে উন্নতি লাভ করতে পারেনা এবং তাদের প্রজন্ম গুলো বংশপরম্পরায় সব সময় অন্যের দাসত্ব করে যায়।


আমাদের একটা জিনিস চিন্তা করলে বড়ই কষ্ট লাগে যে এই আধুনিক যুগে এসে মানুষ এমন বর্বর আচরণের শিকার হচ্ছে। কিন্তু আমরা মানুষরা এখনো যদি নিজেদের মন-মানসিকতাকে পরিবর্তন না করতে পারি তাহলে আমরা কি করে এই জাতিটিকে আধুনিক বলে মনে করব। আমার তো মনে হয় এখনকার আধুনিক যুগ অপেক্ষা প্রাচীনকালের যুগটা অনেক বেশি ভাল ছিল। কেননা তখনকার সময় কেউ কারো ক্ষতি করত না এবং সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করার চেষ্টা করত। এছাড়াও বাইরের কোন শত্রু যদি তাদেরকে আক্রমণ করত তাহলে তারা সবাই মিলে একসঙ্গে সেই সব আক্রমণের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো এবং সেই বিপদ থেকে তারা সবাইকে উদ্ধার করত। আসলে তখনকার সময়ের মানুষগুলো শিক্ষিত না হলেও তাদের মন মানসিকতা অনেক বেশি ভালো ছিল।


তাই আমরা এই যুগে এই ধরনের বর্বর আচরণ কখনো কোন দুর্বল লোকের প্রতি করবো না। এছাড়াও যদি এই সব দুর্বল প্রকৃতির লোকেরা এই অন্যায় অত্যাচার সহ্য করে নেয় তাহলে তাদের অন্যায় অত্যাচার দিন দিন কমবে না বরং বৃদ্ধি পাবে। তাইতো এসব দুর্বল প্রকৃতির লোকেদের অবশ্যই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি তারা সবাই মিলে এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে পরবর্তীতে তাদের উপর নির্যাতন করতে অন্যান্য মানুষেরা ভয় পাবে।এজন্য প্রথমে আমাদের সবাইকে এক জায়গায় দলবদ্ধ হতে হবে এবং কোন বিপদ আসলে অন্য কাউকে একা ছেড়ে যাওয়া কখনোই যাবে না। আর এভাবে যদি আমরা সবাই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি তাহলে আমাদের পৃথিবীটা একটা সুন্দর পৃথিবীতে রূপান্তরিত হবে যেখানে সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 last month 

সত্যি বলতে মানুষ যত আধুনিক করছে ততই বেশি বর্বর হচ্ছে। অন্যায়কে প্রশ্রয় দেওয়ার পক্ষে আমিও নই। অন্যায়কে যতই প্রশ্রয় দেয়া যাবে অন্যায় ততই বেশি হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।